আমি হামযার দলে, তুমি হিন্দার । আমি খুবাইবের তুমি জামিলার ॥

লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ১৫ মার্চ, ২০১৪, ০৯:০০:১০ সকাল

সেদিন শিবিরের এক প্রোগ্রামে গেলাম। গিয়ে দেখি সেখানে অনেক কাদের মোল্লা বসে আছে॥ এত কাদের মোল্লা দেখে চোখ দুইটা ভিজে গেল। কাদের মোল্লার খুনির জন্য খুব করুণা হল। হাশরের ময়দানে হয়ত কাদের মোল্লা হযরত খুবাইবের (রা) পিছনে দাড়িয়ে থাকবেন। হাত ও পায়ের রগ কাটা। সেখান থেকে রক্ত ঝরছে। অদূরেই হয়ত হযরত হামজা (রা) দাঁড়িয়ে থাকবেন। বুক থেকে রক্ত ঝরছে। তাঁর কলিজা নেই।কলিজা আছে কিন্তু হিন্দার পেটে। এরকম আরও অনেক কাদের মোল্লা, যাদের তুমি ছোট ছোট বুলেট আর বড় বড় লগি বৈঠা দিয়ে হত্যা করেছ। সেদিন এদের সামনে দাড়াতে তোমার একটুও অস্বস্থি লাগবেনা? কাদের মোল্লাকে তো তুমিই খুন করেছ তারপর রগ কেটেছ, তাইনা? হিন্দা! হাসিনা! উম্মে জামিলা ! বাহঃ কী মিল!

বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192467
১৫ মার্চ ২০১৪ সকাল ১১:৫৭
নামহীন আমি অনামিকা লিখেছেন : ভালো লাগলো পিলাচ
200810
৩১ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমি হামযার দলে, তুমি হিন্দারঃ আমি খুবাইবের তুমি জামিলার

আমি মোসআব বিন ওমায়েরর দলে।
তুমি?
200919
৩১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
পদ্ম পাতা লিখেছেন : আমি ইবনে খাত্তাবের দলে
275426
১৭ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমিও আছি...

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File