অপ্রিয় কথা: ইসলাম ও মুসলিম

লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ১২ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৫৬:১৫ সকাল

--------------------------

আবদুস শহীদ নাসিম

১০/০৯/২০১৪

----------------------

০১. মুসলিমরা যা বলে তা ইসলাম নয়,

বরং আল্লাহ এবং তাঁর রসুল সা যা বলেছেন তাই ইসলাম।

০২. মুসলিমদের কাজ ইসলামের নমুনা নয়,

বরং আল্লাহ এবং তাঁর রসুল সা যা করতে বলেছেন সেটাই ইসলামের কাজ।

০৩. মুসলিমদের লেখা বই-পুস্ত্ক ইসলামের ভাষ্য নয়,

ইসলামের ভাষ্য হোল কুরআন-হাদিস।

০৪. কারো কথা, কাজ ও লেখা ইসলামের ভিত্তি নয়,

বরং যেসব কথা, কাজ ও লেখার ভিত্তি কুরআন-হাদিস

সেগুলোই ইসলামি কথা,কাজ ও লেখা।

০৫. জন্ম সূত্রে কেউ মুসলিম হয়না, বরং মুসলিম হন তিনি

যিনি জেনে বুঝে ঈমান ও ইসলাম গ্রহণ করেন।

০৬. বাপ-দাদা মুসলিম বলে কেউ মুসলিম নন,

বরং তিনিই মুসলিম যিনি মুসলিম হয়েছেন।

০৭. আল্লাহর অবাধ্য ও বিপথগামী ব্যক্তি মুসলিম নয়,

বরং আল্লাহর আদেশ-নিষেধের অনুগত ও

তাঁর রসূলের অনুসারী লোকেরাই মুসলিম।

০৮. যে ইসলামকে জানেওনা মানেওনা সে মুসলিম নয়,

বরং যিনি ইসলামকে জানেন এবং মানে্ন তিনিই মুসলিম।

০৯. যে ইসলামকে জানে কিন্তু মানেনা সে মুসলিম নয়,

বরং যিনি ইসলামকে জানেন এবং মানে্ন তিনিই মুসলিম।

১০. মুসলিমকে চেনার উপায় হোল নামাজ পড়া।

১১. মুসলিমের কাছে সর্বাধিক প্রিয় তার মহান প্রভু আল্লাহ।

১২. মুসলিমের অনুসরনীয় আদর্শ মুহাম্মদ রসুলুল্লাহ সা ।

==================

বিষয়: বিবিধ

৯৪১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264182
১২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:০৬
কাহাফ লিখেছেন : ইসলাম ও মুসলিম সম্পর্কে প্রকৃত কিছু কথামালা তুলে ধরায় অনেক ধন্যবাদ আপনাকে.........
264201
১২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:২৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সত্য কথা - যদিও অপ্রিয়। খুবই সুন্দর - ভালো লাগলো অনেক Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর Rose Good Luck Good Luck Rose
264204
১২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪৬
ইবনে হাসেম লিখেছেন : ইসলাম ও মুসলিম সম্পর্কিত সুন্দর এবং জরুরী এই পোস্টটির প্রতি সবার দৃষ্টি আকর্ষন করছি। আর মডু মামারা যদি মনে করেন তাঁদের কিছু সওয়াব কামানোর প্রয়োজন আছে, তাহলে তাঁরা এটিকে স্টিকি করার সিদ্ধান্ত নিতে পারেন।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File