সমস্যা
লিখেছেন লিখেছেন সূর্য্য গ্রহণ ২৩ ডিসেম্বর, ২০১৪, ০৩:৩০:২৬ রাত
তুলির হাজার সমস্যা সুরাহা করতে একজন ছাড়া আর কোনো মানুষকে লাগে না। ওই একজন হলো আলিফ। তাই আলিফ তুলির গুগল। তুলির হাজার সমস্যার সমাধানের জন্য রাতদুপুরে ঝড় তোলে, তাই আলিফ তাকে ডাকে কালবৈশাখী।
-গুগল বাবা?
-জ্বি কালবৈশাখী?
-আমার মন খুব খারাপ রে!
-প্রবলেম বল
-নাঈমের সাথে ঝামেলা হচ্ছে
-খুলে বলে
-কি খুলবো?
-আপাতত মন খুল। তারপর অন্য কিছু খুলিস।
-মন কিভাবে খুলে?
-জোছনা খা।
-জোছনা কিভাবে খায়?
-হা করেই খাওয়া যায়। যেমন আমি খাচ্ছি।
-আবোল-তাবোল কথা বলিস না।
-আচ্ছা, মুখের চেইন বন্ধ। প্যান্টের মতো।
-নাঈমের বাবা প্রেশার দিচ্ছে, তার পছন্দে বিয়ে করার জন্য।
-এটা প্রেশারের কী?
-ওর বাবা আমাকে পছন্দ করবে না
-কেনো করবে না? তোকে দেখলেই বিয়ে দিয়ে দেওয়ার কথা। বসিয়ে রেখে বলবে "মা, বিয়েটা করে যাও।"
-ফান করবি না।
-কী কারণে পছন্দ করবে না সেটা জিজ্ঞেস করেছিস?
-না।
-ফোন দে ওকে।
-দিয়েছি। ও ঘুমোচ্ছে। বলেছে সকালে বলবে।
-তাহলে সকাল হয়ে যাওয়া পর্যন্ত ঘুমাতে থাক।
-করছিতো। ঘুম আসছে না। তুই কি করবি?
-জোছনা খাবো
-তুই খা তোর জোছনা
-তুই কি করবি?
-ফোন দিবো আবার
-দিতে থাক। প্রেম মানে না অপেক্ষা।
যেই সমস্যায় তুলি ভুগছে সেটা নাইম ভাইয়ের তৈরী সেটা আলিফ ভালো করেই জানে। এর আগে নাইম ভাই বলেছিলো তার বাবার পছন্দ ডাক্তার মেয়ে। তুলি পড়ছে ইঞ্জিনিয়ারিং। সেই সমস্যাটা পুরোনো। তুলি নিত্যনতুন অনেক সমস্যার নিচে তলিয়ে যাওয়া পুরোন সমস্যা ভুলে গেছে। এইসব নিত্যনতুন হাজার সমস্যা মিলালে হয়-নাইম ভাই এখন আর তুলিকে চায় না।
আলিফের ঘরের জানলা দিয়ে চাঁদ দেখা যায় না। দেখা যায় শুধু অল্প আকাশ, চাঁদটা পাশের বিল্ডিঙ্গে ঢাকা পড়া। তাই জোছনা খাওয়ার বদলে আলিফ রাতদুপুরে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া খায়। ধোঁয়া উড়ে গিয়ে আকাশে মিশে যায়। এই ছোট্ট আকাশের এক কোণায় তুলিকে দেখে সা। এই যেমন তুলি এখন ফোন করে কাঁদার আয়োজন করছে।
আলিফের ইচ্ছে করে বলতে: "তুলি, তুই আমার কাছে আয়। নাইম ভাই তোকে চায় না। তার বাবাও তোকে পছন্দ করে না। আমার বাবা মন খুলে তোকে পছন্দ করবে। না করলে তাকে জোছনা খাইয়ে দিবো। এতে মন অটোমেটিক খুলে যাবে।" কিন্তু বলে না। বললে তুলি ভাববে ফান করছে। আসলে আলিফদের মতো মানুষরা অন্যের সমস্যা সুরাহা করেই যায়। কিন্তু তাদের সমস্যা সুরাহা করার মানুষ পায় না খুঁজে।
বিষয়: বিবিধ
১০১৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন