এই লেখা প্রকৃত বিশ্বাসীদের জন্য; অবশ্যয় পড়বেন আপনার ভ্রান্ত ধারণা দূর হবে

লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ০২ এপ্রিল, ২০১৪, ০৭:০৬:০৮ সন্ধ্যা

আমরা অনেকেই আমাদের ফেসবুকে অথবা ব্লগে না বুঝেই অনেক কিছু শেয়ার করে থাকি। যেমন আকাশের বুকে আল্লাহর নাম, রুটিতে আল্লাহর নাম, মাছের গায়ে আল্লাহর নাম ইত্যাদি ইত্যাদি। কিছু লাইক পাগল এডমিন এগুলো তাদের পেজে পোস্ট করে থাকে আর কিছু কম জ্ঞান সম্পন্ন ব্যক্তি এগুলো ধুমসে তাদের ওয়ালে শেয়ার করে থাকে। আর আমরা কিছু বেকুব মুসলমান এসব পোস্টে লাইক আর কমেন্টের বন্যায় ভাসিয়ে দিয়ে থাকি। আমরা বুঝি না এগুলো শেয়ারের মাধ্যমে ইসলাম ধর্মকে অন্যের নিকট কতটা হাস্যষ্পদে পরিণত করছি। আজ এ লেখার মাধ্যমে ঐ সব ভূয়া মিরাক্কেলের আসল কাহিনী তুলে ধরা হবে।

নিচের ছবিটি দেখুন। এটি একটি বহুল প্রচলিত একটি ছবি। আমাদের অনেকের বাসায় ছবিটি বাধায় করে ঝুলানো থাকে। এটি নিয়ে একটি মুখরোচক কাহিনী প্রচলিত আছে। এটি নাকি জর্মানির একটি জঙ্গলের ছবি। গাছগুলো এমনভাবে আকৃতি নিয়েছে যাতে দেখলে মনে হয় কালেমা “লা ইলাহা ইল্লাল্লাহু মুহামমাদুর রাসূলুল্লাহ্”। আর এটি দেখে নাকি অনেকেই মুসলমান হয়েছে। তাই জার্মান সরকার জায়গাটি বেড়া দিয়ে আড়াল করে দিয়েছে যাতে কেউ আর মুসলমান না হতে পারে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এটি ডা: সাইদ আল খুদারি নামক এক মিশরীয়র আঁকা তৈলচিত্র। আরো কিছু ছবি দেখলে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন।



অনেকেই নিচের এই ছবিটিতে আল্লাহর নাম খুজে পান।



নিচে দেখুন অষ্ট্রেলিয়ার বনে রুকুর ভঙ্গিতে গাছ।



উপরের ছবিগুলো যদি আল্লাহর কুদরত হয় তবে নিচের এই মানুষের মুখের আকৃতির গাছটিকে কি বলবেন?



নিচের এই হাতির আকৃতির গাছটি দেখুন। এটা নিয়ে হিন্দুরা তো তাদের দেবতা গণেশ দাবি করতে পারে।



নিচে দেখুন বেলে নর্তকী আকৃতির গাছ যা দিয়ে নাচ কি হালাল হয়ে যাবে?



আরেকটি মানুষের আকৃতির গাছ দেখুন।



সিঙ্গাপুরে হনুমান আকৃতির গাছ। যা দিয়ে হিন্দুরা পূজা আরম্ভ করেছে। নিচের ছবি।



দুবাই এর একটি কৃত্রিম দ্বীপ দেখুন যা খেজুর গাছের মত।



নিচের ছবিটি দেখুন আকাশের বুকে আল্লাহর নাম।



তাহলে নিচের ছবিটিকে আপনি কি বলবেন? টাটা কোম্পানির গাড়ি?



