বিশ্বের সর্ববৃহৎ ফ্লাশ মোব না মিউজিক ভিডিও !!??
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ০২ এপ্রিল, ২০১৪, ০১:২৫:৫২ দুপুর
আজকে দুপুর ২ টায় নাকি বিশ্বের সর্ববৃহৎ ফ্লাশ মোব বানানো হবে বাংলাদেশে। মানিক মিয়া এভিনিউতে। রীতিমতো বিজ্ঞাপন চলছে। রেজিস্ট্রেশন চলছে। ইভেন্ট খোলা হয়েছে। পনেরো হাজার জন নাকি দলীয় নৃত্যে অংশ নেবে।
আবালরা মনে হয় হয় জানেই না ফ্লাশ মোব মানে কি। ফ্লাশ মোব মানে এটা হঠাৎ শুরু হয়। কেউ জানবে না আগে থেকে। ভীড় থেকে কয়েকজন হঠাৎ মোব করবে। তাদের মতবাদ প্রচার করবে আবার ভীড়ের মধ্যে হারিয়ে যাবে। এটা নাকি আয়োজন করবে গ্রে এডভার্টাইজিং এজেন্সি। যারা বিশ্বকাপের উদ্ভধনি অনুষ্ঠানে ভারত মাতার পা চেটে বুঝিয়ে দিয়েছে আমরা কতটা বেকুব।
বিজ্ঞাপন দিয়ে ফ্লাশ মোব হয়? এটা কি আসলে ফ্লাশ মোব না মিউজিক ভিডিও?
বিষয়: বিবিধ
১৪০২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যতদিন ..........হাতে বাংলাদেশ, ততদিন পথ খুজে পাবে না বাংলাদেশ!!!!
মন্তব্য করতে লগইন করুন