মেস জীবন/হোস্টেল জীবন
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ০৩ এপ্রিল, ২০১৪, ০৫:৫৩:০৪ বিকাল
অনেকেই হয়ত এ ধরণের ঘটনার সম্মুখিন হয়েছেন। যারা প্রেম করেন এবং হলে অথবা মেসে থাকেন তারা অবশ্যয় এই লেখাটি পড়বেন।
একদিন জীবন আমাকে এসে বলল, "ভাইয়া আমি আপনার রুমে উঠতে চাই।" কারণ আমাদের রুমে একটা সিট খালি ছিল। তো আমি তাকে জিঙ্গেস করলাম "ভাইয়া তুমি কি প্রেম কর?"
কি? আপনারা আশ্চর্য হচ্ছেন? আমার এ টাইপের প্রশ্ন করা দেখে? এই প্রশ্ন করার কারণ হচ্ছে যারা প্রেম করে তারা অনেকটা নিশাচার প্রাণির মত। রাত যত গভীর হয় এদের ফোনে ঘুটুর-ঘুটুর ফুসুর ফুসুর বাড়তেই থাকে। নিজে তো ঘুমাইইই না আপনাকেও ঘুমাতে দিবে না। এরা ফোনে সারাদিন তো কথা বলেই তাছাড়া গভীর রাত পর্যন্ত কথা চলতে থাকে। এদের কথা বলার প্যাটার্নও বড়ই অদ্ভুত ধরণের। যারা প্রেম করেননা তারা হয়তো ভাবছেন এতক্ষন কি কথা বলে? এদের কথা বলার বিষয়ের অভাব হয় না। এমনকি উনারা খুব সামান্য বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন প্রেমিক হাঁচি দেওয়ার পর প্রেমিকাকে ফোন করল,
প্রেমিক: জানু আমি এখন একটা হাঁচি দিলাম।
প্রেমিকা: কতক্ষন আগে?
প্রেমিক: ২ মিনিট আগে।
প্রেমিকা: তুমি আমাকে হাঁচি আসার আগে ফোন দাওনি কেন?
প্রেমিক: জানু এইতো এখন ফোন করলাম।
প্রেমিকা: আগে করনি কেন?
প্রেমিক: জানু ফোনটা হাতে নিতে নিতেই হাঁচিটা চলে এসেছিল.....
প্রেমিকা: যখন হাঁচি আসার মত হয়েছিল তখনি তো আমাকে ফোন করতে পারতা..আমিও একটা হাঁচি দিতাম....এখন আমি কি করব?
প্রেমিক: তুমি এখন একটা হাঁচি দাও...
প্রেমিকা: না দিব না...
প্রেমিক: দাও..
প্রেমিকা: দিব না...
প্রেমিক: দাও...
প্রেমিকা: দিব না...
প্রেমিক: দাও জানু...
প্রেমিকা: না দিব না...
প্রেমিক: দাও প্লিজ...
প্রেমিকা: বললাম না দিব না...
:
:
:
:
:
এভাবে এরকম উদ্ভট ঝগড়াটা প্রায় ১ ঘন্টা মত চলতে থাকে। বা তারও বেশি সময় ধরে চলতে থাকে। এগুলো প্রতিদিনের ঘটনা। প্রতিদিন এমন অনেক সব উদ্ভট উদ্ভট বিষয় নিয়ে তাদের মধ্যে কথা চলতে থাকে। কিন্তু তারা একবারও খেয়াল করে না রুমে আরো অনেকেই আছে। তাদের ঘুমের সমস্যা হচ্ছে। আসলে কি তারা বুঝে না? অথবা বুঝেও না বোঝার ভান করে।
(বি:দ্র: সব প্রেমিক-প্রেমিকাই হয়তো এরকম না কিন্তু বেশিরভাগই এ ধরণের)
বিষয়: বিবিধ
১৩৩০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরকম লেখা আমার জীবনে পড়িনি ভাই। জটিল লাগলো পড়ে।
আপনি দারুন একটি বিষয়ে লেখা শুরু করলেন, আরেকটু রস দিলে আরো মজা হবে...
মন্তব্য করতে লগইন করুন