ভারতীয় আধিপত্যবাদ যখন রাষ্ট্রের প্রতিটি অনু-পরমাণুতে!

লিখেছেন লিখেছেন কাজি সাকিব ১৪ মার্চ, ২০১৪, ০৪:২৩:২৯ বিকাল



যে কেউ যে কোন দেশের যা খুশি তাই দেখার অধিকার রাখে যখন ব্যাপারটি ব্যক্তিগত পর্যায়ে থাকে,কিন্তু যে কোন গোত্র যা খুশি কোনদিনই তা করতে পারে না যখন ব্যাপারটি রাষ্ট্রীয় হয়ে যায়!

একটি অনুষ্টানকে আন্তর্জাতিক মর্যাদা দানের জন্য কিংবা আদায় করার জন্যই যেভাবেই হোক ভিনদেশী দু-চার-দশজন এসে নেঁচে গেয়ে যেতে পারে যদি তা আমাদের সংস্কৃতির সাথে মানানসই হয়,কিন্তু মুল পর্বে আমাদের দেশের একজন শিল্পীকেও সে প্ল্যাটফর্ম না দিয়ে শুধু ভিনদেশীদের নর্তন-কুর্দন কোনদিনই সমর্থনযোগ্য নয় চাই কি সে শিল্পী ভারতীয়ই হোক আর পাকিস্তানীই হোক!

কি সমস্যা ছিল সন্ধ্যা ৭টা থেকে রাত বারটা পর্যন্ত ঐ নর্তন-কুর্দন কারীদের মাঝে আমাদের দেশের প্রখ্যাত কাউকে সে প্ল্যাটফরমে পারফর্ম করতে দিলে???

বারংবার দেখানো হচ্ছিল এ,আর,রহমান ও একন লাইভ!কেন সেখানে কি একজন বাংলাদেশী ২-১ জন শিল্পীর নাম দেয়া যেত না?

বলা হল এই উদবোধনী অনুষ্ঠানের মাধ্যমে দেশের কৃষ্টি-কালচার ফুটিয়ে তোলা হবে!তা ভারতীয় একজন শিল্পী আর তার সাথে ১৩৫ জন নর্তকী এনে বাংলাদেশের কোন সংষ্কৃতিকে ফুটিয়ে তোলা হল???



নিজ দেশের কৃষ্টি-কালচারকে হেয় করার মানসিকতা শুধু আমাদেরই আছে,আর সে অবস্থায় এর বিপক্ষে একদিনেরই হোক আর এক সেকেন্ডেরই হোক যে কোন প্রতিবাদকে আমি স্বাগত জানাই!কে জানে হয়তো এই একদিনের বিরোধীতাই কোন এক সময় চিরকালের বিরোধীতা হয়ে দাঁড়াবে কিনা?

বিঃদ্রঃব্যক্তিগতভাবে আমি মসজিদের শহর ঢাকায় নানা ছলে-বলে কৌশলে এই উদবোধন আর সেই কনসার্টের নামে এ ধরনের উন্মাদ নর্তন-কুর্তন অবিলম্বে বন্ধ করার পক্ষে!অন্তত জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পাশে এ ধরনের গর্হিত কাজ আর না করার জন্য সকলের পক্ষ থেকে আওয়াজ উঠা অতীব জরুরী বলে আমি মনে করি!



বিষয়: বিবিধ

৩৩১২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192231
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
হতভাগা লিখেছেন : আমাদের Made in Bangladesh কে আনলে পারতো ।
194052
১৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:২০
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমিও একমত। এটা কখনোই গ্রহনযোগ্য হতে পারে না। আমাদের কী কোনো সংস্কৃতি নেই? আমাদের শিল্পীদেরকে দিয়ে কী জমকালো অনুষ্ঠান করা সম্ভব ছিল না?
আসলেই তো, এ ধরণের উলঙ্গপনা আর বেহায়াপনা আমাদের সংস্কৃতিতে কোনো দিনই ছিল না।
সংস্কৃতি উপস্থাপানের নামে এ ধরণের নোংরা মানসিকতার প্রতি ঘৃণা জানাচ্ছি।
194054
১৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৪
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : যাদের পরিকল্পনায় এ ধরণের অনুষ্ঠান হলো, এখন এ বিজাতীয় ও পাপের সংস্তৃতি যদি আমাদের মাঝে ছড়িয়ে পড়ে তাহলে এ পাপের দায়ভার কে নেবে?
আপনারা যারা এ পরিকল্পনা করেছেন, আপনাদের নামে সকলের কৃত পাপের সমান পাপ লেখা হবে। বহন করার জন্য প্রন্তুত আছেন তো? কিংবা কী জবাব দেবেন আল্লাহর কাছে তার জবাব ঠিক আছে?
আপনি যদি আল্লাহ কিংবা পরকাল বিশ্বাস নাও করেন তারপরও আপনাকে কঠিন জবাব দিতে হবে। কোনো মাফ নেই। কাজেই সময় থাকতেই সাবধান হোন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File