ভাদাগিরিই কি দেশপ্রেম ? ভাদাগিরিই কি চেতনা ?
লিখেছেন লিখেছেন কাজি সাকিব ০৫ এপ্রিল, ২০১৪, ০২:০২:৪০ দুপুর
এরই নাম চেতনা,এরই নাম দেশপ্রেম!
গত স্বাধীনতা দিবসে এক ভদ্র মহিলা আমাদের জাতীয় পতাকা দিয়ে তার কুকুরের শরীর মুড়িয়ে দিয়েছিলেন ।তার নাম জয়শ্রী কর জইয়া । তিনি আওয়ামী লীগ নিয়োজিত এফডিসির প্রধান চেতনা ব্যবসায়ী শাহাবাগী পিযুশ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী !
আবার গতকাল ভারত-সাউথ আফ্রিকা খেলা চলাকালীন সময়ে একজন মহিলা কে ভারতীয় পতাকা নিয়ে উচ্ছসিত অবস্থায় দেখা যাচ্ছে? বলুন দেখি তিনি কে? তিনি জয়শ্রী কর জয়া ।
কদিন আগে বিসিবির তরফ থেকে ভিনদেশী পতাকা নিয়ে কোনো বাংলাদেশী নাগরিকের স্টেডিয়ামে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল।তবে ভারত তো আর ভিনদেশ নয় যে তাদের পতাকা নিষিদ্ধ করতে হবে!
রাজ্য সরকার হয়ে কেন্দ্রীয় সরকারের পতাকা নিষিদ্ধ করবো,আমরা নিশ্চয়ই অতটা অকৃতজ্ঞ নই!
সাবাশ নিখিল অবিভক্ত ভারতের বঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী হায়েনা!
বিষয়: বিবিধ
৩৮৬৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার চাকরি যায়না কেন?
দুর্দান্ত বলেছেন!সেটাইতো,একজন সাধারন নাগরিক ভিনদেশী পতাকা নাহয় নিতে পারে মানলাম কিন্তু দেশীয় সংষ্কৃতি ফুটিয়ে তোলার দায়িত্ব নিয়ে বসে আছেন যেই এফডিসির প্রধান তিনি কেমন করে ভিনদেশী পতাকা গায়ে জড়িয়ে ঘুরে বেড়ান?
এদেশের হিন্দুরা মনে প্রাণে ভারতীয় । বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দলের সমর্থক থাকলেও এরকম উলঙ্গভাবে কেউ সাপোর্ট করে না ।
হিন্দুরা এ দেশে উপার্জন করে এদেশের টাকা ভারতে পাচার করে দেয় ।
এ দেশের জন্য তাদের কোন ত্যাগ নেই । সেই ১৯০৫ সালেও এরা এদেশের বিরোধিতা করেছিল । ৫২ এর ভাষা আন্দোলন এবং ৭১ এর মুক্তিযুদ্ধ কোথায়ও এরা তেমনভাবে অবদান রাখার গা করে নি ।
৭১ পরবর্তী পাকিস্তান এবং পাকিস্তান পন্থিরা এদেশের কোন ক্ষতি করতে পারে নি ।
বরং স্বাধীনতায় সাহায্য করেছে - এই ধোঁয়া তুলে ভারত ও ভারতপন্থীরাই এদেশের যত অনাসৃষ্টি তার জন্য দায়ী ।
৭১ পরবর্তী প্রজন্ম শুধু পূর্ব পুরুষদের মুখে ভারতের ফেভারে শুনে শুনে ভারতকে না বুঝেই সমর্থন করে যাচ্ছে ।
ভারত ও ভারতমনঃষ্করাই যে আমাদের জন্য মুহূর্তে অনেক বড় হুমকি তা যদি এখনই বুঝতে না পারি তাহলে আমাদের ৭১ এর স্বাধীনতার কার্যকারিতা থাকবে না ।
অসাধারন বলেছেন।প্রতিটি কথার যৌক্তিকতা রয়েছে।তাদের এই নির্লজ্জতা দেখে আমরা মোটেও বিস্মিত নই,শুধুমাত্র সকলকে স্মরণ করিয়ে দিচ্ছি দেখুন চেতনার নামে কতটা স্ব-বিরোধীতা আর প্রতারনা তারা করে যাচ্ছে!
একাবারেই সত্য কথা বলেছেন!
কিছু ব্যক্তি(যদি আওয়ামী দলীয় হয়) স্বাধীনতাকে অপমান করলেই স্বাধীনতাকে অপমান করা হয় না,তবে জামায়াতের কেউ হাঁচি দিলেও স্বাধীনতার অপমান হয়ে যায়!
প্রতিবেশির সে তালিকায় কি মায়ানমারও আসবে?আর হাদিস অনুযায়ী প্রতিবেশি বলতে আশপাশের ৪০ ঘর বুঝায়,দেশ বলতে কি আশপাশের ৪০ দেশ বুঝায়?
যে যতো বেশী ভারতপ্রেমী
সে ততো দেশপ্রেমিক!!
মন্তব্য করতে লগইন করুন