ফুটবলের ভাগ আর ইসলামের ভাগ
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ১৬ জানুয়ারি, ২০১৫, ০৪:৫১:৩৫ বিকাল
ছোট ছোট বাচ্চাদের দেখা যায় খেলার জন্য চাঁদা তুলে ফুটবল কিনে থাকে, আবার খেলার মধ্যে যদি কোন কারণে ঝগড়া হয় তবে তারাই আবার ফুটবলটিকে টুকরো টুকরো করে কেটে ভাগ করে নিয়ে যায়। এতে কার কি লাভ হয়? কারই আর ফুটবলটা কাজে লাগে না!!!
ঠিক সেই ছোট বাচ্চাদের মত আমরাও ইসলামকে ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছি। কেউ শুধু তাবলীগ, কেউ শুধু জেহাদ নিয়ে ব্যাস্থ। কিন্তু এই একটা অংশ নিয়ে কি আমরা জান্নাতের আশা করতে পারি? আল্লাহর কি ঠেকা পড়েছে যে আমরা একটা অংশ নিয়ে আল্লাহর কাছে যাব আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন? আপনি কি আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ আমি তো সলিমুদ্দিন এর চাইতে বেশি ইবাদত করেছি সুতরাং জান্নাত আমার প্রাপ্য। যদি এমন ভেবে থাকেন তবে ভূল করছেন। আল্লাহর এতো ঠেকা পড়েনি যে আপনাকে জান্নাত দিয়ে দিবে।
ইসলাম আপনাকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আপনার ব্যাক্তি জীবন থেকে শুরু করে আপনার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত। যদি অনুসরণ করতে নাও পারেন তবে আপনার প্লান থাকতে হবে কিভাবে জীবনের সকল পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠা করা যায়। এবং সে অনুযায়ী চেষ্টাও করতে হবে।
হযরত মুহাম্মদ (সা) এর নবুওয়াতের পুরো ২৩ বছর জীবনী আপনাকে অনুসরণ করতে হবে। এবং এ থেকে শিক্ষা নিতে হবে। আপনি নবীর মাক্কী জীবনের ১৩ বছর মানবেন আর মাদানী জীবনের ১০ বছর অনুসরণ করবেন না তা কিন্তু হবে না। পুরোটাই অনুসরণ করা লাগবে।
বিষয়: বিবিধ
১৪৫৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসুন আমরা একমত হই, নাবী মুহাম্মাদ (সা) এর নবুওয়াতের পুরো ২৩ বছর জীবনী আমাদের অনুসরণ করতে হবে।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন