স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত

লিখেছেন লিখেছেন কাজি সাকিব ০৯ জুন, ২০১৪, ০১:৫৬:৪৬ রাত



দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধ পরিকর বাংলাদেশ জামায়াত ইসলামী!

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অন্যতম গর্বিত অংশীদার বিজিবির সদস্য শহীদ মিজানুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা ও শহীদ মিজানুর রহমানের বীরত্বপুর্ণ আত্মত্যাগের স্বীকৃতি স্বরুপ ক্রেষ্ট প্রদান করেছে বাংলার মানুষের প্রাণপ্রিয় সংগঠন আশার স্থল বাংলাদেশ জামায়াত ইসলামী।



উল্লেখ্য শহীদ মিজানুর রহমান কিছুদিন আগে মায়ানমারের বর্বর বিজিপির সম্পুর্ণ বিনা উষ্কানীতে অতর্কিত হামলায় নিহত হন।

বিষয়: বিবিধ

৮২২৪ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232632
০৯ জুন ২০১৪ সকাল ০৫:১০
দিগন্তে হাওয়া লিখেছেন : আল্লাহ তাকে জান্নাতবাসি করুন, আমিন.
০৯ জুন ২০১৪ সকাল ০৯:৫৪
179355
কাজি সাকিব লিখেছেন : আমীণ
232635
০৯ জুন ২০১৪ সকাল ০৬:৪৫
শেখের পোলা লিখেছেন : জামাত জিন্দাবাদ৷
০৯ জুন ২০১৪ দুপুর ১২:১০
179404
কাজি সাকিব লিখেছেন : জিন্দাবাদ
232649
০৯ জুন ২০১৪ সকাল ০৮:৪২
হতভাগা লিখেছেন :


ক্রেস্ট দিয়া কার মুখ ঢাইকা দিলেন ?

এই সব কাহিনী ৭১ এ কোথায় ছিল ?
১০ জুন ২০১৪ দুপুর ০২:৩৮
179884
আহমদ মুসা লিখেছেন : জামায়াত প্রতিষ্ঠা হয়েইছিল এসব কাজকে স্বীকৃতি দেয়াসহ দেশ রক্ষা ও দেশের মানুষের ঈমান আক্বিদার ফেভারিটে জনপ্রশাসন প্রতিষ্ঠা করার জন্য। ৭১ সালেও জামায়াত ইসলামী এসব কাজই করেছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা এসব কাজকে ধামাচাপা দিয়ে রাখার জন্যই মূলত তথাকথিত যুদ্ধপরাধ এবং মানবতার বিরুদ্ধে অভিযোগ তুলেছে প্রকৃত মজলুমদের বিরুদ্ধে। আর যারা অভিযোগকারী তারাই ছিল মুলত জালিম, খুনী, লুটেরা।
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
180042
কাজি সাকিব লিখেছেন : আহমদ মুসা ভাই একেবারেই যথার্থ বলেছেন!
আর বানোয়াট মনগড়া ইতিহাস না পড়ে এবং একপক্ষীয় দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবেন ৪৭'এও জামায়াতই ছিল সার্বভৌমত্বের রক্ষক যা অব্যাহত ছিল ৭১এও এবং আজকেও!
232668
০৯ জুন ২০১৪ সকাল ০৯:৪৮
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো
১০ জুন ২০১৪ রাত ১২:০৫
179731
কাজি সাকিব লিখেছেন : ধন্যবাদ
232673
০৯ জুন ২০১৪ সকাল ১০:০৯
কাজি সাকিব লিখেছেন :


ক্রেষ্ট দিয়ে কারো চাহারা ঢেকে দেয়ার ইচ্ছে ছিল না হতভাগা ভাই,তবুও যখন প্রশ্ন তুললেন দেখে নিন চেহারা!
১০ জুন ২০১৪ দুপুর ০২:৩৯
179885
আহমদ মুসা লিখেছেন : ছবির লোকগুলোর পরিচয় প্রকাশ যদি নিরাপদ মনে হয় তবে তাদের পরিচয় তুলে ধরা উচিত।
১০ জুন ২০১৪ দুপুর ০৩:১০
179889
হতভাগা লিখেছেন : মারহাবা ! মারহাবা !

কিন্তু কালো জিন্নাহ টুপি পড়া লোকটাকে তো ইমরান সরকারে মত লাগতেছে !?
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
180047
কাজি সাকিব লিখেছেন : আহমদ মুসা ভাই সকলের পরিচয় যদি জানানো সম্ভব হয় তবে পরের কমেন্টসে আমি জানাব ইনশাল্লাহ!
হতভাগা ভাই ঐ ছবিতে ইমরান সরকারের মত হতভাগা কেউ নেই,নিশ্চিন্তে থাকুন!Happy
232680
০৯ জুন ২০১৪ সকাল ১০:৩৯
ইয়াফি লিখেছেন : শহীদ মিজান সবার সামনে দেশের জন্য লড়ে গেছেন। জামায়াতের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।
১০ জুন ২০১৪ সকাল ০৮:১২
179771
কাজি সাকিব লিখেছেন : ধন্যবাদ!
ভবিষ্যতেও যাতে জামায়াত এ ধরনের প্রশংসনীয় উদ্যোগ নিতে পারে তার জন্য দোয়া রইলো মন থেকে।
232715
০৯ জুন ২০১৪ সকাল ১১:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
১০ জুন ২০১৪ সকাল ০৯:৩০
179793
কাজি সাকিব লিখেছেন : শুকরিয়া
233599
১১ জুন ২০১৪ সকাল ১০:২৫
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ জুন ২০১৪ সকাল ১১:১০
180236
কাজি সাকিব লিখেছেন : শুকরিয়া!
234574
১৩ জুন ২০১৪ রাত ০৮:৩০
আনসারী১৪ লিখেছেন : উচিত ছিল সরকারের পক্ষ থেকে শহীদ মিজানের পরিবারের খোজ খবর নেয়া।কিন্ত নিয়েছে কিনা জানিনা।তবে জামাতে ইসলামী যে খোজ নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তা অবশ্যই প্রশংসার দাবীদার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File