কি জবাব দিবেন তাদের, যাদের মগজ বিক্রিত শয়তানের কাছে? তারচেয়ে চলুন বয়কট করি!
লিখেছেন লিখেছেন এহসান সাবরী ২৪ অক্টোবর, ২০১৪, ১২:৫৯:৫৬ রাত
خَتَمَ اللّٰهُ عَلَىٰ قُلُوۡبِهِمۡ وَعَلٰى سَمۡعِهِمۡؕ وَعَلٰٓى اَبۡصَارِهِمۡ غِشَاوَةٌۚ وَّلَهُمۡ عَذَابٌ عَظِيۡمٌ
আল্লাহ তাদের হৃদয়ে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের ওপর আবরণ পড়ে গেছে ৷ তারা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য ৷ (বাক্বারা-০৭)
اُولٰۤٮِٕكَ الَّذِيۡنَ طَبَعَ اللّٰهُ عَلٰى قُلُوۡبِهِمۡ وَسَمۡعِهِمۡ وَاَبۡصَارِهِمۡۚ وَاُولٰۤٮِٕكَ هُمُ الۡغٰفِلُوۡنَ
এরা হচ্ছে এমনসব লোক যাদের অন্তর, কান ও চোখের ওপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন৷ এরা গাফলতির মধ্যে ডুবে গেছে৷ (নাহল-১০৮)
উপরের দুই আয়াতে আল্লাহপাক এমন কিছু মানুষের কথা বলেছেন যাদের অস্ত্বিত্ব আমাদের আশেপাশেই রয়েছে। এরা সগৌরবে জাহির করে নিজেদের মূর্খতা, প্রকাশ করে নিজেদের অবাধ্যতা। আমাদের এই প্রিয় ব্লগে কিছু মানুষের উপস্থিতি অনেক আগে থেকেই আছে যারা দ্বীন, রাসূল, ইসলামের বিরোধিতা করে আসছে বিরতিহীন ভাবে। রাসূলের পারিবারিক জিন্দেগী নিয়ে কটাক্ষপূর্ণ পোস্ট হয়তো ঘাটলে এখনো পাওয়া যাবে। এদের কি প্রতিবাদ করলেই এরা শুনবে ভেবেছেন???
মহান আল্লাহ পাক এদের কথাই বলেছেন কুরআনের বিভিন্ন জায়গায়। শাস্তির কথাও বলেছেন সাথে সাথে। তাও যুগে যুগে মুসলিম নামধারী এই ব্যক্তিদের অস্বস্তিকর পদচারণা ছিল, আছে, থাকবে।
ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা, উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিবাদ যার কণ্ঠস্বর থেকে এসেছিল সেই মানুষটি আল্লাহর দরবারে চলে গেছেন আজ। স্বাধীনতা বিরোধী বলা হলেও কোন জায়গায় কিভাবে স্বাধীনতার বিরোধিতা তিনি করেছেন তাঁর কোন প্রমাণ দিতে ব্যর্থ চেতনাধারীরা(!)। এদিকে আর বেশি যাব না। কারণ এগুলা বলার চেয়ে হয়তো হিমালয় নিয়ে টানা হেঁচড়া করলেও হিমালয়কে সরানো সম্ভব।
কতিপয় ব্লগার ভাইদের খুব উচ্চমার্গের পোস্ট দেখলাম যেখানে এই মহান মানুষটিকে, আল্লাহর গোলামকে যাচ্ছেতাই ভাষায় কথা বলে মনের রাগ ও সাধ মিটানোর আনন্দদায়ক প্রয়াস দেখলাম। এতে কোনো দুঃখ নেই। এরা থাকবে এবং এরকম বলেই যাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল এই পোস্টগুলোর পঠিত হবার সংখ্যা দেখে। আমার যেইসব ভাইয়েরা এই ভদ্র মানুষগুলোর পোস্ট পড়েছেন তারা কি এমন নতুন কোনো কথা শুনেছেন যা আপনার ধারণায় ছিলনা?? নাকি মন্তব্যের তীক্ষ্মতা দিয়ে তাদের অন্তরের সিলমোহর গলিয়ে ফেলার আশায় ছিলেন???
এই ভদ্র মানুষদের পোস্টে পঠিত হবার সংখ্যা বাড়লে তারা মনে হয় আরো উৎসাহিত হয়।
বয়কট করুন ভাই!! শক্তভাবে বয়কট করুন! ব্লগ দিয়েই শুরু করুন। এই মানুষগুলোর সীলমোহর আল্লাহ দিয়ে দিয়েছেন। কিছু পারুন আর না পারুন কোনোভাবে এদের উৎসাহিত করবেন না। আল্লাহ আমাদের অন্তরে যে হেদায়াতের নূর দিয়েছেন চলুন তার শুকরিয়া করে সিজদাবনত হই।
বিষয়: বিবিধ
১৩৮৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
তোমরাই হলে সমাজের কীট, সমাজের নর্দমা।
দেশ জনতার গণআদালতে, তোমাদের নাই ক্ষমা।
মোল্লারা আজো নম্র-ভদ্র, এখনো শান্ত-ধীর।
তোমরাই হলে পাপে কলুষিত, কলঙ্ক এ জাতির।
নীতিশৃঙ্খলা শ্রদ্ধা-ভক্তি, এখনো তাদের আছে।
দেশ জাতি যাহা করে না আশাই, আজ তোমাদের কাছে।
হয়তো তাহারা কিছুটা সরল, চুপচাপ সাদা-সিধা।
এদের কারনে সমাজের, হলো কি অসুবিধা?
ঈমান-আমল দেশপ্রেম, সবি আছে তাহাদের মাঝে।
জেনে বুঝে সব চুপ-চাপ তারা, আছে তাহাদের কাজে।
তাই বলি- বাছা! অযথাই শুধু খুঁচিওনা তাহাদেরে।
বলাতো যায় না, আরামের ঘুম নিতে পারে তারা কেড়ে!
তোমরাই হলে সমাজের কীট, সমাজের নর্দমা।
দেশ জনতার গণআদালতে, তোমাদের নাই ক্ষমা।
মোল্লারা আজো নম্র-ভদ্র, এখনো শান্ত-ধীর।
তোমরাই হলে পাপে কলুষিত, কলঙ্ক এ জাতির।
নীতিশৃঙ্খলা শ্রদ্ধা-ভক্তি, এখনো তাদের আছে।
দেশ জাতি যাহা করে না আশাই, আজ তোমাদের কাছে।
হয়তো তাহারা কিছুটা সরল, চুপচাপ সাদা-সিধা।
এদের কারনে সমাজের, হলো কি অসুবিধা?
ঈমান-আমল দেশপ্রেম, সবি আছে তাহাদের মাঝে।
জেনে বুঝে সব চুপ-চাপ তারা, আছে তাহাদের কাজে।
তাই বলি- বাছা! অযথাই শুধু খুঁচিওনা তাহাদেরে।
বলাতো যায় না, আরামের ঘুম নিতে পারে তারা কেড়ে!
তোমরাই হলে সমাজের কীট, সমাজের নর্দমা।
দেশ জনতার গণআদালতে, তোমাদের নাই ক্ষমা।
মোল্লারা আজো নম্র-ভদ্র, এখনো শান্ত-ধীর।
তোমরাই হলে পাপে কলুষিত, কলঙ্ক এ জাতির।
নীতিশৃঙ্খলা শ্রদ্ধা-ভক্তি, এখনো তাদের আছে।
দেশ জাতি যাহা করে না আশাই, আজ তোমাদের কাছে।
হয়তো তাহারা কিছুটা সরল, চুপচাপ সাদা-সিধা।
এদের কারনে সমাজের, হলো কি অসুবিধা?
ঈমান-আমল দেশপ্রেম, সবি আছে তাহাদের মাঝে।
জেনে বুঝে সব চুপ-চাপ তারা, আছে তাহাদের কাজে।
তাই বলি- বাছা! অযথাই শুধু খুঁচিওনা তাহাদেরে।
বলাতো যায় না, আরামের ঘুম নিতে পারে তারা কেড়ে!
মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন. AMEEN
মন্তব্য করতে লগইন করুন