স্বাধীনতা
লিখেছেন লিখেছেন সূর্য্য গ্রহণ ০৭ এপ্রিল, ২০১৪, ০৯:০৩:৫৩ রাত
হঠাৎ সাঁঝে ঘুমের মাঝে স্বপ্ন আছে যত
থাকবোনা আর আধমরা ওই কাকছানাটির মত
উড়বো যখন উড়বো তখন চিলের মতই উড়ি
চৈত্র মাসে নীল আকাশে যেমনি রঙ্গীন ঘুড়ি
থাকবো ঘরে, রইব পরে উড়তে গেলেই মানা
খাঁচার পাখি, যত্নে থাকি কেটে ফেলা ডানা
স্নিগ্ধ তুষার, কিংবা আষাঢ়, মানবো না আর বাঁধা
আমি তো নই গোয়ালের ওই গরু কিংবা গাধা
আশায় কেনো বসে থাকা, শুভ্র এক গাঙচিল
স্বপ্নে বিভোর, হয়েছে ভোর আকাশ হবে নীল
বিষয়: বিবিধ
৮৯৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি তো নই গোয়ালের ওই গরু কিংবা গাধা
আশায় কেনো বসে থাকা, শুভ্র এক গাঙচিল
স্বপ্নে বিভোর, হয়েছে ভোর আকাশ হবে নীল
অনেক ভালো লাগলো পড়ে
মন্তব্য করতে লগইন করুন