মানুষের মৌলিক অধিকার
লিখেছেন লিখেছেন তানভীর রানা_জুয়েল ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:০০:২২ সকাল
মানুষের মৌলিক অধিকার বলতে আমরা বুঝি ৫টি
খাদ্য,
বস্ত্র,
বাসস্হান,
শিক্ষা,
চিকিৎসা কিন্তু তারপরও সবসময়কিছু একটার অভাব বোধ করে জনগন, আর সেটাই হল- খাদ্য, বস্ত্র, বাসস্থানের কথা চিন্তা করলেই প্রয়োজন টাকা, টাকা ছাড়া মানুষ অন্ধ,আর টাকার জন্য প্রয়োজন "কর্মসংস্থান" , শিক্ষা জিবন শেষ করে মানুষ পথে পথে ঘুরতে হবে কেন? টাকার অবাবে মানুষ না খেয়ে মরবে কেন? সুতরাং কর্মসংস্থানই হবার কথা মানুষের ১নম্বর মৌলিক অধিকার, তার পর কর্মসংস্থানের মাধ্যমে টাকা হলো, টাকা দিয়ে খাদ্য হলো, বস্ত্র হলো, বাসস্থান হলো, শিক্ষা হলো, চিকিৎসা হলো, কিন্ত নিরাপত্তা রইল না, যে কোন মুহুর্তে যে কোন স্থানে খুন হতে পারেন, গুম হতে পারেন, ছিনতাই হতে পারেন, এই মৌলিক অধিকার কি রাস্ট্রের জনগন পাবে না? তাই প্রয়োজন "নিরাপত্তা" চিকিৎসা মানুষ নেয় অসুস্থহলে, মানুষ যেন অসুস্থ না হয় এটা দেখার দায়িত্ব কার? একদিকে মানুষ বাজারের ভেজাল জিনিস খেয়ে অসুস্থ হবে আরেক দিকে চিকিৎসা দেওযা হবে এটা কিভাবে হয়? বাজারে বিষাক্ত রং মিশ্রিত শিশু খাদ্য, ভেজাল ঔষধ, ফরমালিন, বিষাক্ত সিগারেট, মদ সহ প্রচুর জিনিস বিক্রি হয় অভাদে, যা খেয়ে মানুষ অসুস্থ হয়, তাই মানুষের আরেকটি মৌলিক অধিকার হওয়ার দরবার "স্বাস্থ" সেবা, যাতে করে রাস্ট্র জনগনের স্বাস্থ সেবা নিশ্চিত করবে, চিকিৎসা তো প্রয়োজন মানুষ অসুস্থহবার পর ................
দেশের জনগন হিসাবে তাদের সকল সংবাদ জানার এবং সংবাদ পরিবেশনের অধিকার থাকা উচিৎ - তার
মানে মানুষের আরেকটি মৌলিক অধিকার হওয়া দরকার "অবাধ তথ্য প্রবাহ" মানুষের মৌলিক অধিকার হওয়ার দরকার ৯টি
১) কর্মসংস্থান
২)খাদ্য,
৩) বস্ত্র,
৪) বাসস্হান,
৫) নিরাপত্তা
৬) শিক্ষা,
৭) স্বাস্থ
৮)চিকিৎসা
৯) অবাধ তথ্য প্রবাহ
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন