সংখ্যালঘু রাজনীতি,পর্দার অন্তরালের না দেখা চিত্র!

লিখেছেন লিখেছেন কাজি সাকিব ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৫৮:১৮ দুপুর

http://www.youtube.com/watch?v=PSZO3kdx0kA

এক শ্রেণীর দালাল ও আওয়ামী চাটুকারেরা সারাদেশের কোন একটি স্থানে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর কোন আক্রমনের ঘটনা ঘটলেই কোন রকমের তথ্য-প্রমাণ ছাড়াই এর জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে।

অথচ একটু অনুসন্ধান করলেই দেখা যায় এর প্রতিটি ঘটনার পেছনে জামায়াত-শিবিরতো নয়ই বরঞ্চ বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ এবং কিছু জায়গায় স্বয়ং হিন্দুরাই জড়িত।

দিনাজপুরের সংখ্যালঘু নির্যাতন।জড়িত আওয়ামী লীগhttp://www.youtube.com/watch?v=6TPtg7z-1f8

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ফ্যাক্টস এন্ড ফাইল জানতে এই ভিডিওটি দেখুনhttp://www.youtube.com/watch?v=MsW1jVXtWts


রামু হতে শুরু করে পাবনা,সাঁথিয়া,দেবহাটা এমনকি সর্বশেষ যশোরের মালোপাড়া ও মনিরামপুরে হিন্দুদের উপর নির্মম হামলার সাথে সম্পুর্ণভাবে আওয়ামীদের জড়িত থাকার কথা জানা গেছে যেমন মালোপাড়ায় আওয়ামী সাবেক এমপি হুইপ ওহাব এবং মনিরামপুরে আওয়ামী সাবেক এমপি খান টিপু সুলতান যারা উভয়েই এবার দুজন হিন্দু প্রার্থীর কাছে অবৈধ নির্বাচনেও হেরেছেন।

http://www.youtube.com/watch?v=chwzR9gXjL0

হাস্যকর ব্যাপার হচ্ছে গণধিকৃত মঞ্চের পক্ষ থেকে সেই জায়গাগুলোতে যাওয়াও হয়েছিল অথচ প্রকৃত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের ব্যাপারে টু শব্দটিও না করে মুখস্থ ভাষায় ভারতের দালালী করে এসেছে ভাদারা!

দেখুন এই ভিডিওটি http://www.youtube.com/watch?v=2mgqnwBDTlU

এদের মত মিথ্যুক আর জোচ্চরদের কোন সভ্য সমাজে স্থান হবার কথা নয়!

http://www.youtube.com/watch?v=fBdo5t-as-M

প্রতিবার আওয়ামী লীগ যখন ভিন্ন কোন ঘটনায় মারাত্মকভাবে ইমেজ সংকটে ভুগতে থাকে ঠিক তখনি নিয়ে আসা হয় সংখ্যালঘু নামক ট্রামকার্ড!কিছু ভারতীয় দালাল তা বুঝেও না বুঝার করলেও দেশবাসীর এসব বুঝতে আজ আর বাকি নেই যার কারণে মনিরামপুরের হিন্দু ভাইয়েরা সরাসরি বলেই দিয়েছে যে তাদের শত্রু জামায়াত-শিবির নয় বরঞ্চ অন্য কেউ এবং সেই অন্য কেউ যে লীগই সেটাও সরাসরি বুঝিয়ে দিয়েছে!

সংখ্যালঘু নির্যাতন : আওয়ামীলীগের রাজনৈতিক হাতিয়ার

http://www.youtube.com/watch?v=KwzXgsgDtCE

আজ কোথায় সেদিন যারা ফেসবুকে কেঁদে কেটে বুক ভাসিয়ে ছিলেন হিন্দুদের উপর জামায়াত-বিএনপির কল্পিত গল্প ফেদে?

কেন আজ তাদের সেই মেকি চোখের জল বিস্ফোরিত হচ্ছে না প্রকৃতভাবে দায়ী অথবা আংশিক হলেও দায়ী সেই আওয়ামী নেতাদের বিরুদ্ধে?

আমরা কি জানি না কারা হিন্দু ভাইদের টার্গেট করে বলে বেড়ায়,#''থাকলে_ভোট_পাবি_চলে_গেলে_জমি_পাবি''

আর কতকাল সংখ্যালঘু নির্যাতনের গল্প ফেঁদে আওয়ামী রাজনীতি করা হবে আর ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের সেই নৃশংস;নোংরা রাজনীতির শিকার হতে হবে?

বিষয়: বিবিধ

৯৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File