ভালো থাকিস
লিখেছেন লিখেছেন আলোকিত প্রদীপ ২৫ আগস্ট, ২০১৪, ০৮:৩৮:৫২ সকাল
লাল টি-শার্ট পরা ছোট্ট টুকটুকে বাবুটাকে;
কোন দিনও দেইনি পাপ্পি, আদরের ছলে।
সুন্দর গাল দুটোও ছুঁয়ে দেখিনি কখনো।
তবুও মনে হয় ডেকে বলি;
আয় বাবা; আমার বুকে আয়।
আমার কোলে তোর মাথাটা রাখ।
জড়িয়ে ধরে ভুলিয়ে দিব তোর কষ্ট।
স্মৃতির পাতায় যা আছে সব নষ্ট-
ঘষে- ঘষে যত্ন করে দিব আমি মুছে
থাকবি তুই আনন্দ নামের গাছের তলে।
কিন্তু; না। আমি কিছুই বলিনা
দাঁতে দাঁত চেপে ভুলি বাসনা।
তীব্র ক্রন্দনে কেঁপে কেঁপে রাত্রি জাগি।
ছোট্ট বাবাটাকে নিয়ে শুধুই স্বপ্ন রচি।
তারপর; ব্যস্ততার সাথে উঠি ভোরে-
কম্পিউটার স্ক্রিনের সামনে যাই দৌড়ে
কোনমতে প্রোফাইল পিকটা চেঞ্জ করি।
বাবাটাকে সরিয়ে তৃপ্ত হয়ে একটু হাসি।
এবার দেখবি ঠিক ঠিক আমি তোকে ভুলে যাব।
তবে যেটুকু পারি; ঐ মানুষরুপীদের দেখে নিব।
আর দেখবি না বালিশ ভেজাতে বুক ফাটা কান্নায়-
চোখ ছলছল করবে না; তোকে নিয়ে আড্ডায়।
আমি বড্ড স্বার্থপর রে! বড় বেশী স্বার্থপর।
দোয়া রইলো- অনেক ভালো থাকিস,
আর, যদি পারিস আমায় ক্ষমা করিস।
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি করে দেবো এখন তোমায় শান্তনা?
কত্ত কষ্ট মনে আমার বোঝাতে পারব না
বেদনার উপর দিতে চাইনা তীব্র যাতনা
মন্তব্য করতে লগইন করুন