ড. পিয়াস করিমের মৃত্যুতে যারা যা বললেন

লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ১৪ অক্টোবর, ২০১৪, ১২:০৭:৪৮ রাত

Dr. Asif Nazrul

পিয়াস ভাই, শান্তিতে ঘুমান! কিন্তু শান্তি আসলেই পাচ্ছেন কি?

যারা জীবিত কালে আপনার গায়ে কালিমা লেপন করতে চেয়েছে মিথ্যা আর বিকৃত কথা বলে

আপনি তাদের সমুচিত জবাব দিতে পেরেছিলেন!

এখন তাদের কেউ কেউ প্রতিশোধ নিচ্ছে যা ইচ্ছা লিখে !!

হায় রে চেতনা বাবসায়ীর দল! আমি বাজি ধরে বলতে পারি পিয়াস করিম এখনো আপনাদের চেয়ে অনেক শ্রদ্ধাভাজন ও সম্মানিত একজন। এবং সবসময়ই পিয়াস করিম তা থাকবেন।

বিদায় পিয়াস ভাই!!

Farhad Mazhar

জেনেই গিয়েছিলাম, কিন্তু ভোরবেলা আমরা যারা ছুটে গিয়েছিলাম হাসপাতালে মনে হচ্ছিল বুঝি পিয়াসের সঙ্গে আড্ডা মারতেই যাচ্ছি। এই এক অদ্ভূত অনুভূতি: যা শুনেছি টেলিফোনে তাকে সত্য বলে মানতে চাইছি না এবং যেভাবেই হোক মন থেকে দূরে রাখতে চাইছি সেই সংবাদ যাকে মোকাবিলা করা কঠিন।

কিছুদিন আগে ফিরেছিল বিদেশ থেকে। দীর্ঘদিন কথা হচ্ছিল না। আজ পিয়াসের সঙ্গে সন্ধ্যার পর বন্ধুরা মিলে গল্প করবার কথা।

বড়সড় ক্ষতি বহন করে একটি বিষণ্ণ দিন চলে গেল। এখন সন্ধ্যা সাতটা একচল্লিশ মিনিটে আমি তার জন্য লিখছি। জেনে যে এই বাক্যগুলো পিয়াস পড়বে না। এখন সে মর্গে।

পিয়াস করিম। খুব অল্প সময়ে বাংলাদেশের রাজনীতিতে পিয়াস তার চিন্তা ও ব্যাক্তিত্বের ছাপ রেখে যেতে পেরেছেন। চিন্তায় ও সেই চিন্তাকে বাস্তব বিচারের ক্ষেত্রে প্রয়োগের দিক থেকে পিয়াস ছিলেন আগাগোড়াই মার্কসপন্থী, কিন্তু একই সঙ্গে মার্কস-উত্তর নতুন বিপ্লবী চিন্তাচেতনার ধারার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে পরিচিত। যে কারনে গণমানুষের স্বার্থের পক্ষে ছিলেন সবসময়ই। ফলে এই কাণ্ডজ্ঞানটুকুও তিনি কখনই হারান নি যে ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের নামে ফ্যসিবাদ ও ফ্যসিবাদী রাষ্ট্রব্যবস্থার পক্ষে দাঁড়ানোর মতো পূতিগন্ধময় পচন আর কিছুই হতে পারে না। এর সঙ্গে প্রগতিশীলতা বা মুক্তিযুদ্ধের চেতনার কোনই সম্পর্ক নাই।

বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ এক কুৎসিত বাস্তবতা। যদিও উদার গণতন্ত্রের কড়া সমালোচক ছিলেন, কিন্তু এই কঠিন সময়ে উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিমণ্ডলের পক্ষেই পিয়াস লড়ে গিয়েছেন নিরাপোষ ভাবে। বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় ঔদার্য, সহনশীলতা ও মৌলিক রাজনৈতিক সংকটকে চিহ্নিত করতে হলে বিভিন্ন শ্রেণী, গোষ্ঠি ও শক্তির মধ্যে সংলাপের কোন বিকল্প নাই। একটা পর্যায়ের মধ্য দিয়ে জনগণকে সচেতন করে তোলা ছাড়া কোন শর্টকাট আছে বলে মনে করতেন না পিয়াস করিম। সঠিক ছিলেন তিনি, সন্দেহ নাই।

বিদায় কমরেড, এই দেশের গরিব মজলুম মানুষ একজন যোদ্ধাকে হারাল। বড়ই অসময় ।

Akm Wahiduzzaman

সাত সকালে ঘুম থেকে উঠেই জানলাম ড. পিয়াস করিম আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিঊন। অকপটে সাদাকে 'সাদা', কালোকে 'কালো' আর কোদালকে 'কোদাল' বলতে পারার মত আরেকজন সাহসী মানুষ কমে গেল।

Tuhin Malik

"এমনিতেও মরতে হবে একদিন" - আপনার সাথে আমার সবর্শেষ কথা ছিল এটা।

তাই বলে পিয়াস ভাই, আপনি সত্যি সত্যিই মরে গেলেন!!!

Andaleeve Rahman

ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন....

সত্য বলার এক নির্ভিক সৈনিক হারালাম। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, আমীন।

Pinaki Bhattacharya

পিয়াস করিম তাঁর চিন্তার বিরোধিতা কারিদের ও শ্রদ্ধা আদায় করতে পেরেছিলেন। এটাই তাঁর ব্যক্তিত্বের সবচেয়ে উজ্জ্বল দিক।

এই স্ট্যেইটাস লেখাবার সময়েই জানতে পারলাম, পিয়াস করিমের মরদেহ শহীদ মিনানে আনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এতো নীচ চিন্তা করতে পারে সেটা ভাবতেই বিবমিষা হচ্ছে। ধিক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Nurul Kabir

The premature death of Prof Pias Karim, a renowned public intellectual of our time, is a great loss to the society. Despite difference of opinion on many an issue with him, I am sadden by the death, for he was one of those few, speaking up their minds on matters of public interests in the intimidating political environment of the day.

শিবির সভাপতি

ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন......

অধ্যাপক পিয়াস করিম ইনতিকাল করেছেন। আমরা একজন সত্যাশ্রয়ী মানুষ হারালাম। এই ইনতিকালে দেশের সত্য প্রিয় প্রতিটি মানুষ কাঁদবে। আমরা আল্লাহর দরবারে তার জন্য জন্নাতুল ফেরদাউস কামনা করছি। তাঁর পরিবার ও দেশবাসীকে আল্লাহ ধর্য্য ধারণ করার তাওফিক দান করুন।

সত্যাশ্রয়ী মানুষগুলোই চিরদিন মানুষের অন্তরে অমর হয়ে থাকে আর মিথ্যাশ্রয়ী মানুষগুলো মরার অনেক আগেই মৃত্যু বরণ করে। জনাব অধ্যাপক পিয়াস করিম ও অমর হয়ে থাকবেন আমাদের মনের গহিনে।

বিষয়: বিবিধ

১২৬০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274048
১৪ অক্টোবর ২০১৪ রাত ১২:২০
সালসাবীল_২৫০০ লিখেছেন : শহীদ মিনারে নিলেই বরং পিয়াস করিম এর লাশ অপবিত্র হবে
১৪ অক্টোবর ২০১৪ রাত ১০:১৩
218339
পদ্ম পাতা লিখেছেন : শহীদ মিনারে নিলেই বরং পিয়াস করিম এর লাশ অপবিত্র হবে
274052
১৪ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সালসাবীল_২৫০০ লিখেছেন : শহীদ মিনারে নিলেই বরং পিয়াস করিম এর লাশ অপবিত্র হবে

যথার্থ বলেছেন, সহমত

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১৪ অক্টোবর ২০১৪ রাত ১০:১৩
218340
পদ্ম পাতা লিখেছেন : শহীদ মিনারে নিলেই বরং পিয়াস করিম এর লাশ অপবিত্র হবে
274177
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৭
জোনাকি লিখেছেন : শেয়ার করার জন্য জাযাকাল্লাহু খাইরান
১৪ অক্টোবর ২০১৪ রাত ১০:১৪
218341
পদ্ম পাতা লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File