পিয়াস করিমের মাগফিরাত

লিখেছেন লিখেছেন মাজলুম যাযাবর ১৭ অক্টোবর, ২০১৪, ১০:৫৩:৪০ রাত

জানি না কেমন মুসলিম ছিলে তুমি!

আল্লাহর ভয়ে, জাহান্নাম থেকে বাঁচতে

কখনো রাত জেগে অশ্রু ঝরিয়েছো কি না!

কখনো দেখিনি তোমায় ইসলামী মঞ্চে,

বুক চিতিয়ে দ্বীন প্রতিষ্ঠার কথা বলতে!

কিন্ত দেখেছি তোমায় -

সত্যে র দূর্নিবার যোদ্ধা হতে!

যখন বলিষ্ঠ্য কন্ঠে সত্য বলতে

ভুলে যেতে বসেছে সবায়!

মিথ্যার দুয়ারে তোমার চোঁয়ালের

অবিরত আঘাতে

মিথ্যুকের মসনদ দিয়েছো কেঁপে!

নির্যাতক, পিচাশ, গনদুশমনদের

পাশবিক কাজের প্রতিবাদ করতে

রাতের পর রাত জেগে

যুদ্ধ করেছো বুক চিতিয়ে

ন্যায়ের সাহসী যোদ্ধা হয়ে

মাজলুম নির্যাতিতের পক্ষে

জীবনে ঝুঁকি নিয়েও!

আজ তুমি নেই!

চলে গেছো তোমার টক 'শো' এর চেয়ার খালি রেখে

প্রভুর ডাকে সাড়া দিয়ে।

অগনিত মাজলুমের দোয়া সাথে গেছে তোমার নি:সন্দেহে!

ক্ষমাশীল প্রভু ক্ষমা করে তোমায়

কাছে টেনে নিশ্চয়ই নেবেন।।

বিষয়: বিবিধ

৯৪০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275404
১৭ অক্টোবর ২০১৪ রাত ১১:০৭
ফেরারী মন লিখেছেন : নিশ্চয় আল্লাহ উনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে সমাসীন করবেন। আমিন
333793
০৫ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪৫
মাজলুম যাযাবর লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File