ভালো থাকিস

লিখেছেন লিখেছেন আলোকিত প্রদীপ ২৫ আগস্ট, ২০১৪, ০৮:৩৮:৫২ সকাল

লাল টি-শার্ট পরা ছোট্ট টুকটুকে বাবুটাকে;

কোন দিনও দেইনি পাপ্পি, আদরের ছলে।

সুন্দর গাল দুটোও ছুঁয়ে দেখিনি কখনো।

তবুও মনে হয় ডেকে বলি;

আয় বাবা; আমার বুকে আয়।

আমার কোলে তোর মাথাটা রাখ।

জড়িয়ে ধরে ভুলিয়ে দিব তোর কষ্ট।

স্মৃতির পাতায় যা আছে সব নষ্ট-

ঘষে- ঘষে যত্ন করে দিব আমি মুছে

থাকবি তুই আনন্দ নামের গাছের তলে।

কিন্তু; না। আমি কিছুই বলিনা

দাঁতে দাঁত চেপে ভুলি বাসনা।

তীব্র ক্রন্দনে কেঁপে কেঁপে রাত্রি জাগি।

ছোট্ট বাবাটাকে নিয়ে শুধুই স্বপ্ন রচি।

তারপর; ব্যস্ততার সাথে উঠি ভোরে-

কম্পিউটার স্ক্রিনের সামনে যাই দৌড়ে

কোনমতে প্রোফাইল পিকটা চেঞ্জ করি।

বাবাটাকে সরিয়ে তৃপ্ত হয়ে একটু হাসি।

এবার দেখবি ঠিক ঠিক আমি তোকে ভুলে যাব।

তবে যেটুকু পারি; ঐ মানুষরুপীদের দেখে নিব।

আর দেখবি না বালিশ ভেজাতে বুক ফাটা কান্নায়-

চোখ ছলছল করবে না; তোকে নিয়ে আড্ডায়।

আমি বড্ড স্বার্থপর রে! বড় বেশী স্বার্থপর।

দোয়া রইলো- অনেক ভালো থাকিস,

আর, যদি পারিস আমায় ক্ষমা করিস।



বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258008
২৫ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আগে ফার্স্টু হই..... পড়তে পারিনি কিন্তু এখনও ..... Broken Heart Time Out Frustrated Broken Heart পড়ে আবার কমেন্ট করবো ইন শা আল্লাহ্ Sad
258018
২৫ আগস্ট ২০১৪ সকাল ০৯:৩০
কাহাফ লিখেছেন : হ্রদয়ের টান যায় না ভূলা.........
258047
২৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভাষা হারিয়ে লিখতে আমি পারছি না
কি করে দেবো এখন তোমায় শান্তনা?
কত্ত কষ্ট মনে আমার বোঝাতে পারব না
বেদনার উপর দিতে চাইনা তীব্র যাতনা
Sad Sad
258082
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৮
আফরা লিখেছেন : কবিতা পড়ে আমি কিছু বলতে পারছি না । এত বেশী আবেগ দিয়ে লেখা হয়েছে যে সে আবেগ আমার আবেগকেও নাড়া দিয়ে গেল ।
258395
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৯
মাহফুজ আহমেদ লিখেছেন : ভাইরে!এই ছবিটা দেখলে আমার বুকের ভিতরটা হাহাকার করে ওঠ।ওর বয়সী আমার একটা ছেলে আছে।কবিতাটি অনেক আবেগ দিয়ে লেখা।ধন্যবাদ।
258519
২৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৬
শেখের পোলা লিখেছেন : সুন্দর অনুভূতি৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File