মালালা ড্রামা

লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ১০ অক্টোবর, ২০১৪, ০৪:৫৫:৫১ বিকাল



এ বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন পাকিস্তানে তালেবান হামলা থেকে বেঁচে যাওয়া মালালা ইউসুফজাই। শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে তিনি যে অবদান রেখেছেন তার স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেয়া হয়েছে। কিন্তু এই মালালাকেই আমরা নিরব থাকতে দেখেছি যখন ইসরাইলি সৈন্যরা কিছুদিন আগে গাজার শিশুদের নির্বিচারে হত্যা করছিল। সে কখনও কথা বলে না কাশ্মীরের শিশুদের নিয়ে। সে আসলে কাদের হয়ে কাজ করছে? যে তালেবানের হামলায় মালালা আহত হয়েছিল সেই তালেবান আমেরিকার সৃষ্টি। কথিত আছে মালালাও আমেরিকার তৈরি, হামলার ঘটনাও ছিল একটি সাজানো ড্রামা।

বিষয়: বিবিধ

৯৯৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272897
১০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৮
ভিশু লিখেছেন : গাজার শিশুরা মালালা'র কি হয়? কেন কথা বলবেন তিনি? সে তো একটা নিছক বালিকা মাত্র। জৈবিক কলের পুতুল। আর তাঁর পুরস্কার হলো 'নারী-শিক্ষা' > 'শান্তি' অথবা 'মানবতা' কিংবা 'শিশু-হত্যা-বিরোধী' হওয়া নয়। বেয়াক্কেল-নালায়েক-নাকাল-আত্মভোলা মুসলিম-বিশ্বকে নাকে দড়ি বেঁধে ঘোরানো স্রুড অ্যামেরিকা তাঁকে পিক করেছে মানুষকে আরেকটা ধাপ্পা দেয়ার জন্য। ধন্যবাদ।
272899
১০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৮
ফেরারী মন লিখেছেন : পৃথিবীটাই যেন পাগল ছাগলে ভরে গেছে। শান্তিতে সে কি উন্নতি ঘটাইছে যে তাকে পুরস্কার দিতে হবে?
272980
১১ অক্টোবর ২০১৪ রাত ১২:০১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ভিশু লিখেছেন : গাজার শিশুরা মালালা'র কি হয়? কেন কথা বলবেন তিনি? সে তো একটা নিছক বালিকা মাত্র। জৈবিক কলের পুতুল। আর তাঁর পুরস্কার হলো 'নারী-শিক্ষা' > 'শান্তি' অথবা 'মানবতা' কিংবা 'শিশু-হত্যা-বিরোধী' হওয়া নয়। বেয়াক্কেল-নালায়েক-নাকাল-আত্মভোলা মুসলিম-বিশ্বকে নাকে দড়ি বেঁধে ঘোরানো স্রুড অ্যামেরিকা তাঁকে পিক করেছে মানুষকে আরেকটা ধাপ্পা দেয়ার জন্য।

তিনি যথার্থ বলেছেন, সহমত

জাযাকুমুল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File