জঙ্গীবাদ, চরমপন্থা ও মধ্যমপন্থা

লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ১৮ নভেম্বর, ২০১৪, ০২:০৫:১৫ দুপুর

পাশ্চাত্যের ইসলামবিরোধী শক্তিগুলো মুসলমানদের হাতে অস্ত্রকে যতখানি ভয় পায় তারচাইতে অনেক বেশি ভয় পায় মুসলমানদের চরিত্রে আদর্শকে । অস্ত্র দিয়ে অস্ত্রকে মোকাবেলা করা যায়, সে অস্ত্র তাদের আছে । কিন্তু অস্ত্র দিয়ে আদর্শ মোকাবেলা করা যায় না, এ আদর্শ তাদের নেই । খুবই চরমভাবে এরা এখানে অসহায় । এদের আদর্শ নেই এ কারণে তারা তথাকথিত মানবাধিকার সংস্থা তৈরী করতে হয় । একারণেই এরা যখনই কোন মডারেট ইসলামী শক্তিকে প্রতিষ্ঠিত হতে দেখে তখনই এরা আরেকটি চরমপন্থী দলের উদ্ভবকে এরা সহায়তা দেয় । কারণ চরমপন্থা দিয়ে যুব সমাজকে বিভ্রান্ত করা খুবই সহজ । একটা বিষয় লক্ষ করেছেন কিনা জানি না । অস্ত্র দিয়ে কিন্তু আমেরিকায় এ পর্যন্ত কোন হামলা করা যায়নি । কিন্তু আদর্শের হামলা করা গেছে । আমরা আমাদের উন্নত নৈতিক চরিত্র দিয়ে খোদ পাশ্চাত্য সভ্যতায় ঘুণ ধরিয়ে দিতে পারি । এ কথা স্বীকার করতেই হবে যে, পাশ্চাত্য সমাজের মানুষদের মানবিক গুনাবলী বর্তমান মুসলমানদের চাইতে অনেক বেশি । পাশ্চাত্য সমাজের হাতে যেটা নেই, তা হলঃ শান্তি । ওদের বস্তুবাদি মানষিকতা ওদের সব দিয়েছে কিন্তু শান্তি ছিনিয়ে নিয়েছে । এই শান্তি ফিরিয়ে আনার কোন আদর্শ ওদের কাছে নাই; মুসলমানদের কাছে আছে । পাশ্চাত্য সমাজের মোড়লরা মুসলমানদের এই শান্তির আদর্শকেই তাদের সমাজের মানুষদের কাছ থেকে দূরে রাখতে চায় । কারণ একবার যদি পাশ্চাত্য সমাজ এই শান্তির আদর্শের সন্ধান পায় তাহলে ওদের মোড়লগিরী আর থাকবে না । তাই এরা যখনই কোন মুসলিম মডারেট শক্তির উত্থান দেখতে পায় ওরা সেখানে জঙ্গীবাদকে উষ্কে দেয় । এটা প্রমান করার চেষ্টা করে যে, মুসলমানরা হল এই রকম একটা দৈত্য স্বভাবের জাতি এবং ইসলাম একটা জঙ্গীবাদের ধর্ম । লক্ষ করবেন, যখনই কোন পাশ্চাত্যের দেশের নাগরিক ইসলাম গ্রহন করে, তাদের সবাইকেই একটা কমন কথা বলতে শোনা যায় আর তা হলঃ ইসলামকে তারা যেভাবে জানে ইসলাম আসলে সেই ধরণের ধর্ম নয় । তাই আমাদের উচিৎ হবে আমাদের শান্তির আদর্শ দিয়ে ওদের উপর হামলা করে ওদের অন্তঃসারশুন্য আদর্শে ঘুন ধরিয়ে দেয়া । আর আদর্শ যেখানে অকার্যকর অস্ত্র সেখানে ব্যার্থ । কিন্তু চরমপন্থার ফাঁদে পা দেয়া উচিৎ হবে না । মনে রাখা দরকার, জীহাদ আর চরমপন্থা এক জিনিস নয় । জিহাদ ফরজ, চরমপন্থা নিষিদ্ধ ।

আল্লাহ রব্বুল আলামীন বলেছেন, আমি তোমাদের মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরী করেছি । কুরআন (২/১৪৩) ।

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) বর্ণনা করেন যে, রাসুল (স) বলেছেন, “তোমাদের পূর্বে যারাই চরমপন্থা অবলম্বন করেছে তারাই ধংস হয়েছে” । তিনি এটা তিনবার বললেন । (মুসলিমঃ ২৬৭০)

বিষয়: বিবিধ

১৩৩৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285536
১৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩২
বিবেকবান লিখেছেন : Good way to think.....nice

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File