মানুষ

লিখেছেন লিখেছেন ব্লগার শান্ত ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:০২:০৫ সকাল

মানুষ মরণশীল। জন্ম মানেই মৃত্যুকে স্বীকার করে নেয়া। অর্থ্যাত আজ যে মানুষ পৃথিবীর মঞ্চে আসবে, একদিন তাকে এ মঞ্চ ত্যাগ করবেই। মহাকালের মঞ্চে কেউ চিরদিনের জন্য ঠাঁই পায় না। তবে মহাকাল অমরত্ব দান করে। অমরত্ব লাভ করার বাসনা থাকলে ব্যক্তিকে পরিশ্রমী ও নিবেদিত হতে হয়।ব্যক্তি কাজের মাধ্যমে যদি মানবের কল্যাণ বয়ে আনতে পারে, তবে ব্যক্তি অমর হয়ে থাকে। অমর ব্যক্তি দেহ নিয়ে বসবাস করে না, কিন্তু ব্যক্তির আত্মার উপস্থিতি মানুষ অনুভব করতে পারে। যার আত্মার উপস্থিতি অনুভব করা যায় না, সে অমর হতে পারে না।

বিষয়: বিবিধ

৯২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File