আজকের হরতালের মজাদার কিছু দৃশ্য; যা জনমনে হাসির খোরাক জুগিয়েছে
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ২২ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৪৯:৪৮ রাত
উপরের এই ছবিটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মিছিলের। শাবিপ্রবি ছাত্রদল, কি অদ্ভুত মিল!!!! নাম যেমন আট অক্ষরে তেমনি আটজন মিছিলকারী। নামের সাথে মিল রাখতেই মনে হয় এমন করা হয়েছে!!!!!
উপরের ছবিটি সাভারের কোন এক জায়গার মিছিল। ব্যানার দেখলেই বুঝা যায় দায়সারা গোছের মিছিল। এধরণের ব্যানার যেকোন হরতালেই কমন ব্যাবহার করা হয়।
সবচেয়ে হাস্যকর নিচের এই ছবিটি। নগর ছাত্রদলের সভাপতির হাত জোড় করে ক্ষমা চাওয়া। হরতালের পক্ষে মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে। ধাওয়া খেয়ে সভাপতিকে রেখে সবাই পালিয়ে যায়। যারা মরার আগেই বারবার মারা যায় তাদেরকে দিয়ে আর যায় হোক আন্দোলন হবে না।
নিচের এই ছবিটি সিলেটের। দেখতেই পাচ্ছেন উনারা কতটা সফল।
সারাদেশেই মোটামুটি এমনই ছিল হরতালের দৃশ্য। শুধু ফটোশেসনের জন্য কিছু নেতা কর্মী রাস্তায় নেমেছিলেন। ফটোশেসন করেই ঝটপট উনারা আবার হারিয়ে গেছেন।
বিষয়: বিবিধ
২৬২৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন