৫৭ জন সেনা অফিসার হত্যার দায় আওয়ামী লীগ সরকার কিভাবে এড়ায়?

লিখেছেন লিখেছেন কাজি সাকিব ০৩ মার্চ, ২০১৪, ১১:১৮:৫৮ রাত



দশট্রাক অস্ত্র চোরাচালানের দায়

৪ দলীয় জোট সরকার এড়াতে না পারলে

জাতীয় বীর ৫৭ জন সেনা অফিসার হত্যার দায়

আওয়ামী লীগ সরকার কিভাবে এড়ায়?




যেখানে দশ ট্রাক অস্ত্র চোরাচালানে একজন মন্ত্রীর

বিরুদ্ধে অভিযোগ হচ্ছে

তাঁর মন্ত্রনালয়ের অধীনে থাকা সার কারখানার জেটি

যেহেতু চোরাচালানে ব্যবহৃত হয়েছে

সুতরাং তিনি তার দায় এড়াতে পারেন না

এবং তার দায়ে সে মন্ত্রীর ফাঁসি পর্যন্ত হয়ে যায়

সেক্ষত্রে তথাকথিত বিডিআর বিদ্রোহের নামে যে

এতজন দেশ সেরা অফিসারদের হত্যা করা হল

তার দায় কি করে আওয়ামী লীগ সরকার

এবং তার প্রধানমত্রী হাসিনা এড়ায়?

এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন সুত্রে পরিষ্কারভাবেই সন্দেহের তীর নিক্ষিপ্ত হয়েছে ততকালীন সরকার আওয়ামী লীগের প্রতিই!

একটি ভিডিওতে দেখা গিয়েছে যে সেখানকার তথাকথিত বিদ্রোহীরা জয় বাংলার শ্লোগানও দিয়েছে যার প্রমাণ


এছাড়াও সেই নির্মম হত্যাযজ্জের পরে হাসিনা সেনাকুঞ্জে যেয়ে পিলখানা থেকে কোনরকমে প্রাণে ফিরে আসা সেনা অফিসারদের সামনে যে সকল প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন আজ অবধি তার জবাব পাওয়া যায়নি।চলুন শুনে আসি কি ছিল সে প্রশ্নগুলো


আজো জানা গেল না সেদিন ততকালীন প্রধানমন্ত্রী হাসিনা পুর্ব নির্ধারিত সভায় পিলখানায় যাবার কথা থাকলেও ঠিক কি কারণে সেদিন তিনি হঠাৎ করেই গেলেন না?

পিলখানা থেকে প্রাণে ফিরে আসা এক সেনা অফিসার যখন হাসিনাকে জিজ্ঞাসা করলো "মাননীয় প্রধানমন্ত্রী আমরা ৫৭ জন সেনা পিলখানা থেকে বের হতে পারলাম না অথচ হাজার হাজার বিদ্রোহী নামধারীরা কি করে এত পুলিশ,র‍্যাব,বিডিআর এর মাঝ দিয়ে রাজধানী ঢাকা থেকে পালিয়ে গেল?শুনুন এই ভিডিওতে


বিডিআর ডিজি বিএসএফ এর জন্য মুর্তিমান আতংক মেজর জেনারেল শাকিলের একমাত্র পুত্র যখন পরিষ্কার ভাষায় প্রশ্ন রাখে এত বড় হত্যাকান্ড সরকারের নির্দেশ ব্যতিরেকে ঘটা সম্ভব নয় তখন আমাদেরও আর সন্দেহ থাকে না কে ঘটিয়েছে এই হত্যাকান্ড। চলুন শুনে নেই ডিজি শাকিলের পুত্র রাকিন কি বলে


বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কারা কারা প্রথমে অস্ত্রাগার লুট করে!কি কারণে তাদেরকে চিহ্নিত করে কে তাদের এর নির্দেশ দিয়েছিল আজো তা বের করে জনসম্মুখে প্রকাশ করা হল না!!দেখুন সিসিটিভি সে ফুটেজ Vt16VQuK6PY

সর্বশেষে বলতে চাই যে পর্যন্ত আওয়ামী লীগ সরকার তিনটি প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত ইহাই বিশ্বাস করতে হবে যে আওয়ামী লীগই এর সাথে জড়িত।

প্রশ্ন তিনটি হচ্ছেঃ

১‍‍‍.কেন পুর্বনির্ধারিত হওয়া সত্ত্বেও হাসিনা সেদিন পিলখানায় যাওয়া বাতিল করলেন শেষ মুহুর্তে?

২কি কারণে সেনা অভিযান চালানো হল না?সেনাবাহিনী যদি তাদের নিজদের অফিসারদেরই উদ্ধার করতে না পারে তবে তাদের কি বছরের পর ঘাস কাটানো শিক্ষা দেয়া হচ্ছে?

৩রহস্যজনকভাবে ভারতীয় র'এর পরিকল্পনায় গঠিত বাংলাভাইদের নির্মুল করে দেয়ার অন্যতম সেনাপতি কর্ণেল গুলজারসহ আরো এমনি আরো বীর ২০ জন সেনা অফিসারকে ঘটনার মাত্র ২দিন আগে কি কারণে পিলখানায় বদলি করে আনা হল?

যতদিন এসকল প্রশ্নের সন্তোষজনক উত্তর লীগ দিবে না ততদিন পর্যন্ত দোষী হিসেবে আমি লীগকেই দায়ি করবো,ফাঁসি চাইতে হলে আমি সে সরকারের হর্তাকর্তাদেরই চাইবো

বিষয়: বিবিধ

১৪২৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186364
০৪ মার্চ ২০১৪ রাত ০৩:০০
সজল আহমেদ লিখেছেন : হু ঠিক।
০৪ মার্চ ২০১৪ সকাল ০৬:৪৮
138118
কাজি সাকিব লিখেছেন : ঐকমত্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।Applause :Thinking Applause
186406
০৪ মার্চ ২০১৪ সকাল ০৫:৫৭
তহুরা লিখেছেন :

০৪ মার্চ ২০১৪ সকাল ০৬:৫৩
138120
কাজি সাকিব লিখেছেন : ধন্যবাদ সুচিন্তিত মতামত দেয়ার জন্য।আমিও আপনার সাথে পুরোপুরি একমত!অবশ্যই এ ঘটনা ভারতের পরিকল্পনায় হয়েছে এবং মুল ঘাতক তারাই ছিল,আমাদের দেশের কিছু বিডিআর সৈনিককে আপাতত উত্তেজিত করে তাদের সাথে সামিল করে নেয়ার মাধ্যমে আসলে ক্যামোফ্লেজ করেছে ভারতীয় কিলারেরা!Good Luck
186509
০৪ মার্চ ২০১৪ সকাল ১০:৫৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : কিছুই করার নাই চোখে পানি ফেলা ছাড়া, ধন্যবাদ
০৪ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৪
138303
কাজি সাকিব লিখেছেন : ধন্যবাদ মতামত দেয়ার জন্য।
তবে এহেন নৃশংসতার জন্য হায়েনার বিচার হওয়া উচিত আজ হোক বা কাল!
186521
০৪ মার্চ ২০১৪ সকাল ১১:২৮
তাবাসসুম তাহরিমা লিখেছেন : এ দেশের বীর সন্তানদের এ হেন পরিকল্পিত হত্যাকান্ডের জন্য জাতি আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবেনা।
০৫ মার্চ ২০১৪ রাত ০১:১২
138550
কাজি সাকিব লিখেছেন : সত্যই বলেছেন,"জাতি আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবেনা"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File