শহুরে ব্যাসবাক্য,
লিখেছেন লিখেছেন সূর্য্য গ্রহণ ১২ জানুয়ারি, ২০১৫, ১১:০২:৫৯ সকাল
এই শহরটা খুব ছোট।
ইট-পাথরের নীচে চাপা পড়ে থাকে না মানুষের কথাগুলো।
আবার কথা এতই বেশি, কারওটাই শোনা যায় না।
বাতাসের হাহাকার বেশিই,
টেলিফোনের তারের উপরে বসা কাকেরও
আবার বালুর আস্তরনে ব্যাবিলন হয়ে যায় আমার বইয়ের পাতা।
স্মৃতি ধোয়া বালু, কান্নার ইতিহাস ঢেকে দেয়।
.
.
কুয়াশার স্পর্শটা আমার জানালার কাঁচ ধরে থাকে।
খুউব ভোরে তা গড়িয়ে পড়ে, দুপুরে উবে যায়।
কেউ বলে, কুয়াশা নয় এগুলো, বেদনার বাষ্প।
শহরের রাস্তায় আলো এসে থেমে যায়,
স্তদ্ধতায় ডুবে থাকা শহরে তুমি হাসতে থাকো কারো হাত ধরে, ভালো থাকো।
আর আমার চোখের জলকে লুকাই, চোখে "কিছু পড়েছে" এই উছিলায়।
আমি সবার, কিন্তু কেউ আমার নেই . . . .
বিষয়: বিবিধ
১০৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন