A messed up life.....a magnet, attracts others heart

লিখেছেন লিখেছেন সূর্য্য গ্রহণ ০৯ মার্চ, ২০১৪, ০৪:২৫:৪১ বিকাল

কিছু কিছু মানুষ হয় ভয়ঙ্কর সুন্দর। আমার ক্ষেত্রে তা শুধুই ভয়ঙ্কর। তাই সৌন্দর্য্য আমাকে টানে না। গত শুক্রবার এক ছোট ভাইয়ের জন্মদিনে একজনের সাথে পরিচয় হয়েছিল। ভয়ঙ্কর সুন্দর। তবে কোথাও একটা ব্যাথার ছাপ রয়েছে। ব্যাথিত মানব্রা সবসময় ভীত থাকে।

-এই যে হ্যালো !

-জ্বি, আমার নাম হ্যালো না

-আমি আপনার নাম জানি না, জানবও না। জানি না তাই হ্যালো বললাম। কোনো সমস্যা আছে নাকি?

-না, ব্যাক্তিগত ভাবে আমার কোনো সমস্যাই নেই। তবে অতি সুন্দরীদের সাথে কথা বলাতে সমস্যা।

-আমি সুন্দরী এটা আপনাকে কে বললো?

-কেউ বলেনি, অ্যামিও বলিনি। আপনার নাম জানি না তাই বললাম।

-উফ! আপনি মানুষ হিসেবে জঘন্য!!

-হতে পারে। তবে আমার মনে হয় আমি মানুষ না, এলিয়েন।

-হুম্। এলিয়েন সাহেব, এখনও আমার সম্পর্কে জানতে ইচ্ছে হচ্ছে না।

-না।

-তাও আমি বলবও। আমি লিয়া। তোমার কাজিন হই।

-হুম্।

-তুমি তো তাজিব। আমাকে কি এখনও চেননি?

-চিনলাম

লিয়া মেয়েটি যথেষ্ট ভদ্র।আমার সাথে কথা বলার প্রশ্নই উঠতো না যদি এখানে ওর সমবয়সী আরো মানুষ থাকতো। ওর চেহারা দেখে বুঝা যাচ্ছে কোনো একটা সমস্যা রয়েছে।

-কোনো সমস্যা আছে নাকি আপনার?

-উফ্! তুমি তো আমার ছোটো না যে আপনি বলবা

-আসলে বয়সে ছোটো না হলেও অভিজ্ঞতায় অনেক ছোটো। সকল বড়দের আমি সম্মান করি

-কিভাবে?

-আপনি প্রেমঘটিত সমস্যায় ভুগছেন। প্রেম করার অভিজ্ঞতাও রয়েছে। আমার তা নেই

-আমার প্রেম ঘটিত সমস্যাটা কোথায়?

-এই যে আপনি ছয়াঁকা খেয়েছেন। কাউকে খুঁজেছেন আপনার গল্প শোনানোর জন্য। এই মূহুর্তে আপনার সমবয়সী একটি মেয়ে দরকার। কিন্তু নেই বলে আপনি আমাকেই বলবেন। লজ্জায় বলতে পারছেন না।

-আমি ছয়াঁকা খেলেও তোমাকে তা সম্পর্কে বলতামও না। বলবও না।

লিয়া এক সময় সব ই বলেছে, নিজে থেকেই। তার মতে সকল পুরুষ মানুষ মেয়েদের ব্যাবহার করে ছেড়ে দেয়। কথাটার প্রতিবাদ করলাম না। এই মূহুর্তে তার সকল কথাকে শোনাই হলও বুদ্ধুমানের কাজ।

রুপবতী নারীটির সাথে ওই অনুষ্ঠানের পর অনেক দিন দেখা হয়নি। তবে ও কয়েকবার আমার সাথে যোগাযোগ করতে চেয়েছে। আমি পাত্তা দেইনি। পাত্তা দেইনি বললে ভুল হবে, মস্ত ভুল। তবে আমি আহত পাখিদের আপন করে নিতে পারি না। আহত পাখি রা সহজেই বিশ্বাস করে ফেলে কাউকে। আমি অবশ্যই কারও বিশ্বাসের যোগ্য নই।

মেসটা বদলাতে হবে। আমার ফোন বন্ধ থাকায় লিয়া প্রায় ই আমার মেসে আসছে। আমি তখন বাথরুমে লুকিয়ে থাকছি আর রুমমেটদের বলেছি আমি বাসায় নেই। রাস্তায় একা একা হাঁটছি। মাঝে মাঝে কোনো বাসার ভিতর ঢুকে তদারকি করছি। একটা ভাল নিরিবিলি চায়ের দোকানে বসে চা খাবো।

-এই দাঁড়াও !

পিছনে লিয়া। আমি মাথা ঘোরাতেই দেখি প্রায় মারমুখি ভঙ্গীতে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি আর ওর কাছে থেকে লুকিয়ে থাকতে পারলাম না।

-তুমি আমাকে বোকা পেয়েছ?

-আপনি কে?

-আমি কে মানে?

-আপনার হয়তো কোনো ভুল হয়েছে

-আমার কোনো ভুল হয়নি

-আপনি কাকে খুঁজছেন? দেখুন আমি কিন্তু আপনাকে চিনি না

-আমি তোমাকে খুঁজছি, তাজিবকে

-আমি আসলে তাজিব না। ওর যমজ ভাই আজিব।

আমার কথাটা বোধহয় হাস্যকর ছিল। ও বেশ ভালভাবেই হেসে উঠলো। আমিও হাসলাম। রুপবতী নারীদের একা হাসতে নেই।

বিষয়: বিবিধ

৮৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189464
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
শিশির ভেজা ভোর লিখেছেন : -আমি আসলে তাজিব না। ওর যমজ ভাই আজিব। Big Grin Big Grin Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
189854
১০ মার্চ ২০১৪ সকাল ১১:১২
সজল আহমেদ লিখেছেন : হুঁ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File