ইয়াহুদীরা আবারও গণহত্যার শিকার হবে

লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ০৯ অক্টোবর, ২০১৪, ০৯:৪৮:১৯ সকাল

বার্লিনে বসবাসরত ইসরায়েলী অভিবাসীরা নতুন এক "সোশাল মিডিয়া ক্যাম্পেইন'' শুরু করেছে , যা অন্যান্ন ইসরায়েলীদেরকে পশ্চিমা শহরগুলোতে থাকতে এবং এখানে উন্নত জীবনযাপনের প্রতি উৎসাহিত করছে । এমনকি তারা একটি ফেসবুক পেইজ তৈরী করেছে עולים לברלין যা পরামর্শ দেয়া , ব্যাখ্যা এবং অন্যান্ন বিষয়ে হাত বাড়িয়ে দিয়েছে ।

এখানে একটি বিষয় লক্ষ করুনঃ সেই বার্লিন, সেই জার্মানী যেখানে ইয়াহুদীরা মাত্র কয়েক দশক আগে গণহত্যার শিকার হয়েছিলো, সেখানেই আবার প্রত্যাবর্তন । এরা যদি বার্লিনে কোন ভালো অবস্থান তৈরী করতে পারে তাহলে এরা আবার সেই সমস্যাই তৈরী করবে, যার কারণে হিটলার এদের উপর হত্যাযজ্ঞ পরিচালনা করেছিলো । হিটলার লিখেছে, "আমি আমার তেরো বছর বয়সেই উপলব্ধি করতে পেরেছিলাম যে, আমার দেশের দুইটি শত্রু-

১- কমিঊনিজম

২- ইয়াহুদী "

আসলে ইয়াহুদীদের চরিত্রই এমন- যেখানেই যাবে, ঝামেলার সৃষ্টি করবে । এরাই "মান্না-সালওয়া" প্রত্যাখ্যান করে মিশরে গিয়েছিলো পিঁয়াজ ইত্যাদি খাওয়ার জন্য, যার বিস্তারিত বর্ণনা সূরা বাক্বারায় পাওয়া যায় । জার্মানীতে গণহত্যার শিকার হওয়ার পর এরা ঈসরাইলের সৃষ্টি করলো যাতে পৃথিবীতে ইয়াহুদীদের জন্য একটা ভালো এবং শান্তিপূর্ণ স্থান হয়, কিন্তু আজকের ইসরাঈল ইয়াহুদীদের জন্য সবচাইতে অনিরাপদ স্থান । দুনিয়ার অন্য যেকোন জায়গা ইয়াহুদীদের জন্য ইসরাঈলের চেয়ে এখন বেশি নিরাপদ । এখন আবার এরা এদের বদ্ধভূমির দিকে রওয়ানা হয়েছে । পুরাতন জায়গা, নতুন জিল্লতি !

বিষয়: বিবিধ

১১৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272470
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৪
ইসলামী দুনিয়া লিখেছেন : কী শুনাইলেন ভাই?
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৫৭
216865
পদ্ম পাতা লিখেছেন : হাছা কতা
272565
০৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৭
ইবনে আহমাদ লিখেছেন : হিটলারের কর্মপদ্ধতির সাথে একমত নই। তবে তার এই উপলব্ধির সাথে সম্পুর্ণ একমত।
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৫৭
216863
পদ্ম পাতা লিখেছেন : হিটলার মামার সেইরকম মেধা ছিলো
272610
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আসলে ইয়াহুদীদের চরিত্রই এমন- যেখানেই যাবে, ঝামেলার সৃষ্টি করবে । এরাই "মান্না-সালওয়া" প্রত্যাখ্যান করে মিশরে গিয়েছিলো পিঁয়াজ ইত্যাদি খাওয়ার জন্য


এরা যেখানেই যাবে সেখানেই জিল্লতি তাদের সংগী হবে-
এটাই আল্লাহতায়ালার ওয়াদা
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৫৭
216864
পদ্ম পাতা লিখেছেন : এরা যেখানেই যাবে সেখানেই জিল্লতি তাদের সংগী হবে-
এটাই আল্লাহতায়ালার ওয়াদা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File