সম্মানে কেনা ভালোবাসা .....

লিখেছেন লিখেছেন হুমায়ূন আহমেদ জুনিয়র ২১ মার্চ, ২০১৪, ০১:৪৫:২২ রাত

মৌসুমি উঠে বসেছে ....

নিয়াজ সাহেব জানে এখনই মেয়েটা টাকা চাবে । কিন্তু এতো তাড়া কিসের ? মেয়েটা কি তার মানে বিবাহিত ! তার কি একটা বিবাহিত স্বামী আছে যে রাতের শেষে বউয়ের সঙ্গ পাওয়ার জন্য অপেক্ষা করে !

- “ একটু বস মৌ , কথা বলি তোমার সাথে । ” নরম কণ্ঠে বললেন নিয়াজ সাহেব । উনার গা তখনও নরম বিছানায় এলানো ।

- আপনি আমায় মৌ ডাকলেন কেন ? আমার নাম তো মৌ না ...

- তোমার নাম তো মৌসুমিও না ; মৌসুমির কথাকে ধরে ফেললেন নিয়াজ সাহেব ।

-“ তা অবশ্য ঠিক । কিন্তু আপনি আমার আসল নাম জেনে কি করবেন ? আপনি আমায় ঘণ্টায় হাজার টাকা দিয়ে নিশ্চয়ই নাম জানার জন্য ভাড়া করেননি ? ” – এক চিলতে হাসি দিল মৌসুমি ।

নাহ এই মেয়ে দেখতে আকর্ষণীয় হলেও খুব একটা সহজ মাছ না – বুঝতে পারলেন নিয়াজ সাহেব । ৩ ঘণ্টার জন্য ভাড়া করেছিলেন মেয়েটাকে । মুলত ফিগার আর কোমর সমান লম্বা কালো চুল দেখেই পছন্দ করেছিলেন ।

৩ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়াজ সাহেবের ক্ষুধা কমেনি । আরও কয়েকবার মিলিত হতে ইচ্ছা করছে । কিন্তু মেয়েটার সময় জ্ঞান তাকে হতাশ করল । ঘুম থেকে হঠাতই উঠে গেল সে , নিশ্চয়ই এলারম দিয়ে রেখেছিল । আজকালকার পতিতাদের সাথে ছোট এলারম ঘড়িও থাকে তাহলে !

ইতিমধ্যে বিছানা থেকে উঠে গেছে মৌসুমি । তবে এখনও কাপড় পড়েনি । নগ্ন বুকটা সামনে রেখে হাতটা পেতে রেখেছে । ‘ আমার টাকাটা প্লিজ দ্রুত দেন । সময় শেষ ’

হাল ছেড়ে দিলেন নিয়াজ সাহেব , মেয়েটার গায়ে আরেকটু হাতাহাতি করে এক ফাঁকে টাকাটা হাতে গুছে দিলেন । মৌসুমির মুখটাও খুশি খুশি হয়ে গেল টাকা পেয়ে ....

কয়েক মিনিটের কাপড় পড়ে তাড়াহুড়ো করে বের হয়ে গেল ।

**

হাতে সাড়ে তিন হাজার টাকার ওষুধ নিয়ে ব্যস্ত পায়ে বাসার দিকে হাঁটছে মৌসুমি । তবে এতো টাকার ওষুধ খাওয়ানোর পরেও অসুস্থ স্বামীর অবস্থা দিনকেদিন খারাপ হচ্ছে ।

কিন্তু তাই বলে একেবারেই হাল ছেড়ে দেয়নি সে ; বেশ কয়েক সপ্তাহ যাবত ইনকামের কিছু টাকা জমিয়েছে ।

তার খুব ইচ্ছা আগামী মাসেই স্বামীর উন্নত চিকিৎসার জন্য বড় এক ডাক্তারের কাছে নিয়ে যাবে । তার প্রাণপ্রিয় লুতফুর পুরোপুরি সুস্থ হবে .....

