ব্যবহারে বংশের পরিচয় বুঝা গেলে দলের পরিচয় কি অব্যক্ত থাকে?

লিখেছেন লিখেছেন কাজি সাকিব ১০ আগস্ট, ২০১৪, ০৫:৩৭:৩০ বিকাল



সাংবাদিকরা বদমাইশ-চরিত্রহীন ও লম্পট!সাংবাদিকদের ঠিক করতে নীতিমালা হয়েছে। ওই দিন কেবিনেট মিটিংয়ে আমি থাকলে সাংবাদিকদের পা…. (অকথ্য শব্দ) দিয়ে বাঁশ ঢুকাতাম। সাংবাদিকদের এখন এমনভাবে ঠিক করা হবে যাতে নিজের স্ত্রীকে পাশে নিয়েও শান্তিতে ঘুমাতে না পারে!

কি ভাবছেন যে ঐ উক্তিগুলো কোন অশিক্ষিত মাদকসেবী চাষা-মেথরের উক্তি?ভুল ভাবছেন! উপরের ঐ অকথ্য উক্তিগুলোই করেছে ৫% ভোট পেয়েই অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা আওয়ামী সরকারের তথাকথিত সমাজকল্যাণ মন্ত্রী!





অধিকাংশ সাংবাদিকই মোটামুটি তেমনই যেমনটা বলেছেন তিনি,কিন্তু অশ্লীল শব্দ পরিহার করে শ্লীল শব্দের মাধ্যমে সাংবাদিকদের সংশোধন করার পরিবর্তে রাস্তার লোকের মত ভাষা ব্যবহার করে আসলে অবৈধ মন্ত্রী নিজের চরিত্রের জাতই প্রকাশ করলো,প্রকাশ করলো নিজের অতীত!




http://www.jugantor.com/current-news/2014/08/09/132451

সে ঘটনার পর ক্ষমা প্রার্থনা করলেও ঘটনার কিছুদিনের মাথায়ই আজ ফের সাংবাদিকদের পাছায় বাঁশ ঢুকাবার প্রত্যয় ব্যক্ত করে মুজিব সেনাদের জাত পুনরায় জাতিকে চেনালেন তথাকথিত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী! এটাও নাকি তিনারই স্বপ্ন ছিল!




সেই ছোটবেলা থেকেই দেখে আসছি রাস্তার মোড়ে মোড়ে কিছু বখাটে লম্পট দাঁড়িয়ে থাকে,যাদের কাজই হচ্ছে সারাদিন রাস্তার মোড়ে আড্ডা দেয়া,মানুষকে উত্ত্যক্ত করা,ছিনতাই-রাহাজানি করা,কারণে অকারণে অমুক এলাকার তমুককে মারধর করে নিজেকে হিরো ভাবা!

চ্যালেঞ্জ দিচ্ছি বাংলার প্রতিটি মোড়ের-গলির সেই লম্পটগুলোর রাজনৈতিক পরিচয় নিয়ে দেখেন এদের ৭০% একটি দলের সাথে,২৯.৯% অন্য আরেকটি দলের সাথে সম্পর্কিত!



কিছুদিন আপনি আপনার এলাকায় না গেলে পরে গিয়ে অবাক হয়ে যাবেন,দেখবেন ঐ বস্তির ছিঁচকে মাস্তানটিই আজকে ছাত্রলীগের বেশ বড় একজন নেতা হয়ে গিয়েছে,কিছুদিনের মাঝেই সেসকল লম্পটদের মাঝে যে সবচাইতে বেশি নৃশংসতায় পারদর্শী হতে পারবে,অনায়াসে লোকের গায়ে কোপ বসাতে পারবে,ছুরি চালাতে পারবে সেই পিশাচটিকেই দেখবেন আপনার জেলা ছাত্রলীগের বিশাল এক নেতায় পরিণত হয়েছেন,সময়ের ব্যবধানে এরাই একদিন হয়ে যায় সাংসদ,হয়ে যায় মন্ত্রী!



চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশের ৫-১০ জন মন্ত্রী এমপি বাদ দিলে বাকি সকলের ইতিহাসটা এমনই!তো এই এরাই যখন মন্ত্রী হয়ে যায় তখন এদের মুখ থেকে আর ভালো কিছু আশা করবেন কিভাবে?শুকরকে আপনি আলিশান ৫ষ্টার হোটেলে নিয়ে রাখলেও সে ঐ সেখানকার সেপটিক ট্যাংকির আশপাশেই গিয়ে দুর্গন্ধ ছড়াবে!

আজকের এই সমাজকল্যাণ মন্ত্রী মন্ত্রীত্ব পেয়েই শিশুদের অনুষ্ঠানে মঞ্চে বসে বিড়ি টেনে নিজের জাত বুঝিয়ে দিয়েছেন,পরবর্তীতে ক্রমাগত বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে বসে হয় বিড়ি টেনে নাহয় ঘুমিয়ে আর পতিতাপল্লীর উচ্ছেদকারীদের শিরোচ্ছেদের আহবান জানিয়ে রাত্রীবেলায় তিনি কি কাজে ব্যস্ত থাকেন সে ব্যাপারেও দেশবাসীকে স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন!তারও পরে দেশের সকল মাদ্রাসা বন্ধ করে দেয়ার হুমকি দেয়ার মাধ্যমে তিনার দলের মতাদর্শও সকলের সামনে তুলে ধরেছেন!বাংলার সমাজের কারোরই আজ আর বুঝতে বাকি নেই যে এই সমাজকল্যাণমন্ত্রী দ্বারা যে সমাজের কি উপকারটা(!) সাধন হবে!





আফসোস হয় আজ থেকে ৮-১০ বছর আগেও বাংলাদেশে একজন সমাজকল্যাণমন্ত্রী ছিলেন!কি ছিলেন তিনি আর আজ কে এলেন সেখানে?এতটাই কপাল পোড়া জাতি তবুও বুঝলো না কিসে কি?

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ انفِرُواْ فِي سَبِيلِ اللّهِ اثَّاقَلْتُمْ إِلَى الأَرْضِ أَرَضِيتُم بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الآخِرَةِ فَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الآخِرَةِ إِلاَّ قَلِيلٌ

38,সূরা আত-তাওবাহ

হে ঈমানদারগণ, তোমাদের কি হল, যখন আল্লাহর পথে বের হবার জন্যে তোমাদের বলা হয়, তখন মাটি জড়িয়ে ধর, তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প।

إِلاَّ تَنفِرُواْ يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلاَ تَضُرُّوهُ شَيْئًا وَاللّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

39,সূরা আত-তাওবাহ

যদি বের না হও, তবে আল্লাহ তোমাদের মর্মন্তুদ আযাব দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা তাঁর কোন ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান।

সুতরাং পরিষ্কারই বুঝা যাচ্ছে আমাদের কর্মফলের দরুণই আজ এই নির্লজ্জ পিশাচেরা আমাদের উপর চেপে বসেছে!

বিষয়: বিবিধ

২৮৩৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252917
১০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০২
প্রবাসী মজুমদার লিখেছেন : স্বার্থপরতা আর দলীয়ভাবে বিভক্ত সাংবাদিক নামের কলংক পদলেহনকারী কিছু মুখচেনা পথভ্রষ্ট দালাল নামের হলুদ সাংবাদিকের কারণেই আজ এমন উক্তিটি মন্ত্রী করতে পেরেছে। সাংবাদিকতা নামের এ মহান পেশায় নিয়োজীত মানুষগুলোই ঠিক করবে মন্ত্রীর কথা যথার্থ না ভূল।

টকশো গুলোতে সাংবাদিকদের দালালীর ফলাফল এটি।
১০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
197065
কাজি সাকিব লিখেছেন : অধিকাংশ সাংবাদিকই মোটামুটি তেমনই যেমনটা বলেছেন তিনি,কিন্তু অশ্লীল শব্দ পরিহার করে শ্লীল শব্দের মাধ্যমে সাংবাদিকদের সংশোধন করার পরিবর্তে রাস্তার লোকের মত হিংস্র ও কুরুচীসম্পন্ন ভাষা ব্যবহার করে আসলে অবৈধ মন্ত্রী নিজের চরিত্রের জাতই প্রকাশ করলো,প্রকাশ করলো নিজের অতীত!
১১ আগস্ট ২০১৪ দুপুর ১২:২০
197272
প্রবাসী মজুমদার লিখেছেন : যেমন প্রধানমন্ত্রী, তেমন সংসদ সদস্য।
252924
১০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
আমি মুসাফির লিখেছেন : যারা এসব মন্ত্রী নিয়োগ করেছেন তাদের চরিত্র তো এমনই । জাতে জাত চিনে। এদের পরিচয় যা দিয়েছেন তার বেশী নয় ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সঠিক কথা বলার জন্য।
১০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
197066
কাজি সাকিব লিখেছেন : গোটা সিষ্টেমটাই আজকে এ ধরনের নোংরা,বেহায়া পাড়ার মাস্তানদের দ্বারা পরিপূর্ণ,ফলাফল যা হবা তাই হচ্ছে!কি করে আমি আশা করবো যে বস্তির একটি অশিক্ষিত বখাটে লম্পট যুবক দেশের মন্ত্রী-এমপি হয়ে আমাদের সুখ দেবে?
252949
১০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
মোঃ আবু তাহের লিখেছেন : সরকারের সকল প্রোগ্রাম বর্জন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। তাছাড়া এই বদবাইশরা ঠিক হবে না।
১০ আগস্ট ২০১৪ রাত ০৮:২২
197090
কাজি সাকিব লিখেছেন : কোনদিনই ঐ পাচাটা সাংবাদিকদের দ্বারা সে কার্য সম্পাদন হবে না!দাস মনিবের লাথি খেলেও মনিবের হুকুমই তামিল করতে হয়!অধিকাংশ সাংবাদিকেরাই আজকে নিজেদের দাস হিসেবে প্রমাণ করে ছেড়েছে!
252964
১০ আগস্ট ২০১৪ রাত ০৮:০৪
শেখের পোলা লিখেছেন : এরাইতো আমাদের রাহবার, চলুন এদের শিক্ষা গ্রহন করি৷ এদেরইতো যত্ন করে আমরা সিংহাসনে বসিয়েছি৷ যদি অসহ্য লাগে তবে চলুন বলি, 'আমার তোরা ইঁদুর হ'৷
১০ আগস্ট ২০১৪ রাত ০৮:২৫
197091
কাজি সাকিব লিখেছেন : মাসের পর মাস,বছরের পর বছর এই সকল অপদার্থদেরই তেলিয়ে জনগণের নেতা বানিয়েছে ঐ সাংবাদিকেরা!আজ লাথিও খাচ্ছে ভালোই লাগছে,সে সুযোগে জনগণও তাদের নেতাদের চরিত্র দেখে নিচ্ছে!
253093
১১ আগস্ট ২০১৪ রাত ০২:৫১
শিহাব আহমদ লিখেছেন : Birds of same feather flock together. WhiletThe PM herself uses slang languages against opposition leaders in the Parliament as well as in the public meetings, then it is nothing wrong that her followers would use the same language to pacify her. She introduced this slang culture in the politics, which is now grabbing the whole nation. We are going to loose all our moral, social and religious values in the current situation under her leadership. As a nation we are passing through a bad time.
255279
১৭ আগস্ট ২০১৪ রাত ০৮:২২
এস এস মারজান লিখেছেন : সাংবাদিকরা আজ পথভ্রান্ত , তা না হলে ওনার মত একটা ফালতু লোক একথা বলার সাহস পেল কিভাবে ?
255280
১৭ আগস্ট ২০১৪ রাত ০৮:২৪
এস এস মারজান লিখেছেন : সাংবাদিকদের উচিৎ , সর্বদা তাকে বয়কট করা ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File