পুরুষ দর্জি ও নারী; বাস্তবতা

লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ১৩ এপ্রিল, ২০১৪, ০৬:৫৩:৫২ সন্ধ্যা



তূর্য রাসেল: : কেউ বিষয়টা খারাপভাবে নিবেন না। উপরের ছবিটা দেখুন। ছবিটা বাস্তবতা বুঝানোর জন্য দিয়েছি। আমাদের দেশে অনেক মহিলা টেইলার্স আছে। প্রায় সব জায়গায় মহিলা টেইলার্স (যেখানে শুধুমাত্র মহিলা দর্জি থাকে) আছে। তারপরেও বেশিরভাগ মেয়ে পুরুষদের টেইলার্সে (যেখানে শুধু পুরুষ দর্জি থাকে) পোষাক বানাতে দিয়ে থাকে। কিন্তু কেন? ছবিটা একটু ভাল করে দেখুন। আমার একটা আপুকে আমি একবার প্রশ্ন করেছিলাম, "আপু তুমি তো মেয়েদের টেইলার্সে যেতে পার....কিন্তু যাওনা কেন?" আপু বলল, "নীলঞ্জনা টেইলার্সে ভাল ড্রেস বানায়।অন্য টেইলার্সে এত সুন্দর বানাতে পারে না।" আপুকে বললাম, "আপু বিষয়টা খুব দৃষ্টিকটু দেখায় যখন দর্জি মাপ নেয়"। আপু বলল, "কি করব বল এ ছাড়া তো উপায় নাই"। আমার আরেকটা আপু। উনি খুব পরহেজগার। বাইরে গেলে পর্দা করে বাইরে যান। মুখ ঢাকা থাকে। উনিও পুরুষ টেইলার্সে ড্রেস বানায়। তবে কি করে জানেন? নিজেই নিজের মাপ নেয়। আপুকে দেখি দর্জির সাথে ফোনে কনটাক্ট করে বাসা থেকে নিজেই নিজের মাপ নিয়ে যায়। আসলে ইচ্ছে থাকলে আল্লাহই উপায় দেখিয়ে দেন। আমার কাছে মনে হয় পুরুষ দর্জির কাছে মাপ নেওয়া ইসলাম সমর্থন করে না। যাইহোক আল্লাহ তায়ালা যেন আমাদেরকে সকল পাপ কাজ থেকে দূরে রাখে। আমিন….

বিষয়: বিবিধ

৭৩১৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207238
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
ভিশু লিখেছেন : আমি তো মনে করি ওখানে আপুটার দোষ থাকলেও ঐ টুপিধারী দর্জিটার অপরাধ অনেক অনেক বেশি!
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
155816
তূর্য রাসেল লিখেছেন : এখানে দুইজনেরই দোষ আছে। কারণ মেয়েদের মাপ নেওয়ার জন্য একজন মেয়ে কর্মচারি রাখা যেতে পারে।
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
155822
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এটাইপের টুপিওয়ালারাতো আসল ভন্ড! ছেলেদের কাপড় না চেলাই করে মেয়েদের পেছনে লাগছে কেন? পুরুষ হয়ে দোকানের নাম দেয় "লেডি'স টেইলার্স"Frustrated Frustrated
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
155838
আবু আশফাক লিখেছেন : হুজুর পেলেন কোথায়? আমার দেখা অনেক দর্জি হুজুর বেশ ধরে থাকে অথচ তারা লেখাপড়াও জানেনা। এই বেশ ধরলে বিশ্বাস ধরানো সহজ, তাই এমন বেশ ধরে ফাজলামি করে।
207244
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এত দেখি হেবি হুজুর!!
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
155818
তূর্য রাসেল লিখেছেন : Happy Happy Happy Happy Happy
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
155837
আবু আশফাক লিখেছেন : সবুজ, হুজুর পেলে কোথায়? আমার দেখা অনেক দর্জি হুজুর বেশ ধরে থাকে অথচ তারা লেখাপড়াও জানেনা। এই বেশ ধরলে বিশ্বাস ধরানো সহজ, তাই এমন বেশ ধরে ফাজলামি করে।
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৯
155902
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দর্জি একটি স্বাধিন পেশা। তাই এটি গ্রহনে কোন অসন্মান নাই। মুনশী মেহেরুল্লাহর মত জ্ঞানি ব্যাক্তি ও কিন্তু দর্জির কাজ করতেন। কলকাতায় মুসলিম দর্জিদের সুনাম বেশি ছিল স্যুট সহ বিভিন্ন উন্নতমানের পোষাক বানানতে।
207247
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
চোথাবাজ লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এত দেখি হেবি হুজুর!!
207250
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
তূর্য রাসেল লিখেছেন : হা হা হা হা হা....
207260
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : পুরুষ দর্জির কাছে মাপ নেওয়া ইসলামতো সমর্থন করবেই না, নিজের "বিবেকে" কি ভাবে সমর্থন করে আমি ঠিক বুঝিনা।

আমারতো মেয়েদের ড্রেস "পুরুষের হাতে" বানানোটাতেও আমার রুচিতে বাধে।

যাদের কাছে "কাপড়ের সেলাই" এর চেয়ে "নিজের সম্ভ্রম কিংবা পর্দা"র মূল্য বেশি তারা কখনও পুরুষের কাছে নিজের ড্রেস বানাবে না।

মেয়েদের চুলের যেমন পর্দা করতে হয়, ড্রেসেরওতো পর্দা করতে হয়।
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
155824
তূর্য রাসেল লিখেছেন : একদম ঠিক বলেছেন....
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫৩
155889
রাইয়ান লিখেছেন : Applause
207281
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : মেয়েরা একটু সতর্ক হলেই এমন বিশ্রী কান্ড থেকে রক্ষা পেতে পারেন। কিন্তু যারা এটাকে কোন ‘ব্যপারই না’ মনে করেন তাদের জন্য ওসব দরজা কখনো বন্ধ হবে না।
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৯
155875
তূর্য রাসেল লিখেছেন : ঠিক বলেছেন...
207295
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৪
নূর আল আমিন লিখেছেন : এক হাতে কখনোই তালি বাজেনা
207299
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৪
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : বেশ সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। আসলেই মেয়েদের এ বিষয়ে সচেতন হওয়া উচিত।
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫৩
155888
তূর্য রাসেল লিখেছেন : ধন্যবাদ....
207330
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৮
সায়েম খান লিখেছেন : আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
১০
207332
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ভিশু লিখেছেন : আমি তো মনে করি ওখানে আপুটার দোষ থাকলেও ঐ টুপিধারী দর্জিটার অপরাধ অনেক অনেক বেশি!
১১
207338
১৩ এপ্রিল ২০১৪ রাত ১০:১২
সমালোচক লিখেছেন : শুধু ছি ছি করে বা কার দোষ কম বা বেশী এগুলো বলে এই সমস্যার সমাধান করা যাবে না । আসুন কার্যকরী পদক্ষেপ নিয়ে কথা বলি।

অনেক দিন হলো দেশের বাইরে । তাই দেশে গেলে কখনো খেয়াল করে দেখিনি দেশে কি যত্রতত্র মহিলা দর্জিওয়ালা মহিলা টেইলার্স আছে কিনা ? যাহোক, পরহেজগার মহিলাদের জন্য-ও নিজে-ই মাপ নিয়ে যেয়ে বা মাপসই জামা-কাপড় স্যাম্পল হিসেবে পুরুষ দর্জিকে দিয়ে জামা-কাপড় বানানোটা ফিতনা সৃষ্টির কারণ হয়ে যেতে পারে বলে আমি মনে করি ।

আমাদের দেশে (বিশেষত: গ্রামাঞ্চলে) এক সময় ঘরে ঘরে সেলাই মেশিন শোভা পেতো । সে কারণে এই উৎকট সমস্যাটি তখন মহামারী আকারে জন্ম-ই নিতে পারেনি। কালক্রমে গ্রামের মেয়েরা শহরে এসে সেলাই মেশিনকে "তালাক” দিয়েছে যার কারণে লজ্জা-শরমের বালাই ঘুচিয়ে "পরপুরুষের” সাথে নতুন করে সম্পর্ক সৃষ্টি করতে হয়েছে -- যেমনটি দেখা যাচ্ছে এই ছবিটিতে ।

সবচেয়ে ভালো হয়, মহিলাদের সবার সময় ও সুযোগমতো সূচি ও সেলাই কর্ম শিখে রাখা -- বিশেষত: এসএসসি বা এইচএসসি পরীক্ষা পরবর্তী অবসর সময়ে। বাজারে এখন নানা ধরণের প্যাটার্ণ সৃষ্টিকারী ছোট ইলেকট্রিক সেলাই মেশিন অনেক কম দামে পাওয়া যায় । বুদ্ধিমতী মেয়েরা এটা থেকে নতুন বন্ধুত্ব, দাওয়াহ এবং বাড়তি আয়ের একটা সুযোগ সৃষ্টি করে নিতে পারে। তাছাড়া নিজের ইচ্ছেমতো পছন্দের কাপড় দিয়ে নিজস্ব ডিজাইনের কাপড় তৈরী করে নিতে পারার মজা-ই আলাদা - অর্থ সাশ্রয়ের ব্যাপারটা তো আছে-ই। ভাগ্য সুপ্রসন্ন থাকলে স্বামী, পিতা-মাতা, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের কাছ থেকে কর্ণকুহরে প্রশংসা বাক্য বর্ষিত হতে পারে । ভাইয়ার ছেঁড়া জামাটা সেলাই করে দিয়ে টু-পাইস-ও কামিয়ে নেয়া যাবে । এক সময় কিন্তু পাত্রী নির্বাচনের সময় সেলাই কর্ম জানা থাকাটা প্লাস পয়েন্ট হিসেবে দেখা হতো ! গ্রামে বাড়িতে বাড়িতে পুঁতি দিয়ে সেলাই করা হস্তকর্ম দেয়ালে শোভা পেতো । দু:খিত, আমি টেইলারিং ছেড়ে একটু ভিন্ন প্রসঙ্গের-ও অবতারণা করে ফেললাম ।

আমি নারায়ণগঞ্জে সিঙ্গার বাংলাদেশ কোম্পানী (বিখ্যাত সেলাই মেশিন বিক্রেতা) থেকে সার্টিফিকেটপ্রাপ্ত একজন পর্দানশীন মহিলার কথা জানি যিনি ঢাউস আকারের নোট বই প্রদান পূর্বক সেলাই-এর কাজ হাতে-কলমে শিক্ষা দেন এবং প্রশিক্ষণ শেষে সনদ-ও প্রদান করেন । এই ধরণের সুযোগের সদ্ব্যবহার করা দরকার ।
১২
208195
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : চেহারা সুরতে মনে হয় চর্ম নাই হুজুর এর মুরীদ। এরা মহাভন্ড!
১৩
208204
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৯
হতভাগা লিখেছেন : এই লোক তার ব্যবসার যে কাজ তা তো করবেই ।

টেইলার্স পছন্দ না হলে আপনার তো অপশন আছেই অন্যখানে যাবার । টুপিওয়ালা কি তাকে আটকে রেখেছিল ?

এখন ''এরাই ভাল বানায়'' সেটা যদি বেশী প্রাধান্য পায় তাহলে তো এই টুপি ধারীকে গালাগাল দেওয়া ঠিক না ।

সমস্যা আপুদের মাঝেই । কারণ এইসব পোশাক আশাক ও সাজসজ্জার ব্যাপারে ব্যাপারে তারা সবসময়ই এন্টি-ইসলামিক মনোভাব সম্পন্ন। তারা এরকম মনোভাবের বলেই তো এখন পাড়ায় পাড়ায় বিউটি পার্লার এসে গেছে ।
১৪
210174
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
নীল জোছনা লিখেছেন : মেয়েরা তো এটাই চায়। হাতের একটু স্পর্শ পেলে মন্দ লাগতো না মেয়েটার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File