নিচের হাতি আকৃতির এই মেঘ দেখে তো হিন্দুরা দাবি করতে পারে যে এটা তাদের দেবতা গণেশ।



আসলে আপনি আকাশে অনেককিছুই কল্পণা করতে পারেন। এবার দেখুন গরুর দেহে আল্লাহর নাম।



আরেকটি দেখুন ছাগলের দেহে মুহাম্মদ।



উপরের ছবিগুলো যদি আল্লাহর কুদরত হয় তবে নিচের ছবিগুলোকে আপনি কি বলবেন। গরুর দেহে হিন্দুদের “ওম”।



নিচের ছবিটি দেখুন গরুর দেহে খ্রিস্টানদের ক্রুশ।



নিচের ছবিতে দেখুন চা পাতায় আল্লাহর নাম।



তাহলে নিচের ছবিটিকে কি বলবেন। রুটিতে হিন্দুদের “ওম”।



নিচের ছবিটি দেখুন সাগরে সেজদারত পাহাড়।



কেও যদি নিচের এই লাভ (Love) আকৃতির দ্বীপটি দেখিয়ে বলে প্রেম ভালোবাসা হালাল তাহলে আপনি তাকে কি বলবেন?



আসলে এসব ছবির বেশির ভাগই প্রকৃতির খেয়াল অথবা কাকতালীয় অথবা দৃষ্টিভ্রম। এসব ছবি ফেসবুকে প্রচুর শেয়ার হতে দেখা যায়। যারা শেয়ার করে তারা নিজেরা যেমন বিভ্রান্ত তেমনি অন্য ধর্মপ্রাণ মুসলমানকে বিভ্রান্ত করে। আর ইসলামকে অন্যের নিকট হাসির পাত্রে পরিনত করে। তাই এসব শেয়ার হতে দেখলে প্রতিবাদ করুণ। এসবের মাঝে মিরাক্কেল না খুজে কুরআন অর্থসহ পড়ুন। সেখানেই আসল মিরাক্কেল খুজে পাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুণ এবং ইসলামকে সঠিকভাবে বুঝার এবং পালন করার তওফিক দান করুণ আমিন….

বিষয়: বিবিধ

৩২৬৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201790
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২০
সুমাইয়া হাবীবা লিখেছেন : সম্পূর্ণ একমত! ফেসবুকেতো হাজার হাজার লাইকও পড়ে।
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
151389
তূর্য রাসেল লিখেছেন : এটা আমাদের অজ্ঞতা...
201793
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সব কিছুই আমার কাছে ফালতু লাগে।
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
151390
তূর্য রাসেল লিখেছেন : জ্বী পুরো বিষয়টাই ফালতু...
201825
০২ এপ্রিল ২০১৪ রাত ০৮:১০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : এইসব দিয়ে কিছু আন্ধা মানুষকে ভুলানো যায় কিন্তু আমাদের মত সচেতন মানুষকে ভুলানো যাবে ভাই।
০২ এপ্রিল ২০১৪ রাত ০৮:১২
151414
তূর্য রাসেল লিখেছেন : কিন্তু অনেক সচেতন মানুষকেও এগুলো শেয়ার করতে দেখি....
201832
০২ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাই আমার মনের কথা লিখলেন ধন্যবাদ Rose
০২ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৭
151415
তূর্য রাসেল লিখেছেন : আপনাকেও অভিনন্দন....
201839
০২ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪০
বিন হারুন লিখেছেন : পিলাচ
০২ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫৬
151420
তূর্য রাসেল লিখেছেন : Winking
201905
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:৪২
জবলুল হক লিখেছেন : এসবের মাঝে মিরাক্কেল না খুজে কুরআন অর্থসহ পড়ুন। সেখানেই আসল মিরাক্কেল খুজে পাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুণ এবং ইসলামকে সঠিকভাবে বুঝার এবং পালন করার তওফিক দান করুণ আমিন ।
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:০৬
151475
তূর্য রাসেল লিখেছেন : Happy
201927
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:১২
ফেরারী মন লিখেছেন : ভুয়া ভুয়া
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:১৭
151482
তূর্য রাসেল লিখেছেন : কোনটা ভূয়া?
201929
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:১৬
আনিস১৩ লিখেছেন : Agreed.
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:২৮
151492
তূর্য রাসেল লিখেছেন : Happy>-
201935
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:৪০
আহ জীবন লিখেছেন : পিলাচ
১০
202032
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩১
ডাহুকী লিখেছেন : এসবের মাঝে মিরাক্কেল না খুজে কুরআন অর্থসহ পড়ুন। সেখানেই আসল মিরাক্কেল খুজে পাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুণ এবং ইসলামকে সঠিকভাবে বুঝার এবং পালন করার তওফিক দান করুণ আমিন…
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৮
151641
তূর্য রাসেল লিখেছেন : ঠিক..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File