টি২০ বিশ্বকাপে বাংলাদেশের অর্জন
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ০১ এপ্রিল, ২০১৪, ১১:৩৯:৩৯ রাত
(এটা আমার ফেসবুক স্ট্যাটাস, যার লিঙ্ক কমেন্টে পাবেন)
এবার টি২০-তে আমাদের দুইটা বড় অর্জন। এক ফ্ল্যাশ মোব, দুই ধারাবাহিক পরাজয়।
ফ্ল্যাশ মোব নিয়ে আমি একটু কথা বলতে চাই। হয়তো আমার কথা শুনে অনেকের গা জ্বালা করতে পারে। অনেকেই আবার আমাকে অনেক উপাধি দিতে পারেন। কিন্তু তবুও আমি বলতে চাচ্ছি। কেউ যদি কষ্ট পান তবে আমাকে ক্ষমা করবেন।
ফ্ল্যাশ মোবের নামে রাস্তায় যে নৃত্য এটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে কতটা গ্রহণযোগ্য? যে নৃত্য তরুণ-তরুণীরা আড়ালে ঘরের মধ্যে অথবা ক্লাবে করত তা আজ বিশ্বকাপের মোড়কে রাস্তায় নিয়ে আসা হয়েছে। ধর্মীয় দিক দিয়ে এটা কতখানি গ্রহণযোগ্য তা বিচার করার দায়িত্ব আপনাদের।
দুঃখিত, আমি সত্যিই দুঃখিত; আমার স্ট্যাটাস গুলোর ওজন নাকি অত্যাধিক বেশি। অনেকেই নাকি এর ভার বহন করতে পারছেন না। অনেকেই মেসেজ করেছেন আবার অনেকেই আমাকে সরাসরি বলেছেন। যাইহোক আমিও চিন্তা করলাম স্ট্যাটাস গুলোর ওজন কমানো উচিত। তাই বেশি কিছু লিখলাম না। আল্লাহ্ হাফেজ...ভালো থাকবেন।
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন