কিছু ছবি কথা বলে

লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৪৭:৪৩ রাত



ছবিগুলো আমাদের নৈতিক শিক্ষাব্যাবস্থার অবক্ষয়কে তুলে ধরেছে। ৪৩তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল এবং মাদ্রাসা খেলা প্রতিযোগীতার শেষ দিন BCSIR উচ্চ বিদ্যালয় এবং উইলস লিটিল ফ্লাওয়ার স্কুলের ছাত্ররা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।



আমাদের শিক্ষাব্যাবস্থা ছাত্রদের নৈতিক অবস্থান কতটুকু নিচে নামিয়েছে ছবিগুলোই তার প্রমাণ। এর কারণ কি আমরা কখনও ভেবে দেখেছি? কেন এ অবস্থা? এর অনেকগুলো কারণ রয়েছে যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব না দেওয়া। যার কারণে শিক্ষার্থীদের মধ্যে আজ এই নৈতিক অবক্ষয়। কতটুকু হিংস্র মানসিকতার হলে তিনজন অসহায় ছাত্রের উপর একদল ছাত্র হায়েনার মত ঝাপিয়ে পড়ে।



এদের বয়স কতইবা হবে? এরাই নাকি ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। ভাবতেই গা শিউরে উঠে। একটু অন্যভাবে চিন্তা করুন, এরা যদি স্কুলে ছাত্র না হয়ে কোন মাদ্রাসার ছাত্র হত? তাহলে সুশিল সমাজের মধ্যে কি ধরণের প্রতিক্রিয়া হত একটু ভাবুন তো? টকশোর উপর টকশো চলতো, বলা হত জঙ্গী, এরাই একদিন বড় হয়ে জঙ্গি হবে আরো কত কি।



ছাত্রদের এই নৈতিক অবক্ষয় দেখলে সত্যি অনেক খারাপ লাগে।











এবার নিচের ছবিটি দেখুন। এ দৃশ্য ঢাকার একটি বিখ্যাত উদ্যানের। ঢাকার প্রায় সব পার্কে এধরণের দৃশ্য চোখে পড়ে। এমন অবস্থা যে পার্কগুলোতে একজন ভদ্র মানুষ গেলে লজ্জায় মুখ লুকাতে হয়। শুধু কি তাই, আপনি ওদের পাশ দিয়ে হেটে গেলেও ওদের মাঝে কোন প্রতিক্রিয়া লক্ষ্য করবেন না, মনে হবে যেন ওদের নিজেদের বেডরুমে এসব করতেছে।



বেশিরভাগই কিন্তু স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী। স্কুলের ক্লাস ফাকি দিয়ে এসব জায়গায় আড্ডা দেয়। অনেককেই দেখবেন স্কুল কলেজের ড্রেস পড়া অবস্থায়। কিছুদিন আগে এক টিভি রিপোর্কে আরো ভয়াবহ অবস্থা দেখলাম। মেমোরী কার্ডে নীল ছবি। অধিকাংশ ছাত্র-ছাত্রী এসবে আসক্ত। এই আসক্তি মদ-গাঁজার চেয়ে কম নয়। আমাদের তরুণ সমাজকে আজ ধীরে ধীরে ধ্বংস্ব করে দিচ্ছে। এখন রাস্তার মোড়ে গড়ে উঠেছে সব আবাসিক হোটেল। আর এসব হোটেল অবৈধ কাজের আঁখরা। মাঝে মাঝে এসব হোটেলে পুলিশ হানা দেয় তাই পদ্ধতি এখন একটু পাল্টে গেছ। এখন বিভিন্ন ফ্লাট ভাড়া নিয়ে চলছে এসব ব্যাবসা। এসব ফ্লাটে ঘন্টা হিসেবে অথবা রাতে গার্লফ্রেন্ড নিয়ে থাকা যায়। এবং এ জিনিসটা এখন অনেক জনপ্রিয়। কারণ পুলিশের কোন ঝামেলা থাকে না। আমরা এসব থেকে কিভাবে আমাদের তরুণ সমাজকে রক্ষা করবো? এ অধপতন রুখব কিভাবে? আমরা এখনই যদি এর লাগাম টেনে না ধরি তবে ভবিষ্যতে বড় ধরণের খেসারত দিতে হবে আমাদেরকে।

বিষয়: বিবিধ

১৬৫১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267980
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রতিযোগিতার নামে যে শিক্ষা দেওয়া হচ্ছে পারিবারিক ও প্রাতিষ্ঠানিকভাবে সেখানে আর কি আশা করা যায়?
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৫
211859
তূর্য রাসেল লিখেছেন : ভালো কিছু আশা করা দুরাশা...
267986
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৮
ফেরারী মন লিখেছেন : ঘটনাগুলো দুঃখজনক। এই যদি অবস্থা তাহলে সেটা আমাদের ভাবিয়ে তোলে। এগুলো ভবিষ্যতে তো সন্ত্রাসী হবে।
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৬
211860
তূর্য রাসেল লিখেছেন : কিন্তু তবুও এরা জঙ্গি নয়...
268006
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৭
211861
তূর্য রাসেল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ...
268041
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৪৮
দুর দিগন্তে লিখেছেন : এ হলো আমাদের শিক্ষাব্যাবস্থার অসহায়ত্ব...?
অনেক ধন্যবাদ.....
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৭
211862
তূর্য রাসেল লিখেছেন : পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ...
268090
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৫
egypt12 লিখেছেন : এসব দেখে লজ্জাও লজ্জা পায় আর দুর্ভাগ্য মুখ লুকায় :(
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৮
211863
তূর্য রাসেল লিখেছেন : ঠিক বলেছেন...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File