ক্ষণিকের ভাললাগা
লিখেছেন লিখেছেন স্বপ্ন নীল ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:১৪:২৪ রাত
আমি আর রাশেদ, সিলেট থেকে ঢাকা যাব । সকাল ৮ টায় ট্রেন । ট্রেন এলো । আমাদের আগে একটি সুন্দরী মেয়ে ব্যাগ-ট্যাগ নিয়ে ট্রেন এ উঠলো । রাশেদ আমাকে টেনে বগির বাইরে এনে বলল, বন্ধু তকে সারপ্রাইজ দেব । এখানে একটু দাঁড়া । বলে সে ভেতরে চলে গেলে । একটু পরে আমাকে ফোন করে বলল, চলে আয় । ভিতরে ঢুকে দেখলাম আমার ব্যাগ ওর পেছনের সিটে রাখা । সানগ্লাস পরে বিশাল ভাব নিয়ে বসে আছে ও । বলল, 'চিন্তা করো না; তুমি ঢাকায় প্রথম যাচ্ছ না! তাতে কি আমি আমি আছি না ! ওখানেই বসে পড়ো ।' রহস্য কিছুই বুঝলাম না ।
একটু পরেই সব খোলাসা হলো । ট্রেনে ওঠার আগে যে সুন্দরী মেয়েটিকে দেখেছিলাম, সে রাশেদের পাশে বসে আছে । আমার বন্ধুটিও বেস স্মার্টলি মেয়েটার সঙ্গে কথা বলার চেষ্টা করছে । দেখতে দেখতে ওদের মধ্যে ভাব হয়ে গেল । সমস্যা শুরু হল একটু পরই । মেয়েটা বমি করা শুরু করল । আর রাশেদও দেখলাম পরম মমতায় তাকে সেবা দিয়ে যাচ্ছে । একটু পরে কোথা থেকে পলিথিন নিয়ে, এলো । মেয়েটির দুই চোখে তখন কৃতজ্ঞতার আলো । আমি পেছনে বসে সবই দেখে যাচ্ছি নীরব দর্শক হয়ে । একটু পর কোন এক ষ্টেশনে ট্রেন থামল । রাশেদ দৌড়ে পানি, খাবার আর ওষুধ নিয়ে এলো । খাওয়া দাওয়া শেষে মেয়েটি একটু সুস্থ হোলো । রাশেদ আমার দিকে ফিরেও দেখল না । এরপর সারা পথ, তাদের মধুর আলাপচারিতা চলতেই থাকল । আমি ততোক্ষণ বিরক্তির চরমে । তবে শেষ চমক তখনো বাকি । ট্রেন থেকে নামলাম আমি যথারীতি নিরাপদ দূরত্ব থেকে সব দেখে যাচ্ছি । রাশেদ আর মেয়েটি দাঁড়িয়ে গল্প করছে । একটু পর একটা ছেলে এলো । এরপর রাশেদের সঙ্গে হ্যান্ডশেক করে মেয়েটিকে নিয়ে চলে গেল । একটু পর রাশেদ ফিরল মুখ কালো করে ।
জিজ্ঞেস করলাম, 'ছেলেটি কে ?
'ওর হাসবেন্ড' ।
বিষয়: সাহিত্য
৮৯০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন