Late night the time of loneliness

লিখেছেন লিখেছেন সূর্য্য গ্রহণ ০৫ মার্চ, ২০১৪, ০১:১৫:১৩ রাত

প্রায় মাঝ রাত। আর এখন আমি একটা ওভারব্রিজের উপরে দাঁড়ানো। নাগরিক কোলাহল চুপ। শান্ত এই শহরটাকে দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে এটা এক মায়ের দুষ্টু ছেলে যে সারাদিন দাপিয়ে বেড়ায় আর রাত হলে ঘুমিয়ে পড়ে। তখন তার দুষ্টুমি একটুও টের পাওয়া যায় না। আমার একটু ঘুম ঘুম লাগছে। তবে চোখ দুটো লেগে আসতেই বলি, "চোখ আমার, জেগে থাকো। তোমরা দুজন ই খুব ভালো, লক্ষ্মী সোনা চাঁদের কণা।" এরকম রাত নিয়ে একটা গান আছে, "এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।" গানটা থামাই। কারণ আমার জন্য কোনো "তুমি" নেই। এই "তুমি"টাকেই খুঁজছি বহুদিন ধরে। না পাওয়া পর্যন্ত সব বন্ধ। মনটা যদি নেচে উঠে, বলব "off যা।" আমিও আমার একাকিত্ব দূর করার চেষ্টা করবও। ততদিন না হয় একাই রাতের আকাশ দেখবো। ওভারব্রিজে এসে রাতে বাতাস খাবো। খোলা হাওয়া আমার খুউব পছন্দ . . . . .

বিষয়: বিবিধ

১০২২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186958
০৫ মার্চ ২০১৪ রাত ০২:৩৮
সজল আহমেদ লিখেছেন : ভাই মশার জ্বালায় বাঁচতেছিনা!তার উপ্রে আপনের কবিতার চাপ।কি করুম বুঝতেছিনা
186966
০৫ মার্চ ২০১৪ রাত ০২:৫৫
ভিশু লিখেছেন : ভাল্লো.।
খুব ভালো লাগ্লো...Happy Good Luck
Rose Rose Rose
187097
০৫ মার্চ ২০১৪ সকাল ১০:৪৪
188630
০৭ মার্চ ২০১৪ রাত ১১:৩০
বিন হারুন লিখেছেন : যতদিন এক আছেন ব্লগ চালিয়ে যান, কারণ আমার এক বন্ধু যুগল জীবনে পদার্পন করার পর এখন আর আড্ডায় আসার সুযোগ পায় না. Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File