নাবীর শক্রু বনাম আল্লাহর শক্রু
লিখেছেন লিখেছেন নাস্তিকের আতঙ্ক ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:১৪:৩০ সকাল
মানব জীতির সূচনা হয় আদম আঃ দিয়ে । তাঁকে আল্লাহ তাআলা এই ধরার বুকে প্রেরণ করেন নবুয়্যাত দিয়ে । তিনি ছিলেন আল্লাহর নবী । তিনি তাঁর সন্তানদের কে পরিচয় করিয়ে দিয়েছেন যে, এই সাত আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলা । তিনি ই খালিক তিনি ই মালিক । সুতরাং তোমরা তার ইবাদত কর । আদম আঃ এই ধরা থেকে বিদায় নেওয়া তাঁর ছেলে শিশ আঃ নবী হয়ে আসেন এই ধরাতে । এভাবেই এই ধারা জারী থাকে বহুদিন পর্যন্ত ।
চলবে
বিষয়: বিবিধ
৮১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন