গণজাগরণ মঞ্চ এখন কি করবে?

লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৪৯:২৪ সকাল

শেষ পর্যন্ত সাইদীকে যাবৎজীবন কারাদন্ড দিল আদালত। এতে সাইদী ভক্তদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে। অন্যদিকে গণজাগরণ মঞ্চ কি করে সেটাই দেখার বিষয়। অনেকের অভিযোগ গণজাগরণ মঞ্চ সরকারের সৃষ্টি। কেউ কেউ ধারণা করছে গণজাগরণ মঞ্চ সরকারের পরামর্শে খুব বেশি একটা প্রতিক্রিয়া দেখাবে না। যেভাবে কাদের মোল্লার সময় দেখিয়েছিল। কারণ সরকার পড়েছে মাইনক্যার চিপায়। না পারছে গিলতে না পারছে গলা থেকে বের করে দিতে। সাইদী এখন সরকারের গলায় কাঁটা হয়ে বিধে রয়েছে। তাইতো শেষমেষ যাবৎজীবন কারাদন্ড দিল। যাইহোক আমরা এখন গণজাগরণ মঞ্চের দিকে চেয়ে আছি। তারা কি আবারও ফুঁসে উঠবে না পোষা বিড়ালের মত কিছুক্ষন মিউ মিউ করে ঘরে ফিরে যাবে। সেটাই দেখার বিষয়।

বিষয়: বিবিধ

১২৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266038
১৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০৪
কাহাফ লিখেছেন :
বিরিয়ানীর সাপ্লাই বন্ধের পথে,এখন চুতরার পাতা পাছায় ঘষে লাফা-লাফি করবে কিছু টা......
১৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
209810
তূর্য রাসেল লিখেছেন : Winking
১৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
209811
তূর্য রাসেল লিখেছেন : Winking
266048
১৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৬
ইয়াফি লিখেছেন : লাফাঙ্গাদের উচিত নিজেদের ফাঁসির ব্যবস্হা করা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File