বিষয়: বিয়ের গল্প

৮৩২১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195577
২১ মার্চ ২০১৪ রাত ০২:১৬
বিডি রকার লিখেছেন : আসলেই হুমায়ুন আহমেদের জুনিয়র (?) নাকি ! ;Winking Thinking
২১ মার্চ ২০১৪ রাত ০২:২১
145784
হুমায়ূন আহমেদ জুনিয়র লিখেছেন : কেন রকার ? সন্দেহ ?? Yahoo! Fighter
২১ মার্চ ২০১৪ রাত ০২:৪০
145787
বিডি রকার লিখেছেন : আরে নাহ ভাই , যান আপনিই হুমায়ুন আহমেদ <:-P Good Luck
195585
২১ মার্চ ২০১৪ রাত ০২:৪২
হুমায়ূন আহমেদ জুনিয়র লিখেছেন : আমি হুমায়ুন স্যার না , ধন্যবাদ
195586
২১ মার্চ ২০১৪ রাত ০২:৫১
ভিশু লিখেছেন : এটিকে কিছুতেই ভালোবাসা বলা যায় না - ১০০% অভিষাপ, নিকৃষ্টতম ভায়োলেশন এবং ডেভিয়েশান!
২১ মার্চ ২০১৪ রাত ০৩:২৬
145790
হুমায়ূন আহমেদ জুনিয়র লিখেছেন : কোনটাকে ভিশু দা ??
মতামত পড়ে ভয় পেলাম ! Happy
195636
২১ মার্চ ২০১৪ সকাল ০৯:১৮
এহসান সাবরী লিখেছেন : ভাই!আপনাদের মত এরকম কিছু লেখকের লেখায় মাঝে মাঝে মনে হয় নারী বুঝি অভাবে পড়লে তার শরীর বেচেই সংসার চালায়।এছাড়া বুঝি তার আর কোনো ইনকামের পথ খোলা থাকে না।এত সস্তা আর খেলো কেন বানান নারীদের??বাস্তব তুলে ধরার নামে এই জঘন্য ট্রেন্ডের ইতি কবে হবে!??মনে কষ্ট দিয়ে থাকলে দুঃখিত
২১ মার্চ ২০১৪ সকাল ১১:১২
145865
হুমায়ূন আহমেদ জুনিয়র লিখেছেন : আমি সত্য ঘটনা অবলম্বনেই গল্প লিখে থাকি ...
201913
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:০৩
ম্যাজিক মুনসি লিখেছেন : ভিশু ভাইএর সাথে একমত এটা কখনো সত্যিকারের ভালবাসার রুপ নয়।
কিন্তু বাস্তবিক দিক থেকে বিবেচনা করলে দেখা যাবে স্বামি বাচানোর জন্য ৩ঘন্টায় ৩হাজার টাকা ইনকাম করা অন্য ভাবে সম্ভব ও না...
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫০
156483
হুমায়ূন আহমেদ জুনিয়র লিখেছেন : :-ধন্যবাদ মন্তব্যের জন্য
261381
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৮
মারুফ হাসান লিখেছেন : স্বামীর অসুস্থতার দোহাই দিয়ে,মহিলাটির এমন নিকৃষ্ট পাপ মেনে নেয়া যায় না।বিশেষ করে,তার স্বামী জানলে কি হবে!!!???
284659
১৬ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৪৬
সমাধান লিখেছেন : ভালো লাগলো
284660
১৬ নভেম্বর ২০১৪ সকাল ০৭:২৩
কাহাফ লিখেছেন :
সমাজে অনৈতিকতা ছড়িয়ে দেয়ার মুগ্ধকর প্রয়াস! অন্যায়-অগ্রহনীয় অসামাজিক কার্য্যকলাপ কে মহানতার প্রলেপ দিয়ে উপস্হাপন!
সাধুবাদ জানাতে পারলাম না আমিও!!
Thumbs Down Thumbs Down Thumbs Down
313410
০৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৩৪
নান্দিনী লিখেছেন : হুমম,,বর্তমান সমাজে এমন ঘটনাও ঘটছে,এটা অস্বীকার করার জো নেই,কিন্তু বাস্তব ক্ষেত্রে এমন অসুস্থ স্বামী,তার স্ত্রীর এমন কাজ আসলে কতোটা মেনে নিতে পারবেন,(যদি স্বামী জেনে থাকেন এটা)
বেচারা স্বামী,নির্ঘাত আত্মহত্যা করে বসবেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File