কালজয়ী এক উপন্যাসিক; যার তুলনা তিনি নিজেই
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ১২ নভেম্বর, ২০১৫, ০৮:২০:৩৩ রাত
তূর্য রাসেল: : যারা ইতিহাস জানার পাশাপাশি বিনোদনও পেতে চান তাদেরকে বলব নসীম হিযাযীর উপন্যাসগুলো পড়তে। নসীম হিযাযী সেই কালজয়ী উপন্যাসিক যার সমকক্ষ কেউ হতে পারেনি। তার উপন্যাসগুলোতে ইতিহাস গুলোকে এতটাই জীবন্ত করে তুলেছেন যাতে মনে হয় পাঠক নিজেই উপন্যাসের এক চরিত্র। তার উপন্যাসের একটি অন্যতম বৈশিষ্ঠ, তিনি ঐ জায়গাগুলো নিজে ভ্রমন করেছেন অতপর উপন্যাস লিখেছেন।
ছোটবেলায় আমি যখন ভালোভাবে পড়তে শিখিনি সে সময় আম্মা আমাকে উনার 'মরণজয়ী' উপন্যাসটা পড়ে শুনাতো।
এরপর একে একে আমি শেষ করেছি উনার প্রায় সবগুলো উপন্যাস। আজও উনার উপন্যাসগুলো বারবার পড়ি। তবুও পিপাসা মিটে না।
ও হ্যা... উনার উপন্যাস পড়ার সময় অবশ্যয় ভালো অনুবাদ এবং ভালো প্রকাশনী দেখে নিবেন। নাহলে মজা পাবেন না।
নসীম হিযাযীর উপন্যাসগুলোর নাম-
১.ভারত যখন ভাঙলো অন্য নামঃ রক্তাক্ত ভারত,
২.ইউসুফ বিন তাশফিন
অন্য নাম - মরু সাইমুম,
৩.চূড়ান্ত লড়াই,
৪.আঁধার রাতের মুসাফির,
৫.শেষ বিকেলের কান্না,
৬.কায়সার ও কিসরা,
৭.সীমান্ত ঈগল,
৮.মরনজয়ী,
৯. খুন রাঙা পথ,
১০.মুহাম্মাদ বিন কাশিম,
১১.মানুষ ও দেবতা,
১২.শেষ প্রান্তর,
১৩.ভেঙ্গে গেল তলোয়ার,
১৪.হেজাযের কাফেলা,
১৫.ইরান তুরান কাবার পথে,
১৬.লৌহমানব,
১৭.কিং সায়মনের রাজত্ব
অন্য নামঃ সফেদ দ্বীপের রাজকণ্যা,
১৮.তেত্রিশ কোটি দেবতার দেশে,
১৯.অপরাজিত,
২০.রক্ত নদী পেরিয়ে
বিষয়: বিবিধ
১৮৪৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন