বেদনার নীলসুর!
লিখেছেন লিখেছেন এহসান সাবরী ০৫ অক্টোবর, ২০১৪, ০৩:৫১:১৬ রাত
তানজিলার কথাঃ
দশদিন যাবত আমার দুনিয়ার সবচেয়ে ভালোবাসার মানুষটি চুপটি মেরে এই ধবধবে বিছানায় শুয়ে আছে। ভোর হতে নিলে ফ্যাকাশে মুখে যখন ইশারা করে পর্দাটা সরিয়ে ভোরের আলোয় ঘর ভরিয়ে দিতে ও কি জানে তখন ওকে কতটা সুন্দর লাগে। মাহবুব তোমাকে আমি যেতে দিবনা। কথা তো এমন ছিলনা। তোমার সুখ দুঃখ সব কিছুতে আমাকে অংশিদার করবে বলেছিলে।
তুমি ছাড়া যে আমার কেউ নেই। কেউ নেই। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। বেদনার নীল রঙে তোমার মুখ ঢেকে আছে। আমার যে সহ্য হয়না। ইচ্ছা করে তোমার বুকে মাথা চেপে ধরে বসে থাকি। কালকে আমি তোমার হাত
ধরে ওয়াদা করিয়েছি তোমাকে দিয়ে আমাকে ছেড়ে যাবেনা তুমি। এই কয় বছরে তুমি কখনো ওয়াদা করে নষ্ট কর নি।আমি জানি এখনো করবেনা।
******
মাহবুবের কথাঃ
যখন ঘুম থেকে উঠি দেখি জেগে আছে।
পাগলীটা যে কি করছে! আচ্ছা আমার
সাথে এভাবে জাগলে যে ওর শরীর খারাপ করবে বুঝেনা!পাগলী তুই আমার কথা শুনিস না কেন? এতো কেন ভালোবাসিস আমাকে?? আমারও যে তোকে ফেলে যাবার কোনো ইচ্ছে হয়না। কিন্তু কেন যেন মনে হয় আমি তোকে নিয়ে বেশিদিন থাকতে পারবনা। বিধাতা আমার কপালে কোনো সুখ দীর্ঘস্থায়ী করেনি। যেদিন ব্রেইন ক্যানসারের কথা শুনি আমার দুনিয়া পুরো এলোমেলো হয়ে যায়। পড়শু ভোরে তুই যখন হাত ধরে বিড়বিড় করছিলি আমি জানি তুই কি বলছিলি। আমি তোকে ভালোবাসি পাগলী! অনেক বেশি ভালোবাসি। আমি ঘুমিয়ে গেছি মনে করে সেদিন বুকে মাথা রেখে অনেকক্ষণ কাঁদলি সেদিন আমি পাগলপ্রায় হয়ে যাই। আমি মারা যাব জানি। তুই শুধু হাতটা ধরে থাকবি বৌ। আল্লাহ তোকে আর আমাকে আলাদা রাখবেনা বিশ্বাস কর।
******
তানজিলার কথাঃ
মাহবুব!আমি জানতাম তুমি থাকবেনা।
আমাকে ছেড়ে ওপারে গিয়ে খুব সুখে আছো তাইনা? এই একলা দুনিয়ায় আমার সব হাহাকার এখন শব্দহীন হয়ে গেছে জানো? বেঁচে থাকার প্রতিটা মুহূর্ত এখন জাহান্নামের আযাবের মত হয়ে গেছে। এমন কি কথা ছিল? আমাকে তো তোমার একা ফেলে রাখে চলে যাবার
কথানা? তোমার তানজিলা যে রাতের আঁধার ভয় পায়। স্বার্থপর তুমি একবারও
ভাবলে না আমি কি করবে। মাহবুব, আমি তোমাকে ভালবাসি। তোমার কোনো ক্ষমা নেই। তুমি কেন চলে গেলে?
বিষয়: সাহিত্য
১১৫০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন