Happy jonmodin

লিখেছেন লিখেছেন সূর্য্য গ্রহণ ০৫ মে, ২০১৪, ০৯:৪৮:১৫ সকাল

বিকেল বেলা, সময়টা ক্লান্ত হওয়ার। এই সময় সবাই ক্লান্ত হয়ে পড়ে। বাসচালকেরা ঘুমে ঢুলুঢুলু থাকে, অফিসফেরত যাত্রীরা সিটে বসেই ঘুম। ঘুম বস্তুটা ভালো হলেও অসময়ে ভালো না। তাই আজকে এই সময় যাতে ঘুম না আসে তাই গোসল করতে ঢুকলাম। আসমান থেকে বৃষ্টির মতো পানি পড়তে থাকলে ঘুমের ভূত পিছু ছাড়বে।

ছোটবেলায় একদিন স্কুল থেকে খেলে প্রচুর নোংরা হয়ে বাসায় আসি। বাবা আমাকে দেখে একহাতে লটকিয়ে পুকুরে ফেলে দেন। কিছুক্ষণ পরে জামা-কাপড় এনে দেন। এরপর থেকে প্রতিদিন বিকালে গোসল করতাম। এখন সেই মানুষ নেই, ব্যাস্ততায় ডুবে থেকে গোসল করার সময়টাও বদলে ফেলেছি।

আমার ভাবনাটা ভূল ছিলও। আসমান থেকে পানি পড়ায় ঘুমটা কেটে যাওয়ার বদলে আরো গাড় হয়েছে। এতক্ষণ ঘুমন্ত ছিলাম। ঘুমটা পানির ধারায় না কেটে কাটলো ফোনের রিংটোনে।

-হ্যালো

-হালুম

-হিহিহি..... কি করেন?

-বৃষ্টিতে ভিজছি

-মিথ্যা বলেন ক্যান্? এখানে তো বৃষ্টি নাই !

-কিন্তু আমার বাথরুমে তো ঠিকই বৃষ্টি হচ্ছে !

-একি ! আপনি এই বিকালে গোসল কেন করছেন? সকালে কি করেছেন?

-সকালে ঘুমোচ্ছিলাম। স্বপ্নে একটা রাজকন্যাকে দেখেছি

-কাকে? নিশ্চয় পাশের বাসার ওই ডাইনিটাকে !

-তুমি যদি ডাইনি হও, তাহলে আমাকে ডাইন হতে হবে। আমি ডাইন হতে পারবো না।

-হিহিহি.... আচ্ছা, আপনি এমন কেনো?

-অদ্ভুত তো? আমি অদ্ভুতই। ভালো থাকার অভিনয় করতে করতে অদ্ভুত হয়ে গেছি।

-এইসব পাগলামি বাদ দেন। আজকে সন্ধ্যায় আসবেন। আমার বাসায় আপনার দাওয়াত

-কেনো? আজকে কি তোমার বয়ফ্রেন্ড মারা গেছে?

-থাকলে তো মারা যাবে!

-ও.... তাহলে কি?

-আপনি ভুলে গেছেন !

-মনে হচ্ছে না।

-মনে রাখবেন কেনো? আমি আপনার কে?

শেষ কথাটা ও বলেনি। এর আগেই আবেগে লাইনটা কেটে দিয়েছে ও। কথাটা আবেগের, সহজে বুঝা যায় না। যাদের মন আবেগে ভরপুর, সেই মনের গভীরের কথা বুঝে। ও ভেবেছে এইবারও আমি গোতো তিনবারের মতো ভুলে গেছি। ওর ধারণা ভুল। ওর জন্মদিনের কথা ভুলিনি। আসলে কখনই ভুলতাম না। শুধু ভুলার অভিনয় করতাম। এইবার ওকে চমৎকৃত করার ইচ্ছা আছে। আমি আসবো। সঙ্গে থাকবে শিউলি ফুলের পায়েল। পায়েল পড়া মেয়েটাকে দেখতে আমার রাজকন্যার মতোই লাগে, স্বপ্নে দেখা . . . . . .

বিষয়: বিবিধ

৯৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File