খালেদা জিয়ার ব্লাউজ; একটি ছোট্ট পর্যালোচনা
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ০৮ এপ্রিল, ২০১৪, ০৬:৩৭:১২ সন্ধ্যা
পৃথিবীর সবচেয়ে দামী টেইলার্স এর মধ্যে Savile Row একটি, যা ইংল্যান্ডে অবস্হিত। ধরলাম খালেদা জিয়া সেখান থেকে ব্লাউজ বানান অথবা খুব বেশি হলে Cifonelli থেকে উনি ব্লাউজ বানান। আমার জানা মতে এখানে একটা শার্ট এর মজুরি কখনই ২৫০০০টাকা বা ৩২৫ ডলার না। এর চাইতেও কম। উনি যদি Tom ford থেকেও বানান তবুও মনে হয় ৩২৫ ডলার মজুরি পড়বে না।
খালেদা জিয়া প্লেইন শিফনের শাড়ি পড়েন। যা কোন ড্রেস না। এটা একটা গজ কাপড়। সবচেয়ে দামি কাপড় ধরা হয় Wool কে। প্লেইন শিফন Wool এর চাইতেও অনেক সস্থা। যদি কাপড়ে স্বর্ণের কাজ করা থাকে তবে অন্য কথা। তবে আমরা সকলেই জানি উনি স্বর্ণের কাজ করা কোন কাপড় পড়েন না। আর পৃথিবীতে গজ প্রতি ৫০০ ডলার এর কোন কাপড় আছে বলে আমার জানা নেই(যদি স্বর্ণের হয় তবে অন্য কথা)। বাংলাদেশের উচ্চবিত্তরা যে আড়ং থেকে কাপড় কিনে থাকেন সেই আড়ং এ সর্বোচ্চ কাপড়ের মূল্য আড়াই লক্ষ টাকা।
আমি জানিনা মতিয়া চৌধুরী কোন হিসাবে খালেদা জিয়ার কাপড়ের মূল্য নির্ধারণ করলেন। আর খালেদা জিয়ার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যারা উনার সমালোচনা করে তাদের চেয়ে উনি বহুগুণে সুন্দরী। আর আরেকটা অপরাধ হচ্ছে উনি সমালোচনার কোন জবাব দেন না। যদি ওদের অশ্লিল ভাষায় গালিগালাজ করতেন তাহলে হয়তো এইসব …………….. –এর মুখ বন্ধ হতো। তবুও হতো কিনা সন্দেহ। একটা জিনিস মনে পড়ে যখন সংসদের মত পবিত্র জায়গায় খালেদাকে নিয়ে অশ্লিল কথা বলা হচ্ছিল ঠিক সেই সময় পাপিয়া যখন কোলে উঠার কাহিনী বললেন তখন সব ঠান্ডা।
খালেদা জিয়া এখন কোন পদেই নেই। এমনকি তার দলের কোন সংসদ সদশ্য নাই তাহলে তাকে নিয়ে সংসদের মধ্যে এসব আলোচনার মানেটা কি?
রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। সেই কাজ বাদ দিয়ে সংসদে যদি এইসব আলোচনা করা হয় তবে দেশের অবস্থা কি হবে তা সহজেই অনুমান করা যায়। অনেক সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এইসব আলোচনা করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী কখনই এসব নিষেধ করেন না। তার মানে ধরে নেওয়া যায় এসবে প্রধানমন্ত্রীর সমর্থন রয়েছে।
এভাবে চলতে থাকলে একসময় দেখা যাবে অশ্লিলতার চর্চা শুধু বাড়তেই থাকবে। আজ ব্লাউজ নিয়ে আলোচনা হচ্ছে কাল হয়তো সেটা ব্রা-তে নেমে আসবে। নামতে নামতে সেটা হয়তো আরো নিচে নেমে আসবে।
বিষয়: বিবিধ
২৭৭৯ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন খালেদার ব্লাউজে হাত দিয়েছে । সামনে আর কি কি করে আল্লাহ মালুম ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
যেমন নেত্রী তেমন তার ক্যাডার - ভাষা ব্যবহারে কি চমতকার মাধুর্যতা !
