ফেইসবুকের নিউজফিড দেখুন জকজকে তকতকে
লিখেছেন লিখেছেন মিজানুর রহমান ১ ২৩ জুলাই, ২০১৪, ১২:২৮:৪১ রাত
যদি এমন হতো আপনার প্রিয় ফেইসবুক আইডিতে গেমস, বিজ্ঞাপন আর স্প্যাম দেখা যাচ্ছে না। ডানে, বামে, উপরে, নিচে সব জায়গায় কোন বিজ্ঞাপনের ছড়াছড়ি নেই। বিষয়টা কেমন লাগতো... ভাল লাগতো নিশ্চিত।
আর দেরি না করে নিচের টিপস মতো আপনার মজিলা ফায়ারফক্সে F.B. Purity এ্যাড আইকোন টি ইন্সটল করে নিন।
প্রথমে এই লিংক এ ক্লিক করুন।
উপরের ছবির মত একটি ট্যাব অপেন হবে। Install F.B Purity-Extension এ ক্লিক করুন।
কয়েক সেকেন্ডের মধ্যে নিচে প্রদর্শিত ডায়লগ মেনু আসবে। Allow এ মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করুন।
F.B Purity-Extension ডাউললোড হচ্ছে সেটা দেখাবে (নিচের ছবির মত)
ডাউনলোড শেষ হলে নিচের ডায়ালগ বক্স আসবে। Install Now এ ক্লিক করতে হবে।
অতঃপর নিচের ম্যাসেজটা দিলে আপনি নিশ্চিত যে F.B Purity-Extension আইকন টি আপনার মজিলা ফায়ারফক্সে ইন্সটল হয়েছে।
এবার ফেইসবুকে লগ ইন করুন। নিউজফিড হয়ে গেল জকজকে তকতকে। লাইক, কমেন্ট এর জোয়ারে নিজেকে ভাসিয়ে দিন।
ফেইসবুকে আমাকে ফলো করুন
বিষয়: বিবিধ
১৩৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন