Exclusive Video :অন এয়ারের বাইরে কি ঘটেছিল সেদিন ৭১ টিভিতে!
লিখেছেন লিখেছেন কাজি সাকিব ১৭ আগস্ট, ২০১৪, ১২:২১:১৯ দুপুর
যদি এক বাপের মেয়ে হইয়া থাকোছ তাইলে এখনি নারায়ণগঞ্জে চল -মেয়র আইভীকে শেখ পরিবারের আদরের পুত্র শামিম ওসমান
দেখেন মুজিব সৈনিকদের কান্ড!
মুজিব সেনাদের চরিত্রের অবস্থা যা টিভিতে আসেনি দেখে নিন তা,কি হয়েছিল বিজ্ঞাপন বিরতির নামে মুজিব সেনাদের চরিত্রকে ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালাবার সময়!
এ সময় শামীম ওসমান প্রায় তিনবার তেড়ে যান মেয়র সেলিনা আইভীকে মারতে!উপস্থিত টিভি কর্মকর্তারা তাকে নিবৃত্ত করেন! এ সময় শামীম ওসমানকে একজন মহিলার প্রতি তীব্র অসম্মানজনক অশ্লীল বাক্য উচ্চারণ করতে শোনা যায়,শামীম ওসমান তখন মেয়র আইভীকে বলেন কাপড় খুইলা কথা বল!
এই সময় মেয়র আইভীকে বলতে শোনা যায় যে আপনি এমপি হন আর শেখ হাসিনা অতি কাছে লোকই হন তাই বলে সবার দিকে আঙ্গুল তুলে ধমকি-ধামকি দিবেন তা হয় না
সেদিনের পুরো টকশোটি!
দুর্ভাগ্য আমাদের শামীম ওসমানের মত একজন কালপ্রিটকে সরকার শায়েস্তা করার বদলে উলটো তাকে নিয়ে সংসদে শেল্টার দেয়া হয়েছে!
বিষয়: বিবিধ
২০২২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে এর জন্য আইভীকে উচ্চমূল্য না দিতে হলেই হয়!
WWE তে কথা বার্তার পর তো আয়োজন করে মারামারি হয় । যেভাবে শামীম , আইভি একে অপরকে নারায়ন গন্জে গিয়ে দেখে নেবার হুমকি দিয়েছে তাতে তো সেরকমই আশা জাগে ।
আজকে ১৮ তারিখ WWE এ জন সিনা বনাম ব্রক লেসনারের Royal Rumble আছে ।
বাংলাদেশেও এরকম একটা দেখার আশা ছিল ।
৭১ টিভির এ্যাডমিনগুলা কি করলো?
নাকি এইটা নিয়াও বিজনেস করলো?
শালার শাইম্যা-হালায় পুরাই ভোদাই একটা, এইভাবে আইভীরে দিয়া সাইজ দিলো - হালায় বুঝলো না!
প্রথম প্রতারণা এক অতিথির কথা বলে অন্য অতিথিকে মুখোমুখি কর দেয়-
দ্বিতীয় প্রতারণা, ব্রেকের মাঝখানের কথাবার্তা ভিডিও করে রাখে-
তৃতীয় প্রতারণা, অতিথিকে এক বিষয়ের কথা বলে এনে অন্য বিষয় অন এয়ারে উপস্থাপন করা!
পুরোটাই একটা ব্যবসা!তবে সুখের ব্যাপার হচ্ছে যেই মিডিয়া বিগত ক'বছর ধরে একচ্ছত্রভাবে লীগের দালালী করে গিয়েছে মানুষ হত্যাকে আড়ালে করে গাছ কেটে ফেলার হাস্যকর দৃশ্য প্রচার করেছে সেই দালাল মিডিয়াকেই নতুন সম্প্রচার নীতিমালার কারণে এভাবে ৬ নাম্বারী করেই দু-পয়সার মুখ দেখতে হবে!
আমরা বহুদিন ধরেই বলে আসছি দানব যখন সর্বগ্রাসী হয়ে যায় তখন সে শেষে এসে নিজের বাচ্চাদেরও চিনে না!আজ সেটাই হতে যাচ্ছে তবে এখনো সকলে নিশ্চুপই রয়েছে,চিরতরে গলা বন্ধ হবার আগে মনে হয় না কেউ চিৎকার করার চেষ্টা করবে!
মন্তব্য করতে লগইন করুন