ইসরাইলী পন্য ব্যাবহার করুন

লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ২৫ আগস্ট, ২০১৪, ০৮:২৯:৩০ সকাল

একখান কথা কই কিছু মনে কইরেন না। ঈসরাইলের পন্য বর্জনের কথা বলা হয় কিন্তু ঈসরাইলের কাছে নিজেদের পন্য বেচার চিন্তাও করা হয় না। যদি ভালো বিকল্প না করেই খারাপ বর্জনের ডাক দেয়া হয়, তা বেশি ফলপ্রসু হয় না।

আগে মানুষ বাম রাজনীতি করত। ওস্তাদ মওদূদী যুবকদের হাতে ইসলাম তুলে দিলেন, এখন মানুষ ছাত্রশিবির করে। বান্না ইসলাম তুলে দিলেন, আর মানুষ ইখওয়ান হয়ে গেলো।

'সুদী ব্যাংকে টাকা রাখা যাবে না' এই বক্তব্য কতখানি ফলপ্রসু ছিলো, যখন ইসলামি ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি।

কার্যকর কিছু না করতে পারলে আবেগ ব্যাবসা বাদ দেন।

বিষয়: বিবিধ

১১৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258151
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
মোহাম্মদ রিগান লিখেছেন : মাঝেমাঝে কিছু পোস্ট পড়ে বোবা হয়ে যায় । এটাও মনে হয় তেমন সুন্দর ।এত সুন্দর লেখা লিখেন কিভাবে?????
313763
০৮ এপ্রিল ২০১৫ রাত ১০:১৪

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File