যাদের কাছে দলীল প্রমাণ কম, তারা গালি দেয় বেশী !
http://www.somewhereinblog.net/blog/Trishonku/29938710
এখানে ৬ নং কমেন্টটি র.র -এর জন্য প্রযোজ্য-
রাতুলবিডি৪ বলেছেন: ছোটকালে বাবা মা শাসন করত, বকা ঝকা, মার পিট খেয়েছি ।ছোট কালে আমাদের বাসার শাসন ব্যবস্হা একটু কঠোর-ই ছিল বৈকি । বন্ধুরাও বলত তোর মা খুব রাগী !
কিন্তু কখনও বাবা মা গালি দিতেন না । আমার মা গালি , ( ... বাচ্চা .. বাচ্চা ) এসব শব্দ কঠোর ভাবে এড়িয়ে চলতেন । কাজের লোক, বাইরের লোক এদেরকেও, বাসার কেউ যেন কখনও ( ... বাচ্চা, .. বাচ্চা জাতীয় ) গালি না দেয় সেটা লক্ষ রাখতেন ।
তবে জল মাটির এই নশ্বর পৃথিবীতে, কিছু কিছু সৃষ্টি আসলেই গালির উপযুক্ত । এদের গালি না দিয়ে পারা যায় না। এমন 'আসলেই গালির উপযু্ক্ত' কাউকে বাবা যদি কখনও গালি দিয়ে ফেলতেন, তখনও মা রাগারাগি করতেন । তার যুক্তি ছিল এতে বাচ্চারা গালি দেওয়া শিখে যায় । বাচ্চারাও দেখাদেখি গালি দিতে অভ্যস্হ হয়ে যায় ।
মার এই প্রখর বুদ্ধিমত্তা আর সচেতনতায় আমরা ছোট থেকে গালাগালিতে অভ্যস্হ হয়ে উঠিনি । এগুলো মুলত পারিবারিক শিক্ষা ।
অনেকই হয়ত এমন মা পায় নি, ব্লগে অনেকের লেখা পড়ে তাই মনে হয় !
বড় হয়ে আমি একজন গুরু খুজে পাই । আধ্যাতিক গুরু, সুফীবাদের গুরু। তার কাছ থেকে জীবন সম্পর্কে নতুন করে বুঝতে শিখি । চিন্তা চেতনার ভিন্ন মাত্রা সামনে আসে। তার একটা বাণী, একটা শিক্ষা : যাদের কাছে দলীল প্রমাণ কম, তারা গালি দেয় বেশী !
এখন খালেদার ব্লাউজে হাত দিয়েছে । সামনে আর কি কি করে আল্লাহ মালুম । সহমত।
াগালি না দিয়ে কি আপনার দ্বিমত বা বিরোধীতা প্রকাশ করা সম্ভব হতো না?
গালি দেয়ার কারণে আপনার এবং আপনার পরিবোরের পরিবেশ সম্পর্কে ব্লগারদের খারাপ ধারাণা জন্মাবে বলে মনে করেন না?
আশা করি একজন মানুষ হিসেবে আমার সংক্ষিপ্ত কথাগুলো বিবেচনায় নেবেন। ধন্যবাদ।
ছবিটি দেখে আপনারাই মন্তব্য করুন...
পঞ্চাশের ঊর্ধে বয়ষের মহিলার ব্লাউজ নিয়ে কথা আর যুবতী হলে যে কি হতো? আল্লাহই মালুম!
মতিয়া আপাকে এই কাজটা খালেদা জিয়া দিলেন আর মানুষকে জানালেন না। বিষয়টাতো কেমন গিরিংগিপনা লাগতাছে। তলে তলে দূজনার এতো মিল-একদম ব্লাউজের খবর পর্যন্ত রাখে। একদম সত্যিকার যোগ্যতা সম্পন্ন বুয়া বটে।
মন্তব্য করতে লগইন করুন