‘মুজিবকোটের চিহ্নই খুঁজে পাওয়া যাবে না -শিবির সেক্রেটারি এবং আজকের সমাবেশের সকল দৃশ্য!

লিখেছেন লিখেছেন কাজি সাকিব ১৯ আগস্ট, ২০১৪, ১০:৫৮:২৬ রাত



‘মুজিবকোটের চিহ্নই খুঁজে পাওয়া যাবে না’

প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করে শিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, ‘জনগণের কোনো দাবি মেনে নেয়া না হলে ছাত্রসমাজ যেভাবে জেগে উঠেছে তাতে মুজিবকোটের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাবে না।

জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ বাতিলের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি.




সম্প্রচার নীতিমালার নামে জনগণের কন্ঠস্বর রোধের অপচেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠা বিক্ষুদ্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের বিভিন্ন অংশ!





































































































































টিভি পর্দায় সম্প্রচারনীতিমালার প্রতিবাদে সমাবেশের দৃশ্য!


বিষয়: বিবিধ

৩২৪৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256155
২০ আগস্ট ২০১৪ রাত ০১:৩৬
সাদাচোখে লিখেছেন : চমৎকার কালেকশানস্‌। মাশাআল্লাহ্‌।
২০ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৭
199798
কাজি সাকিব লিখেছেন : শুকরিয়া
256180
২০ আগস্ট ২০১৪ রাত ০২:২৯
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : দুর্দান্ত । অনেক ধন্যবাদ ভাই ।
২০ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৭
199799
কাজি সাকিব লিখেছেন : ধন্যবাদ
256192
২০ আগস্ট ২০১৪ রাত ০২:৫৬
গ্রীণ ওয়ে লিখেছেন : Thumbs Up
২০ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৮
199800
কাজি সাকিব লিখেছেন : Applause
256206
২০ আগস্ট ২০১৪ রাত ০৪:৫৫
কাহাফ লিখেছেন : ফাটা-ফাটি পোস্ট Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
২০ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৮
199801
কাজি সাকিব লিখেছেন : শুকরিয়া কাহাফ ভাই
256210
২০ আগস্ট ২০১৪ সকাল ০৬:০৩
ইবনে হাসেম লিখেছেন : আল্লাহ তোমার কাছে সাহায্য চাই..

২০ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৯
199803
কাজি সাকিব লিখেছেন : আমাদের সাহায্য চাওয়ার জায়গাতো ঐ একটাই,ইনশাল্লাহ আমাদের চাওয়া কবুলও হবে!
256248
২০ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৪
হতভাগা লিখেছেন : আমিও একমত উনার সাথে । কারণ, জনগন চায় যুদ্ধাপরাধীদের বিচার । এ নিয়ে কোন টাল বাহানা বা ধানাই পানাই জনগন সহ্য করবে না ।

আর যেই জনসভার ছবি দিছেন সেখানে কি সভার মধ্যমনি উপস্থিত হয়েছিলেন ?
২০ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৫
199938
কাজি সাকিব লিখেছেন : দারুণ বলেছেন,অবশ্যই দেশের একটি অংশ প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার চায় সেই পাকিস্তানী ১৭৫ জন সামরিক কর্মকর্তাদের,তারপরে চায় দালালদের যে তালিকা ১৯৭২ সালে শেখ মুজিবর রহমান নিজে করেছিলেন সে তালিকানুযায়ী বিচার! তা না করে ধানাই-পানাইয়ের মাধ্যমে ৪২ বছর পরে নতুন করে নিজের খেয়ালখুশী অনুযায়ী তালিকা প্রণয়ন করে আলেম-ওলামাদের ফাঁসি দেয়ার চক্রান্ত জনগণ সহ্য করবে না!

সভার প্রধান অতিথি অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেন নি!
২০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৮
199952
হতভাগা লিখেছেন : জনগন যে কি চায় তা গণজাগরন মন্চই প্রমান করে দিয়েছে । যাবত জীবনকে ফাঁসিতে পরিনত করিয়েছে ।

ফলে কারও ৯৯ বছরের নিচে রায় যাচ্ছে না ।


''সভার প্রধান অতিথি অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেন নি!''


০ এই এক বিংশ শতাব্দীতে এসে এত সহজ সরল চিন্তা ভাবনায় চললে রাজনীতি করা দুষ্কর হয়ে যাবে । পদে পদে দৌড়ানীই হবে নিয়তি ।
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
200037
কাজি সাকিব লিখেছেন : জনগণের চাওয়া অবশ্যই গজামঞ্চ প্রমাণ করেছে লাফালাফির কিছুদিনের মাথায়ই সমুলে পতনের মাধ্যমে যার কারণে আজ অধিকাংশ লোকে সেকথা স্বীকার করতেও লজ্জা পায় যে কোন একদিন সে গজামঞ্চের ধারেকাছে গিয়েছিল!

আর যাবত জীবনকে ফাঁসিতে রুপান্তর জনগণ করেনি বরঞ্চ করেছে ক্ষমতালোভী পাপাচারী এক সরকার!

আমরা সরলই থাকতে চাই,অতি জটিলতায় জবাবদিহিতার ভয় রয়েছে!
২১ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৮
200218
হতভাগা লিখেছেন : তাহলে বাংলাদেশের রাজনীতি আপনাদের জন্য না
২১ আগস্ট ২০১৪ রাত ১১:১৬
200548
কাজি সাকিব লিখেছেন : Happy>- Happy>- Happy>-
257890
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:২২
মোশারোফ লিখেছেন : অনেক ধন্যবাদ
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৮
202879
কাজি সাকিব লিখেছেন : শুকরিয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File