সত্য প্রকাশিত হবেই; ইসলামের বিজয় হবেই

লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩৮:৪৫ দুপুর

১৫০০ বছরের পুরাতন বাইবেল উদ্ধার, উল্লেখ

রয়েছে যিশু খ্রিস্ট গড বা গডের পুত্র নয়

বরং রাসুল।

সারা ভ্যাটিকান সিটি তোলপাড়।

১৫০০ বছরের বাইবেলের কিছু অংশ উদ্ধার

হয়েছে এবং সেখানে যিশুর নাম ঈসা উল্লেখ

করা রয়েছে। এটার কিছু রেফারেন্স

রয়েছে যেখানে লুক, বা জন বা ম্যাথিউ এর

চেয়ে বরং ঈসা (আঃ) এর নিজের কথা রয়েছে।

সেখানে যিশু খ্রিস্ট নিজেকে আল্লাহর

রাসুল বলে দাবি করেছেন এবং মানুষকে এক

আল্লাহর ইবাদতের জন্য আহবান করেছেন।

এই বাইবেল উদ্ধার হওয়ার পর সমগ্র

ভ্যাটিকান সিটিতে আলোচনার ঝড়

বয়ে চলছে। পাদ্রীদের অনেকেই বলছেন

কোরআনে যা বলা হয়েছে হুবুহু সেটাই

তো রয়েছে এই

বাইবেলে সুতরাং ইসলামকে গ্রহণ করার সময়

চলে এসেছে।

তবে পাদ্রীদের সর্বোচ্চ নেতা পোপ

তা প্রত্যাখ্যান করছেন এবং বলছেন এই

বাইবেল ভুল বরং এর পরে ম্যাথিউ, পিটার,

পল, জন যে বাইবেল দিচ্ছে সেটা সঠিক।

পোপকে সাংবাদিকরা প্রশ্ন করেন, মুসলিম

স্কলাররা দাবি করছেন যে এমনকি বর্তমানের

বাইবেলে-ও কোথা-ও যিশু খ্রিস্টের

কোনো সোজাসুজি উক্তি নেই

যেখানে তিনি নিজেকে গড, বা গডের একমাত্র

পুত্র বলে দাবি করেছেন; এমনকি মুসলিম

স্কলাররা বলছেন তাদের কোরআনে ১০০%

গ্যারান্টি দেয়া হয়েছে যে যিশু কোনদিন

কোনভাবে মানুষকে তাঁকে ইবাদতের জন্য

আহবান করেনি, বরং একমাত্র

আল্লাহকে ইবাদত করতে বলেছেন।

এই কথার উত্তরে, পোপ বলেন যিশু অনেক

উচ্চ মানুষিকতার, সে কেন মানুষের

সামনে নিজেকে গড বা গডের পুত্র

বলে ঘোষণা দিবে, বরং আমাদেরকেই

সেটা বুঝে নিতে হবে। পোপকে প্রশ্ন

করা হয়, আপনার অনেক

পাদ্রী বলছেন,আপনি ইসলাম গ্রহণ

করবেন না এই কারণে যে ইসলাম গ্রহণ

করলে আপনার পোপ পদবী, সম্মান আর

থাকবে না এবং আপনি ক্ষমতা হারিয়ে সকল

মুসলিমের মতো একজন সাধারণ মুসলিম

হিসেবে জীবন যাপন করবেন।

পোপ উত্তরে বলেন, অনেক

পাদ্রীদেরকে মুসলিমরা টাকা দিয়ে কিনে নিয়েছে,

আর কেউ শয়তানের চক্রে পড়ে এমন ভুল

বকছে।

সূত্রঃ যুক্তরাজ্যের

সবচেয়ে প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইলের

খবর।

এই লিংকে গিয়ে নিজেই পড়ুন Click this linknull

বিষয়: বিবিধ

১০৮৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269530
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩৫
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ জানলাম অনেক কিছু।
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০১
213425
পদ্ম পাতা লিখেছেন : তাই নাকি ?
269576
২৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৩
ইবনে আহমাদ লিখেছেন : পড়লাম ভাল লাগলো। এটাই সত্যি। তবে ১৫০০ বছরের পুরানো বাইবেল দিয়ে কোরআনের সত্যতা নির্ধারণ নয়। কোরআন দিয়ে সব কিছূর সত্যতা নির্ধারণ হবে।
২৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০০
213500
পদ্ম পাতা লিখেছেন : ঐডা তো ঠিকই আছে, আমার কথা হইলো পাদ্রীর মাথায় বাজ পড়লো না ?
269662
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
বারানাবাসের বাইবেল এ এও এরকম উল্লেখ আছে। কিন্তু ভ্যাটিকান তা মানতে অনিচ্ছুক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File