"২০১৩ সালের পিএসসি, জেএসসি এবং ২০১৪ সালের এসএসসি, এইচএসসি এই পরীক্ষা"

লিখেছেন লিখেছেন পাকিস্তানি চাচা ১০ এপ্রিল, ২০১৪, ১২:১৫:০৯ দুপুর

২০১৩ সালের পিএসসি, জেএসসি এবং ২০১৪ সালের এসএসসি, এইচএসসি এই পরীক্ষার মধ্যে দিয়ে বাংলার শিক্ষা ব্যবস্থায় এক কালো অধ্যায়ের সূচনা হয়। আমাদের দেশে পরীক্ষার প্রশ্নপত্র ফাস হওয়া এইটা তেমন কিছু না। উপরে উল্লেখিত চারটা পরীক্ষার সময় যেই ভাবে প্রশ্নপত্র ফাস হইছে তা আপনারা সবাই জানেন। এই বার আমার কথায় আসি, আমরা সবাই জানি শিক্ষাঙ্গনে ছাত্রলীগ শিক্ষার পরিবেশ ধ্বংস করে থাকে, এইটা সত্য কথা। কিন্তু এই বার যুবলীগ এবং কতিপয় শিক্ষক লীগ এরাও তাদের সাথে যোগ দেয়। এরা এমন ভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে যার ফল অনেক দিন ভোগ করতে হবে এই জাতির। কারন যারা পিএসসি দিয়ে পাস করছে তাদের ধারনা থাকবে পরবর্তী জেএসসিতেও এই ভাবে প্রশ্ন পাওয়া যাবে, ঠিক একই ভাবে জেএসসি এবং এসএসসির এরাও তাই মনে করবে। আর যারা এইচএসসি দিয়ে পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়েও একই ধারনা করবে। যে এত কষ্ট করে পড়া লেখা করে কি লাভ পরীক্ষার আগের রাতে প্রশ্ন পাওয়া যাবে কয়েক হাজার টাকার বিনিময়ে। সবাই কিন্তু আবার এই ভাবে পাশ করবে এবং বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। যারা এইভাবে পাশ করবে তাদের কাছ থেকে এই জাতি কি আশা করবে? আশা করি সবাই এই উত্তর দিবে কিছু পাওয়া যাবেনা। এইটা কোন উত্তর না এদের কাছ থেকে জাতি অনেক কিছু পাবে যেমনঃ- এরা কর্মস্থলে দুর্নীতি করবে, সঠিক ভাবে কোন কাজ করতে পারবে না, হয়ত বা তারা এই চিন্তা করবে যে আমরা যেই ভাবে পাশ করে আসছি ঠিক এই ভাবে পরবর্তী প্রজন্মকে পাশ করাতে হবে। এই সব সম্ভব আওয়ামীলীগ সরকার ধারা, কারন এরা এই দেশের ভালো চায় না এবং চাইবেও না। এরাই আবার বড় বড় কথা বলে আমার দেশের জন্য এই করেছে যেই করেছি। সাবই এদের থেকে দূরে থাকেন।

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File