এ কে খন্দকারের ‘১৯৭১: ভেতরে বাইরে’ পড়তে ও ডাউন লোড করতে ক্লিক করুন
লিখেছেন লিখেছেন কাজি সাকিব ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০১:৩১ রাত
বঙ্গবন্ধুর (৭ই মার্চ) ভাষণটি তাৎপর্যপূর্ণ ছিল, কিন্তু আমার মনে হয়েছে কিভাবে স্বাধীনতা অর্জন করতে হবে, তা তিনি পরিস্কার করেন নি। তা ছাড়া জনগণকে যুদ্ধ করার জন্য যেভাবে প্রস্তুত করা প্রয়োজন তা করা হয়নি। ভাষণে চূড়ান্ত কোন দিক নির্দেশনা পাওয়া গেল না। ভাষণটির পর মানুষজন ভাবতে শুরু করল- এরপর ক হবে?
আওয়ামী লীগের পূর্ব প্রস্তুতি না থাকায় যুদ্ধ শুরু করার কথা বলাও একেবারে বোকামী হতো। সম্ভবত এ কারনেই বঙ্গবন্ধু সাতই মার্চ সরাসরি স্বাধীনতা ঘোষণা করা থেকে বিরত থাকেন।
তা ছাড়া ইয়াহিয়া খান নিজেও এ ধরনের ঘোষণা না দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে অনুরোধ করেছিলেন। বঙ্গবন্ধু হয়তো ঢাকায় ইয়াহিয়ার উপস্থিতিতে একটি রাজনৈতিক সমাধানের সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন।
বঙ্গবন্ধুর এই ভাষণেই যে মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েছিল তা আমি মনে করি না। এই ভাষণের শেষ শব্দ ছিল ‘জয় পাকিস্তান’। তিনি যুদ্ধের ডাক দিয়ে বললেন ‘জয় পাকিস্তান’! এটি যে যুদ্ধের ডাক বা স্বাধীনতার আহ্বান, তা প্রচন্ডভাবে প্রশ্নাবিদ্ধ ও তর্কাতীতও নয়।
যদি আওয়ামী লীগের নেতাদের কোন যুদ্ধ-পরিকল্পনা থাকত, তাহলে মার্চের শুরু থেকে জনগণ, সরকারী, বেসরকারী ও সামরিক কর্মকর্তাদের স্বল্প সময়ে সঠিকভাবে সংগঠিত করা যেত। সেটা করা হলে আমার মনে হয় যুদ্ধটি হয়তো-বা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেত এবং আমাদের বিজয় নিশ্চিত হতো। কিন্তু পরিতাপের বিষয় সেটা করা হয়নি।
এ কে খন্দকারের ‘১৯৭১: ভেতরে বাইরে’ পড়তে ও ডাউন লোড করতে ক্লিক করুন
https://docs.google.com/viewer?url=http%3A%2F%2Fwww.shahriar.info%2Fwp-content%2Fuploads%2F2014%2F09%2F1971_bhetore_baire.pdf&hl=en_US&gpid=1&chrome=true
বিষয়: বিবিধ
২৯৮১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মোট পৃষ্ঠা সংখ্যা কত?
বঙ্গবন্ধুকে নিয়ে উল্টাসিধা বলে বলে খন্দকার তার জীবনে নিয়ে এল অন্ধকার ।
মন্ত্রীত্বের লোভে পড়ে বান্দা
মাঝে করেছিল কিছু ধান্দা
অবশেষে ভুল বুঝে
লিখলো কিছু সত্য
কারণ যা সত্য
তার প্রকাশ এমনিতেও ঘটতো!
উনার বোধদয় হয়েছে
মন্তব্য করতে লগইন করুন