মেস জীবন ১ আমাদের মেসে রন্টু নামে একটা ছেলে থাকত।আমরা তার স্বভাবের কারনে তাকে গন্ডার বলে ডাকতাম ।একদিন শুনি মেসের অন্য একটি ছেলে মাহবুবের সাথে সে বাজি ধরেছে ।বাজিটা হল রন্টু নাকি একটানা ৫০০ বার ওঠাবসা করতে পারবে আর না পারলে২০০টাকা দেবে ।পারলে মাহবুব ২০০টাকা দেবে।তো শুরু হল ওঠাবসা প্রতিযোগিতা ।রন্টু একটানা ৫০০বার ওঠাবসায় সফল হল এবং বোনাস হিসেবে একটানা ৩০০বার মোট ৮০০বার ওঠাবসা করে ২০০টাকা জিতে নিল।আরো মজার ঘটনা নিয়ে আসছি পরের ব্লগগুলোতে।
লিখেছেন লিখেছেন তুতুবাচ্চা ২২ মে, ২০১৪, ১২:২২:৪০ রাত
মেস জীবন ১
আমাদের মেসে রন্টু নামে একটা ছেলে থাকত।আমরা তার স্বভাবের কারনে তাকে গন্ডার বলে ডাকতাম ।একদিন শুনি মেসের অন্য একটি ছেলে মাহবুবের সাথে সে বাজি ধরেছে ।বাজিটা হল রন্টু নাকি একটানা ৫০০ বার ওঠাবসা করতে পারবে আর না পারলে২০০টাকা দেবে ।পারলে মাহবুব ২০০টাকা দেবে।তো শুরু হল ওঠাবসা প্রতিযোগিতা ।রন্টু একটানা ৫০০বার ওঠাবসায় সফল হল এবং বোনাস হিসেবে একটানা ৩০০বার মোট ৮০০বার ওঠাবসা করে ২০০টাকা জিতে নিল।আরো মজার ঘটনা নিয়ে আসছি পরের ব্লগগুলোতে।
বিষয়: বিবিধ
১৩৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কত দিবেন ভাই????
মন্তব্য করতে লগইন করুন