হে সুন্দ্রী হে

লিখেছেন লিখেছেন সূর্য্য গ্রহণ ২৬ নভেম্বর, ২০১৪, ০১:৩৪:৪৩ রাত

হে সুন্দ্রী,

নিজেকে খুব বেশি সুন্দর ভাবিয়ো না। একদিন তোমার প্লেগ হবে, স্কিনের নীচে পচন ধরবে, স্কিন ক্যানসার হবে, অটো ইমিউন হয়ে স্কিন খুলে খুলে পড়বে। একদিন তুমি ফ্রাস্ট্রেটেড হবে, ইয়াবা খাবে, চোখের ব্লাক সার্কেল হয়ে যাবে ব্লাক হোল। তুমি একদিন ছেলেকে নিজের আসল বাবার পরিচয় দিতে লজ্জ্বা পাবে। হে সুন্দ্রী, মাটির তলে কাফন পইড়া যাবা কিন্তু কেউ আসবে না। ওইখানে তোমার সাদা চামড়ার দাম নাই। একদিন ঠিকই মরবারে ময়না !!!

বিষয়: বিবিধ

১১০৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288106
২৬ নভেম্বর ২০১৪ রাত ০১:৫১
বড়মামা লিখেছেন : এই সত্য কথাটি মানুষ মানতেই চায় না।
288151
২৬ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩১
হতভাগা লিখেছেন : ভাইজানরে কি কোন সুন্দ্রী ছ্যাকামাইসিন খাওয়াইয়া দিছে?
২৯ নভেম্বর ২০১৪ রাত ১২:৩২
233013
সূর্য্য গ্রহণ লিখেছেন : হা হা হা....na...এই জীবনে এটা অসম্ভব ব্যাপার
288184
২৬ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৩
ইক্লিপ্স লিখেছেন : আপনার সুন্দ্রী লেখাটা পড়লে বলবে শুকুনের দোয়ায় গরু মরে না। Rolling on the Floor
২৯ নভেম্বর ২০১৪ রাত ১২:৩৫
233015
সূর্য্য গ্রহণ লিখেছেন : আপনি লেখাটি বুঝেননি। যদি আমার লেখাটার বিষয়গুলো আপনার সাথে মিলে যায় অর্থাৎ আপনার ছেলের বাবার পরিচয় দিতে লজ্জা পান তাহলে দুয়া করি, আপনার জীবন সুন্দর হোক।
288232
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০২
288305
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ওইখানে তোমার সাদা চামড়ার দাম নাই। একদিন ঠিকই মরবারে ময়না !!!

লেখাটায় বাস্তবতা সুন্দরভাবে ফুটে উঠেছে। নিজেকে নিয়ে এত গর্ব অহংকার করতে নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File