চিন্তার ভ্রান্তি
লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ২০ জুলাই, ২০১৫, ০৫:১৭:৩২ সকাল
পিস টিভির শায়খ আবদুর রাজ্জাক বললেন, গণতন্ত্র হারাম, পারলে জাকের নায়েকের মত মিডিয়া দখল করেন ।
আমার প্রশ্ন হলঃ মিডিয়া দখল করে কী হবে ? মিডিয়ার মাধ্যমে অধিকতর লোকের কাছে ইসলাম পৌছান যাবে । যাতে করে বেশি লোক ইসলাম মেনে নেয় ।
গনতান্ত্রীক ইসলামী দলগুলো কী চায় ? অধিকাংশ লোক ইসলাম মেনে নিক । ঘটনাতো প্রায় একই । একারণে তারা জাকের নায়েকের ভূমিকা অস্বীকার করে না ।
তুলনা ভুলঃ
কেউ কেউ ইসলামের সাথে গনতন্ত্রের তুলনা করেন । ইসলামের সাথে গনতন্ত্রের কোন তুলনা হতে পারে না । ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন বিধান । আর গণতন্ত্র হল নেতৃত্ব নির্বাচন পদ্ধতি । ইসলামের নেতৃত্ব নির্বাচন পদ্ধতির সাথে গণতন্ত্রের নেতৃত্ব নির্বাচন পদ্ধতির তুলনা হতে পারে । কিন্তু গনতন্ত্রের সাথে ইসলামের নয় । আপনি গরুর ঠ্যাং এর সাথে হাতির ঠ্যাং এর তুলনা করতে পারেন, কিন্তু গরুর ঠ্যাং এর সাথে গোটা হাতিটার তুলানা করতে পারেন কী ?
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও ধন্যবাদ
ইন্ডিয়াতে মুসলিম সংখ্যালগুদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে, এটি গনতন্ত্রের আসল রূপ?
সাম্প্রদায়ীক দাঙ্গা নাম দিয়ে মুসলিমদের একাতরে হত্যযজ্ঞ চালাচ্ছে, এটা কি হিন্দুদের গনতন্ত্র?
ভুল তথ্যের জবাব দেয়ার জন্য।
কি সব পালতু তুলনা.... কিয়েতে কি পান্তা ভাতে ঘৃ।।।
মন্তব্য করতে লগইন করুন