"মুর্তি পুঁজারী" হাসিনার বড় বড় "মুর্তি"তে ভরে গেছে পুরো ঢাকা শহর ।
লিখেছেন লিখেছেন দিদারুল জান্নাত ২৯ জুলাই, ২০১৪, ০৪:০৪:১৩ রাত
শেখ হাসিনার পৈত্রিক নিবাস ইন্ডিয়াতে হাসিনার দিদি "জয় ললিতা", "মায়াবতি", "রাড্রি দেবী", "ওমা ভারতী"রা ক্ষমতায় থাকা কালীন নিজ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান ও সড়ক মোড়ে নিজের বিশাল বিশাল মুর্তি স্থাপন করে কাঙ্কিত ও কলংকিত যেমন হয়েছিল তেমনি রাষ্ট্রের সম্পত্তি তছরুপ করে নিজের প্রচার ও সম্পত্তির প্রসার ঘটিয়েছিলেন। বাংলাদেশে মূখ্য মন্ত্রির দায়িত্ব নিয়ে হাসিনা তার দিদিদের মতো রাস্তার মোড়ে মোড়ে নিজের মুর্তি স্থাপনের মতো ঝুঁকি না নিয়ে বিভিন্ন দিসব ও তার সরকারের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি দিয়ে ঢাকা সহ পুরো দেশে বিলবোর্ড দখল রাষ্ট্রিয় খরছে মাসের পর মাস এমনি বছর পর্যন্ত নিজের ছবি দিয়ে ভরিয়ে রেখেছে। বাংলাদেশে সংখ্যাগুরু জনগোষ্টি মুসলিম আর ইসলামে মুর্তি- পুঁজা/ বানানো/ রক্ষনাবেক্ষন নিষিদ্ধ তাই মেইন স্ট্রিম পাবলিক সেন্টিমেন্টের কথা মাথায় রেখে সরাসরি মুর্তিতে না গিয়ে কৌশলে ছবির মাধ্যমে নিজের মুর্তি দিয়ে পুরো দেশ ভরিয়ে ফেলেছে। অথচ ইসলামে মুর্তি ও ছবি একই রকম দোষনিয়। ব্যাক্তির ছবি ঘরে রাখা যেমন দোষনিয় তেমনি কোন ব্যাক্তির ছবিযুক্ত কাপড় পরিধান করে নাময আদায় করলে নামায হবে না। মোট কথা ইসলামে ছবি পুঁজা আর মুর্তি পুঁজা একই ভাবে নিষিদ্ধ।
অথচ ঈদের শুভেচ্ছা জানানোর বাহানায় রাষ্ট্রের কোটি কোটি টাকা খরছ করে ঢাকার অলি-গলি রাজপথ জুড়ে হাসিনার বিশাল বিশাল মুর্তিতে (ছবিতে) বসানো হয়েছে। সবচাইতে দৃষ্টিকটু ভাবে দৃষ্টিগোছর হচ্ছে ভিআইপি সড়ক (ঢাকা এয়ার পোর্ট থেকে ফার্মগেট হয়ে পল্টন-গুলিস্তান হয়ে বঙ্গভবন পর্যন্ত) যেদিকে আগামি কাল ঈদের নামায আদায়ের জন্য রাষ্ট্রের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কুটনীতিকরা জাতীয় ঈদগাহে যাবে বা চলাচল করবে সেই সড়কে সবচেয়ে বিশাল আকারের কয়েক হাজার মুর্তি স্থাপন করেছে হাসিনা তার নিজের। যা ইসলামে নিষিদ্ধ এবং ঈদের পবিত্রতা নষ্টকারী কাজ। মুসল্লিরা বাইতুল মোকাররম বা জাতীয় ঈদগাহে নামায আদায় করতে আসা যাওয়ার পথে একজন মহিলার এত বড় মাপের কয়েক হাজার ছবি দেখে দেখে আসবে ও বেরুবে ফলে অজু নষ্ট হওয়া এবং নামায আদায় না হওয়ার সম্ভবনা থেকে যায়।
এত মুসল্লির নামায নষ্ট করার এখতিয়ার হাসিনার আছে কি না তা জাতীর বিবেকের কাছে প্রশ্নতো বটেই নিজের মুর্তি বানানোর মাধ্যমে রাষ্ট্রিয় সম্পত্তি তছরুপের এই মহোৎসব শেষ হবে কবে?
বিষয়: রাজনীতি
১১২২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ম্যাসেজটা পান নাই ? সবাইরে দিতাছে ।
মন্তব্য করতে লগইন করুন