তবুও জীবন
লিখেছেন লিখেছেন আলোকিত প্রদীপ ০৩ মার্চ, ২০১৪, ১০:৪২:২৮ রাত
নিস্তেজ আমি কিন্তু বর্ণালী সন্ধ্যা
বাধ্য হয়ে কর্মঠ কিন্তু অলস মন
প্রচণ্ড অনীহায় যাচ্ছে কেটে জীবন
কিন্তু চলমান সব।।
আমিও চলমান কিন্তু স্থির
ভীষণ অলস কিন্তু পরিশ্রমী
কেমন জানি উদ্ভট!
উদ্ভট নাকি অদ্ভুত?
বড় বেশি অস্থিরতা চারিদিকে
কি খুঁজি, কি বলি, কিসে খুশি!
নীল রঙের পেয়ারার স্বপ্ন!!
নাহ... তাও না...
সেটা হলেও মন্দ হত না।
মানে নাই কোন মানে নাই...
অর্থহীন কাজের মানে নাই...
ফলহীন স্বপ্নের কোন মানে নাই...
দুই নৌকায় পা দেয়ারও মানে নাই...
তবুও বাঁচি, তবুও চলি
শুধুই কনফিউশনের বেড়াজাল...
নাহ... তাও না...
সেটা হলেও মন্দ হত না।
বিষয়: বিবিধ
১২৭১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধুই কনফিউশনের বেড়াজাল...
নাহ... তাও না...
সেটা হলেও মন্দ হত না
কবিতার মাঝে শব্দ চীৎকারে মনের ভাব প্রকাশ বড়ই চমৎকার। কবিতার মাঝেই কবিরা পারে সীমানা ছাড়িয়ে পাড়ি দিতে । কল্পনায় ঝাল বুনে বুনে মনের আকাবাকা পথ অন্কিত করার মাঝেই কবির স্বার্থকতা। ধন্যবাদ।
ক্যম্নে আমার কথাগুলা লিখলা? কোনো মানে নেই!
মন্তব্য করতে লগইন করুন